শ্রাবণী মেলা উপলক্ষে ভক্তদের জন্য বড় সিদ্ধান্ত! হাওড়া-তারকেশ্বর রুটে চলবে একগুচ্ছ স্পেশাল ট্রেন

Shravani Mela 2025: পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রাবণী মেলা (Shravani Mela 2025) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারকেশ্বর ধাম তখন রীতিমতো তীর্থভূমি। প্রতিবছর লাখো ভক্ত গঙ্গাজল নিয়ে হেঁটে বা ট্রেনে গিয়ে তারকেশ্বর শিবমন্দিরে জল অর্পণ করেন। সেই ভিড় সামাল দিতে এবার পূর্ব রেল (Eastern Railway) নিয়েছে বড়সড় ...

Updated on:

Shravani Mela 2025

Shravani Mela 2025: পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শ্রাবণী মেলা (Shravani Mela 2025) শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তারকেশ্বর ধাম তখন রীতিমতো তীর্থভূমি। প্রতিবছর লাখো ভক্ত গঙ্গাজল নিয়ে হেঁটে বা ট্রেনে গিয়ে তারকেশ্বর শিবমন্দিরে জল অর্পণ করেন। সেই ভিড় সামাল দিতে এবার পূর্ব রেল (Eastern Railway) নিয়েছে বড়সড় পদক্ষেপ। ২০২৫ সালের ১০ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত, প্রতি রবিবার, সোমবার এবং উৎসবের নির্দিষ্ট দিনে হাওড়া – তারকেশ্বর ও শেওড়াফুলি – তারকেশ্বর রুটে চলবে বিশেষ EMU লোকাল ট্রেন

রেলের ঘোষণায় কী রয়েছে?

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে—

  • হাওড়া – তারকেশ্বর রুটে থাকবে ৪ জোড়া স্পেশাল ট্রেন
  • শেওড়াফুলি – তারকেশ্বর রুটেও থাকবে বিশেষ ট্রেন পরিষেবা
  • এই ট্রেনগুলি চলবে শুধু শ্রাবণী মেলার (Shravani Mela 2025) দিনগুলিতে, অর্থাৎ রবিবার, সোমবার এবং অন্যান্য তীর্থভ্রমণের নির্দিষ্ট দিনে
  • লক্ষাধিক তীর্থযাত্রীর ভিড় সামলাতে এই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল

অবশ্যই দেখবেন: একটানা বৃষ্টিতে কাঁপবে বাংলা! আজ এই ৫ জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব, জারি হল সতর্কতা

 হাওড়া – তারকেশ্বর বিশেষ ট্রেনের সময়সূচী (২০২৫)

🔹 রুট 🔹 হাওড়া থেকে ছাড়বে 🔹 তারকেশ্বরে পৌঁছাবে
ট্রেন ১ রাত ১২:৩০ রাত ২:০০
ট্রেন ২ ভোর ৪:১৫ সকাল ৫:৪৫
ট্রেন ৩ দুপুর ১২:৪০ দুপুর ২:১০
ট্রেন ৪ দুপুর ১:২০ দুপুর ২:৫০

ফিরতি পথে (তারকেশ্বর → হাওড়া):

🔹 তারকেশ্বর থেকে ছাড়বে 🔹 হাওড়ায় পৌঁছাবে
সকাল ২:৩০ ভোর ৪:০০
সকাল ১০:৫৫ দুপুর ১২:২৫
সকাল ১১:৩৫ দুপুর ১:০৫
রাত ৯:১৭ রাত ১০:৪৭

শেওড়াফুলি – তারকেশ্বর বিশেষ ট্রেনের সময়সূচী

🔹 শেওড়াফুলি থেকে ছাড়বে 🔹 তারকেশ্বরে পৌঁছাবে
সকাল ৬:৫৫ সকাল ৭:৪৫
সকাল ৯:২০ সকাল ১০:১০
সকাল ১১:০৫ সকাল ১১:৫৩
বিকেল ৪:১৫ বিকেল ৫:০৫
সন্ধ্যা ৭:৩৫ রাত ৮:২৫

তারকেশ্বর থেকে শেওড়াফুলি (ফিরতি):

🔹 তারকেশ্বর থেকে ছাড়বে 🔹 শেওড়াফুলিতে পৌঁছাবে
সকাল ৫:৫৫ সকাল ৬:৪৫
সকাল ৮:২০ সকাল ৯:১০
সকাল ১০:০৫ সকাল ১০:৫৫
বিকাল ২:৪৬ বিকাল ৩:৩৬
সন্ধ্যা ৬:৩৫ সন্ধ্যা ৭:২৫

কেন এত গুরুত্ব পাচ্ছে শ্রাবণী মেলায় ট্রেন পরিষেবা?

🔹 ১. লক্ষাধিক তীর্থযাত্রী

প্রতি বছর শ্রাবণ মাসজুড়ে লক্ষাধিক তীর্থযাত্রী কাঁধে গঙ্গাজল নিয়ে তারকেশ্বর মন্দিরে পাড়ি দেন। এদের একটা বড় অংশ ট্রেনেই যাত্রা করেন।

🔹 ২. নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রয়োজন

ভিড়ের চাপে অনেক সময় নিয়মিত ট্রেনগুলিতে তীব্র সমস্যা হয়। যাত্রীরা হয়রানির মুখে পড়েন। সেই অসুবিধা দূর করতেই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে।

🔹 ৩. প্রশাসনিক ব্যবস্থাপনা সহজ

বিশেষ ট্রেনের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ সহজ হবে, পুলিশের নিয়ন্ত্রণ ব্যবস্থাও আরও সুসংহত হবে।

তারকেশ্বর মেলায় যাওয়ার আগে যা মাথায় রাখবেন

পরামর্শ 📌 বিস্তারিত
আগেভাগে পৌঁছান মেলায় ভিড় থাকে প্রচুর, তাই রাতের ট্রেন বা ভোরের ট্রেনেই রওনা দিন
হালকা ব্যাগ নিন হাঁটা ও ভিড়ের মধ্যে হালকা ব্যাগই সুবিধাজনক
পর্যাপ্ত জল রাখুন গ্রীষ্ম ও বর্ষার মিশ্র আবহাওয়ায় ডিহাইড্রেশন হতে পারে
নির্দেশ মানুন রেল ও প্রশাসনের নির্দেশ মেনে চলুন

তারকেশ্বরের শ্রাবণী মেলা (Shravani Mela 2025) শুধুমাত্র এক ধর্মীয় উৎসব নয়, এটি হাজার হাজার ভক্তের অন্তরের তীর্থযাত্রা। সেই যাত্রাকে নির্বিঘ্ন করতে পূর্ব রেল যে ব্যবস্থা নিচ্ছে, তা প্রশংসার যোগ্য। একদিকে ভক্তদের সুবিধা, অন্যদিকে ভিড় নিয়ন্ত্রণ—দু’দিক সামলে এই পদক্ষেপ সত্যিই গুরুত্বপূর্ণ। আপনার যদি তারকেশ্বর যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে সময় মতো এই স্পেশাল ট্রেনের সুবিধা নিন।

অবশ্যই দেখবেন: DA বৃদ্ধি ৫৮% পর্যন্ত! সরকারি কর্মীদের জন্য চলতি বছরে বিশাল ঘোষণা

 

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon