SSC-র বড় চমক! উচ্চ মাধ্যমিকও জড়িত, রাজ্যের সব স্কুলে যাচ্ছে জরুরি বার্তা

সেপ্টেম্বর মানেই স্কুল-কলেজ চত্বরে গরম সময়। শিক্ষার্থীদের মনের মধ্যে টেনশন আর শিক্ষক-অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ—সব মিলিয়ে একটা চরম ব্যস্ততার সময়। কেউ প্রস্তুতি নিচ্ছে সেমিস্টার পরীক্ষার, কেউ বা ভাবছে ভবিষ্যতের চাকরির দিশা নিয়ে। আর সেই সময়েই সামনে এল এক দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি, যা রাজ্যের লক্ষাধিক পরিবারকে ফেলেছে দোটানায়। WhatsApp Group Join Now ...

Published on:

SSC

সেপ্টেম্বর মানেই স্কুল-কলেজ চত্বরে গরম সময়। শিক্ষার্থীদের মনের মধ্যে টেনশন আর শিক্ষক-অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ—সব মিলিয়ে একটা চরম ব্যস্ততার সময়। কেউ প্রস্তুতি নিচ্ছে সেমিস্টার পরীক্ষার, কেউ বা ভাবছে ভবিষ্যতের চাকরির দিশা নিয়ে। আর সেই সময়েই সামনে এল এক দ্বন্দ্বপূর্ণ পরিস্থিতি, যা রাজ্যের লক্ষাধিক পরিবারকে ফেলেছে দোটানায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দুই বড় পরীক্ষা মুখোমুখি? Exam Date Clash | SSC & HS Exam

একদিকে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission – SSC) বহু প্রতীক্ষিত নিয়োগ পরীক্ষা, আর অন্যদিকে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary – HS Exam) গুরুত্বপূর্ণ সেমিস্টার! উভয় ক্ষেত্রেই পরীক্ষার্থীর সংখ্যা কয়েক লক্ষ। এমন অবস্থায় একই সময়কালে এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষার সম্ভাবনা ঘিরে দানা বাঁধছে নানা প্রশ্ন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বরেই? SSC Exam in September 2025

কমিশনের সূত্র অনুযায়ী, ৭ সেপ্টেম্বর (Sunday) নবম-দশম (Class IX-X) স্তরের স্কুলগুলিতে এবং ১৪ সেপ্টেম্বর (Sunday) একাদশ-দ্বাদশ (Class XI-XII) স্তরের স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment Exam) হতে পারে। যদিও এখনো সরকার দিন চূড়ান্ত করেনি, তবে SSC ইতিমধ্যেই সরকারের কাছে এই দুই সম্ভাব্য তারিখের প্রস্তাব পাঠিয়েছে। কমিশনের এক কর্তা জানান, “আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সম্ভাব্য দিন চেয়ে চিঠি পাঠিয়েছি। অনুমোদনের অপেক্ষায় রয়েছি।”

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অবশ্যই দেখবেন: ২১ জুলাইয়ের রক্তাক্ত দিন! ১৯৯৩ সালের সেই ভয়ংকর ঘটনা জানলে গায়ে কাঁটা দেবে

চাপ বেড়েছে আবেদনকারীর সংখ্যাতেই High Number of Applicants | SSC Candidates

আবেদন জমার নিরিখে স্পষ্ট, প্রার্থীদের আগ্রহ বিপুল। নবম-দশম স্তরের জন্য আবেদন জমা পড়েছে ৩.৫৬ লক্ষেরও বেশি। একাদশ-দ্বাদশের জন্য ২.৬১ লক্ষ প্রার্থী আবেদন করেছেন। প্রথম দফার সময়সীমার মধ্যেই এসেছে সবচেয়ে বেশি আবেদন। যদিও ২১ জুলাই পর্যন্ত সময়সীমা বাড়ানো হলেও পরবর্তী পর্বে তুলনায় কম আবেদন জমা পড়েছে। কমিশনের তরফে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ৩০ মে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, যার প্রেক্ষিতে ১৬ জুন থেকে অনলাইন আবেদন চালু হয়।

অবশ্যই দেখবেন: মেট্রোর মতো লোকাল ট্রেনেও এবার AC! অতিরিক্ত ভাড়া দিতে হবে না, চমকে দিল মহারাষ্ট্র সরকার

উচ্চ মাধ্যমিকের মাঝে নিয়োগ! SSC Amidst HS Semester | Concern Among Teachers

এই প্রস্তাবিত দুটি পরীক্ষার দিন নিয়ে উঠছে নতুন প্রশ্ন। কারণ ৭ সেপ্টেম্বরের পরদিনই রয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের প্রথম ভাষার পরীক্ষা। আবার ১৪ সেপ্টেম্বরের আগের দিন, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর রয়েছে কম্পিউটার সায়েন্স, পরিবেশবিদ্যা, হেলথ এডুকেশন ইত্যাদি বিষয়ে পরীক্ষা। ১৫ সেপ্টেম্বর আবার ইতিহাস, মনোবিজ্ঞান, কমার্সের গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা রয়েছে। এতগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষার মাঝে এত বড় নিয়োগ পরীক্ষা হলে ছাত্র, শিক্ষক, স্কুল প্রশাসন সকলেরই সমস্যা হবে বলে মনে করছেন শিক্ষক মহলের একাংশ। শিক্ষাপ্রণালী ও ভবিষ্যতের জন্য এই সময়সীমা বেছে নেওয়া কতটা যৌক্তিক, তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

অবশ্যই দেখবেন: ২০ বছর কোমায়! শেষমেশ চিরনিদ্রায় ঘুমিয়ে পড়লেন সৌদির ‘ঘুমন্ত রাজপুত্র’ ওয়ালিদ