রাজ্যে ফের দুর্যোগ, ৯ জেলায় কমলা সতর্কতা জারি! আগামী ৩ দিন ঝড়-বৃষ্টি চলবে, সমুদ্রে নিষেধাজ্ঞা জারি!

Weather Today: সকাল হতেই দক্ষিণবঙ্গের আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে ঘন মেঘ। অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাত থেকেই। দিনের আলো ফোটার আগেই শহরের রাস্তাঘাটে জমেছে জল। যারা অফিসমুখো, স্কুলগামী, কিংবা নিত্য প্রয়োজনীয় কাজে বেরোচ্ছেন, তাঁদের অনেকেই কাকভেজা অবস্থায় পৌঁছেছেন গন্তব্যে। উত্তরবঙ্গেও সকাল থেকেই প্রকৃতি মুখ ভার করে রেখেছে (Weather ...

Published on:

Weather

Weather Today: সকাল হতেই দক্ষিণবঙ্গের আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে ঘন মেঘ। অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রাত থেকেই। দিনের আলো ফোটার আগেই শহরের রাস্তাঘাটে জমেছে জল। যারা অফিসমুখো, স্কুলগামী, কিংবা নিত্য প্রয়োজনীয় কাজে বেরোচ্ছেন, তাঁদের অনেকেই কাকভেজা অবস্থায় পৌঁছেছেন গন্তব্যে। উত্তরবঙ্গেও সকাল থেকেই প্রকৃতি মুখ ভার করে রেখেছে (Weather Today)। ভিজে বাতাস আর তীব্র আর্দ্রতার জেরে অস্বস্তির ছবি সর্বত্র।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ঘূর্ণিঝড় না হলেও উপকূলবর্তী অঞ্চলে উদ্বেগ, বাড়ছে দুশ্চিন্তা 

শুধু বর্ষা নয়, সঙ্গে বইছে হালকা ঝোড়ো হাওয়া, মাঝেমধ্যে বজ্রপাতও। গৃহবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। উপকূলবর্তী জেলাগুলিতে আতঙ্ক যেন একটু বেশিই। প্রবল বাতাসে নৌকো বাঁধা হচ্ছে শক্ত করে, ঘরের চাল টাঙানো হচ্ছে বালি-ভর্তি বস্তা দিয়ে। এমন দৃশ্য যেন মনে করিয়ে দিচ্ছে গতবছরের ইয়াস বা আম্ফানের স্মৃতি। তবে এখনো কোনও ঘূর্ণিঝড় নয়, বরং চিন ও ভিয়েতনামের দিক থেকে আসা মৌসুমি ঘূর্ণাবর্তই এই বৃষ্টির মূল কারণ বলে জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Today)

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
Weather Update
Weather Update

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের কারণে বৃষ্টির সতর্কতা (Cyclonic Circulation Alert)

আলিপুর আবহাওয়া দফতরের (Weather Today) তরফে জানানো হয়েছে, চিন ও ভিয়েতনামের ঘূর্ণিঝড় উইফা (Typhoon Wipha)-র কারণে উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation)। এর ফলেই রাজ্যে একাধিক জেলায় আগামী ২-৩ দিন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (Heavy Rain Alert) হতে পারে বলে পূর্বাভাস। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় (South Bengal Districts) ইতিমধ্যেই অতিরিক্ত সতর্কতা (Orange Alert & Yellow Alert) জারি করা হয়েছে। তবে ঠিক কোন জেলাগুলি রয়েছে এই তালিকায়? কোথায় কমলা, আর কোথায় হলুদ সতর্কতা?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই ৯ জেলায় সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা (Most Affected Districts by Rain)

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ যে ৯টি জেলায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে, সেগুলি হল—

  • ১. উত্তর ২৪ পরগণা (North 24 Parganas)
  • ২. দক্ষিণ ২৪ পরগণা (South 24 Parganas)
  • ৩. পূর্ব মেদিনীপুর (East Midnapore)
  • ৪. পশ্চিম মেদিনীপুর (West Midnapore)
  • ৫. ঝাড়গ্রাম (Jhargram)
  • ৬. পুরুলিয়া (Purulia)
  • ৭. বাঁকুড়া (Bankura)
  • ৮. মুর্শিদাবাদ (Murshidabad)
  • ৯. নদিয়া (Nadia)

এই সমস্ত জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার (Gusty Wind) পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে অতি ভারী বৃষ্টি (Light to Very Heavy Rainfall) হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে কী পরিস্থিতি? (North Bengal Weather Today)

উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar), উত্তর দিনাজপুর (North Dinajpur), দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) এবং মালদা (Malda)-তেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সেক্ষেত্রে ভারী বৃষ্টির আশঙ্কা খুব বেশি নেই, বরং বিক্ষিপ্ত বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি (Scattered Rain) হতে পারে বলে জানানো হয়েছে। তবে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০-৪০ কিমি বেগে, তাই মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (Fishermen Alert)।

অবশ্যই দেখবেন: রেশন কার্ড বন্ধ হয়ে যাবে! এই কাজটি না করলেই কাটা যাবে নাম, জানুন কেন্দ্রের নয়া নিয়ম

আজ বৃষ্টি থাকছে, কিন্তু ঝড় নয় (Rain Alert but Not Cyclone Yet)

বর্তমানে আবহাওয়ার পরিবর্তনশীলতা চোখে পড়ার মতো। আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় এখনও নয়, তবে তার থেকেও বিপজ্জনক হতে পারে এই ধরনের মৌসুমি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। তাই আজ এবং আগামী কয়েকদিন প্রয়োজন বাড়তি সতর্কতার। রাজ্যের প্রায় ১৫টিরও বেশি জেলায় (Over 15 Districts Alerted) বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। যাঁরা বেরোবেন, তাঁদের ছাতা ও রেইনকোট নিয়েই বেরোনোর আবেদন জানানো হয়েছে।

 

অবশ্যই দেখবেন: রাজ্যে ফের দুর্যোগ, ৯ জেলায় কমলা সতর্কতা জারি! আগামী ৩ দিন ঝড়-বৃষ্টি চলবে, সমুদ্রে নিষেধাজ্ঞা জারি!

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More