ফের নিম্নচাপ! উত্তরবঙ্গে আজ ভারী বর্ষণ, দক্ষিণেও বাড়ছে দুর্যোগের আশঙ্কা! জেনে নিন আজকের আবহাওয়া

বিগত কয়েকদিনের টানা প্রবল বর্ষণের পর দক্ষিণবঙ্গের আকাশে সাময়িক বিরতি। মেঘলা আকাশের ফাঁকে যেন ধরা দিয়েছে একটু স্বস্তি, একটু রোদ্দুর। তবে এই স্বস্তি বেশি দিন স্থায়ী হবে না। কারণ বৃষ্টির ইতি এখানেই নয়—তাতেই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যা রাজ্য জুড়ে আর্দ্রতাসমৃদ্ধ বায়ু প্রবাহে সাহায্য ...

Updated on:

আজকের আবহাওয়া

বিগত কয়েকদিনের টানা প্রবল বর্ষণের পর দক্ষিণবঙ্গের আকাশে সাময়িক বিরতি। মেঘলা আকাশের ফাঁকে যেন ধরা দিয়েছে একটু স্বস্তি, একটু রোদ্দুর। তবে এই স্বস্তি বেশি দিন স্থায়ী হবে না। কারণ বৃষ্টির ইতি এখানেই নয়—তাতেই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বর্তমানে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, যা রাজ্য জুড়ে আর্দ্রতাসমৃদ্ধ বায়ু প্রবাহে সাহায্য করছে। সেইসঙ্গে নতুন করে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে একটি নিম্নচাপের, আগামী ২৪ জুলাই (বৃহস্পতিবার) নাগাদ উত্তর বঙ্গোপসাগরের উপরে। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গজুড়ে আবারও শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি।

অন্যদিকে, ঠিক যখন দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা থমকেছে, সেই মুহূর্তে উত্তরবঙ্গের বর্ষা ধীরে ধীরে নিজের দাপট দেখাতে প্রস্তুত। ইতিমধ্যেই উত্তরে সক্রিয়তা বাড়তে শুরু করেছে, যার প্রভাবে ডুয়ার্স ও পাহাড়ি জেলাগুলিতে হতে পারে ব্যাপক বৃষ্টিপাত। বৃষ্টির পাশাপাশি রাজ্য জুড়েই এখন অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। প্রচুর জলীয়বাষ্প ঢুকে পড়ায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি অনুভূত হচ্ছে, যা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।

▌দক্ষিণবঙ্গ: মেঘে ঢাকা আকাশ, বজ্র-সহ বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন বলছে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আজও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার একাধিক অংশে দুপুর গড়াতেই মেঘ জমে ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। এই মুহূর্তে প্রতিটি জেলাতেই ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। সেইসঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব, দিনের পরিকল্পনায় থাকুক ছাতা ও বাড়তি সতর্কতা।

▌উত্তরবঙ্গ: বৃষ্টির ঘনঘটা, সতর্ক দার্জিলিং-জলপাইগুড়ি

উত্তরবঙ্গের আবহাওয়াও আজ কিছু কম চঞ্চল নয়। দার্জিলিং ও জলপাইগুড়ির নির্দিষ্ট অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ফলে এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলধারার সঙ্গে পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসতে পারে ভূমিধসের সম্ভাবনাও। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় ওই জেলাগুলির জন্য হলুদ সতর্কতা বলবৎ রাখা হয়েছে। এখানেও ৩০-৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

অবশ্যই দেখবেন: প্রকাশিত উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রুটিন! বর্ষায় প্রশ্নপত্র সুরক্ষায় সংসদের বড় পদক্ষেপ

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon