Government Holiday: জুন মাসে ছুটি নিয়ে যতটা খুশি ছিলেন সরকারি কর্মচারীরা, জুলাই মাসে যেন সেই আনন্দে ছেদ পড়েছে। প্রায় গোটা মাসে সরকারি ছুটি বলতে কিছুই নেই, ফলে অফিসফেরত ক্লান্তি আর একঘেয়েমির জাঁতাকলে পড়েছেন কর্মচারীরা। তবে চিন্তার কিছু নেই! কারণ আগস্ট থেকে শুরু হচ্ছে টানা ছুটির মরশুম। আর বছরের শেষভাগ মানেই তো উৎসব, পূজা আর ছুটির আমেজে ভরপুর সময়। চলুন দেখে নেওয়া যাক আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে সরকারি কর্মীদের জন্য ছুটির ছক (Government Holiday) কেমন হতে চলেছে।
আগস্ট ২০২৫: ছোট্ট একটা ছুটির ছক, আর হয়ে যেতে পারে উইকেন্ড ট্রিপ! Government Holiday
১৫ আগস্ট (শুক্রবার): স্বাধীনতা দিবস: এই দিনটি এমনিতেই জাতীয় ছুটি। ভালো খবর হলো, এবার এই দিনটি শুক্রবারে পড়েছে। মানে…
১৬ আগস্ট (শনিবার): জন্মাষ্টমী: এবছর জন্মাষ্টমী পড়েছে শনিবারে। এই দিনেও রাজ্য সরকারী ছুটি মিলবে।
১৭ আগস্ট (রবিবার): সাপ্তাহিক ছুটি এতে পর পর তিনদিন ছুটি—শুক্র, শনি, রবি। সরকারি কর্মচারীরা চাইলে এই উইকেন্ডে খুব সহজেই ছোটখাটো বেড়াতে বেরোতে পারেন, তাও আবার ছুটি জমিয়ে না খরচ করেই!
আগস্টে আরও যে ছুটিগুলি থাকছে:
৯ আগস্ট (শনিবার): রাখি পূর্ণিমা – যদিও এটি হলিডে তে পড়ছে, কিন্তু কিছু সরকারি অফিসে ছুটি হতে পারে। প্রতিটি শনিবার ও রবিবার তো রয়েছেই।
সেপ্টেম্বর ২০২৫: দুর্গাপুজো শুরু মানেই উৎসবের মহামেলা
দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব—দুর্গাপুজো ২০২৫। এবার পুজোর সময় ছুটির দিনগুলো পড়েছে দারুণভাবে, যেটা এক কথায় বোনাস।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার): মহালয়ার আগের দিন (সম্ভবত ছুটি শুরু)
শোনা যাচ্ছে, চতুর্থী থেকেই ছুটি শুরু হতে পারে। অর্থাৎ ২৬ সেপ্টেম্বর থেকে…
২৮ সেপ্টেম্বর (রবিবার): ষষ্ঠী
এই দিন থেকেই মূল পুজোর ছুটি শুরু হবে। এরপর একে একে—
- ২৯ সেপ্টেম্বর (সোমবার): সপ্তমী
- ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার): অষ্টমী
- ১ অক্টোবর (বুধবার): নবমী
- ২ অক্টোবর (বৃহস্পতিবার): দশমী ও গান্ধী জয়ন্তী
- ৩ অক্টোবর (শুক্রবার): অতিরিক্ত ছুটি (সম্ভাব্য)
- ৪-৫ অক্টোবর: শনিবার-রবিবার
অর্থাৎ একটানা ১০ দিনের মতো ছুটি মিলতে পারে সরকারি কর্মীদের!
অক্টোবর ২০২৫: কালীপুজো, ভাইফোঁটা ও কোজাগরী—উৎসব চলছেই
৬ অক্টোবর (সোমবার): কোজাগরী লক্ষ্মীপূজা: এই দিন সাধারণত সরকারি ছুটি থাকে।
২০ অক্টোবর (সোমবার): কালীপুজো: একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাংলা উৎসব। সাধারণ ছুটি নিশ্চিত।
২৩ অক্টোবর (বৃহস্পতিবার): ভাইফোঁটা ভাইফোঁটাও সরকারি ছুটির দিন। তাই কালীপুজো ও ভাইফোঁটার মাঝে ছুটি নিতে পারলে টানা এক সপ্তাহের বিশ্রাম পাওয়া সম্ভব।
কিন্তু এই ছুটিগুলি পড়েছে রবিবারে! একটু মন খারাপ হতেই পারে
২০২৫ সালে মোট ৮টি সরকারি ছুটি পড়েছে রবিবারে, যার মধ্যে রয়েছে—
- মহরম (৬ জুলাই)
- রাখি পূর্ণিমা (৯ আগস্ট)
- ভানুভক্তের জন্মদিন, মহালয়া
- মহাষষ্ঠী (২৮ সেপ্টেম্বর)
এই দিনগুলো রবিবারে পড়ায় সরকারি কর্মীরা আলাদা করে কোনো অতিরিক্ত ছুটি পাবেন না।
কীভাবে ছুটিগুলো ব্যবহার করবেন?
👉 উইকেন্ড প্ল্যানিং: আগস্টে ১৫-১৭ তারিখ টানা ছুটিতে কাছেপিঠে পাহাড় বা সমুদ্র ভ্রমণ।
👉 দুর্গাপুজোর ছুটি: ২৬ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ছুটির সম্ভাবনা থাকায় দূরভ্রমণ বা ফ্যামিলি ট্রিপ প্ল্যান করুন।
👉 অক্টোবর স্পেশাল: কালীপুজো ও ভাইফোঁটায় ছুটি ম্যানেজ করলে ফেস্টিভ মুডে রিফ্রেশ করে নেওয়ার সুযোগ।
২০২৫ সালের মাঝামাঝি সময়টা কিছুটা নিরানন্দ হলেও, আগস্ট-অক্টোবর আপনার জন্য বয়ে আনছে বাম্পার ছুটির প্যাকেজ। আপনি যদি সরকারি কর্মচারী হন, তাহলে এই সময়টাই আপনার কাছে বছরের সেরা ট্রাভেল উইন্ডো হতে চলেছে। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন ভ্রমণের প্ল্যান, বুক করে ফেলুন হোটেল ও ট্রেন টিকিট। কারণ, ছুটি যদি প্ল্যানড হয়, তবেই সেটা রিফ্রেশিং হয়।
অবশ্যই দেখবেন: ৭ জুলাই কি ছুটি? পশ্চিমবঙ্গের সরকারি দপ্তর খোলা থাকবে না? জেনে নিন সব তথ্য
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |