Government Holiday: আবারও ছুটির মেজাজ। টানা তিনদিন বন্ধ থাকতে পারে স্কুল, কলেজ, ব্যাঙ্ক, অফিস এমনকি স্টক এক্সচেঞ্জও। জানা যাচ্ছে, আগত সপ্তাহে ছুটি থাকবে বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যে।
সোমবার ছুটি থাকবে বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্ষেত্রে:
৭ তারিখ সোমবার স্কুল, ব্যাঙ্ক, ডাকঘর, সরকারি অফিস এবং বেশ কিছু বেসরকারি অফিস বন্ধ থাকবে (Government Holiday)। পাশাপাশি ৫ তারিখ শনিবার। অধিকাংশ জায়গায় শনিবার ছুটি থাকে। ৬ তারিখ রবিবার। ফলে টানা তিনদিনের ছুটি মিলবে স্কুল কলেজের ছাত্র ছাত্রী সহ অফিস কর্মীদেরও। জেনে নিন কিসের ছুটি মিলবে সোমবার?
ইসলামিক নববর্ষের সূচনা:
ইসলামিক নববর্ষের সূচনাকারী পার্বণ মহরম ভারতে চাঁদ দেখার ওপর নির্ভর করে ৬ বা ৭ তারিখ পালিত হবে। আনুষ্ঠানিকভাবে ৬ তারিখ মহরম পালিত হলেও চাঁদ দেখা না গেলে তা পালিত হবে ৭ তারিখ অর্থাৎ সোমবার। আর সেই উপলক্ষেই ছুটি থাকবে বাংলা সহ দেশের বিভিন্ন রাজ্যে। ইসলামের চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম একটি হলো মহরম। ভারতে এটি সরকার ছুটি হিসাবে পালন করা হয়। ছুটির দিন নির্ভর করে চাঁদ দেখার ওপর।
অবশ্যই দেখবেন: কেন্নোর উৎপাত? বর্ষায় কেন্নো ঢুকছে ঘরে? ঘরে থাকা জিনিসেই মিলবে মুক্তি, ব্যবহার করুন এই সহজ টোটকা
বন্ধ থাকবে স্কুল, কলেজ, অফিস সহ বিভিন্ন বেসরকারি সংস্থা:
এই দিন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ-ও বন্ধ থাকবে (Government Holiday)। এর মধ্যে আছে ইক্যুইটি, ইক্যুইটি ডেরিভেটিভস, এসএলবি, কারেন্সি ডেরিভেটিভস এবং সুদের হার ডেরিভেটিভস। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড সকালের সময়ও তাদের লেনদেন স্থগিত রাখবে। অর্থাৎ পরপর তিনদিন ছুটি মিলতে পারে সকলেরই। বন্ধ থাকবে স্কুল, কলেজ, ব্যাঙ্ক, অফিস, আদালত। পাশাপাশি কিছু বেসরকারি অফিসেও সেদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
অবশ্যই দেখবেন: রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি! উত্তরবঙ্গেও কি নামবে দুর্যোগ? জানুন বিস্তারিত আবহাওয়ার আপডেট
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |