LPG Price Hike: ডিসেম্বর মাসে বড় ঝটকা মধ্যবিত্তের উপর! মাসের শুরুতে ঊর্ধ্বমুখী LPG সিলিন্ডারের দাম

LPG Price Hike: বর্তমানে দেশের বেশিরভাগ বাড়িতেই রান্নার জন্য ব্যবহার করে এলপিজি গ্যাস। এছাড়া ব্যবসার কাজেও এলপিজি সিলিন্ডারের ব্যবহার দেখা যায়। আর এই গ্যাসের দাম প্রতি এক মাস অন্তর বা বলতে গেলে প্রতি মাসের এক তারিখে পরিবর্তন হয়। যা মধ্যবিত্তদের দৈনন্দিন জীবনের উপর বেশ প্রভাব ফেলে। আজ ডিসেম্বরের ১ তারিখ। ...

Updated on:

LPG Price Hike

LPG Price Hike: বর্তমানে দেশের বেশিরভাগ বাড়িতেই রান্নার জন্য ব্যবহার করে এলপিজি গ্যাস। এছাড়া ব্যবসার কাজেও এলপিজি সিলিন্ডারের ব্যবহার দেখা যায়। আর এই গ্যাসের দাম প্রতি এক মাস অন্তর বা বলতে গেলে প্রতি মাসের এক তারিখে পরিবর্তন হয়। যা মধ্যবিত্তদের দৈনন্দিন জীবনের উপর বেশ প্রভাব ফেলে। আজ ডিসেম্বরের ১ তারিখ। রীতিমতো আজও প্রকাশ পেয়েছে গ্যাসের নতুন দাম! চলুন জেনে নিই দাম বাড়লো নাকি কমলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
ডিসেম্বরে এলপিজি সিলিন্ডারের দাম:

আজই শুরু হলো ডিসেম্বর। আর আজই সামনে এলো নতুন গ্যাসের দাম। যাতে মধ্যবিত্ত পরিবারে কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে। জানা যাচ্ছে চলতি মাসে গ্যাসের দাম বাড়ানো হয়নি ঠিকই তবে এটি কমানও হয়নি। অর্থাৎ গত মাসের দামেই পাওয়া যাবে এলপিজি সিলিন্ডার। তবে ব্যবসায়িক গ্যাসের সিলিন্ডারের মূল্য কিছুটা বাড়ানো হয়েছে বলে খবর।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
বাড়লো ব্যবসায়িক গ্যাসের দাম:

সূত্রের খবর হিসেবে জানা যাচ্ছে ব্যবসায়িক গ্যাসের দাম চলতি মাসের জন্য ১৫ টাকা ৫০ পয়সা বাড়ানো হলো। অর্থাৎ নভেম্বরে ১৯ কেজি গ্যাসের দাম যেখানে ১৯১১.৫০ টাকা ছিল সেখানে এবার সেই দাম বেড়ে হলো ১৯২৭ টাকা। তবে একমাত্র ভালো খবর হলো রান্নার গ্যাসের দাম ৮২৯ টাকাই রাখা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অর্থাৎ ব্যবসা এবং খাবারের দোকানে যেহেতু কমার্শিয়াল সিলিন্ডার ব্যবহার করা হয় তাই বাড়তে চলেছে খাবারের দামও। রবিবার থেকেই এই নতুন দাম কার্যকরী হতে চলেছে বলে খবর। তাই রেস্তোরাঁয় খাবারের দামের তারতম্য হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার থেকেই।

আরও পড়ুন: Ajker Rashifal 1 December: আজ সিদ্ধিযোগে এবং চিত্রা নক্ষত্র যোগে কপাল খুলবে এইসব রাশির, জেনে নিন আজকের রাশিফল