শীঘ্রই দেশে চালু হচ্ছে বুলেট ট্রেন! সময় দিনক্ষণ সবকিছু জানিয়ে দিলেন ভারতীয় রেলমন্ত্রী!

কলকাতা: প্রতিদিনই উন্নত করছে ভারতীয় রেল নতুন নতুন প্রকল্প ব্যবস্থা আছে সাধারণ মানুষের কথা ভেবে এবারে সেরকমই সেরকমই বহু বছর ধরেই বুলেট ট্রেন নিয়ে পরিকল্পনা হচ্ছে অবশেষে ভারতীয় চালু হবে দেশের প্রথম বুলেট ট্রেন (Bullet Train) সেই নিয়ে তো উৎসাহ একেবারে তুঙ্গে। কবে শেষ হবে বুলেট ট্রেন পরিকল্পনা প্রকল্পের কাজ ...

Published on:

Bullet Train

কলকাতা: প্রতিদিনই উন্নত করছে ভারতীয় রেল নতুন নতুন প্রকল্প ব্যবস্থা আছে সাধারণ মানুষের কথা ভেবে এবারে সেরকমই সেরকমই বহু বছর ধরেই বুলেট ট্রেন নিয়ে পরিকল্পনা হচ্ছে অবশেষে ভারতীয় চালু হবে দেশের প্রথম বুলেট ট্রেন (Bullet Train) সেই নিয়ে তো উৎসাহ একেবারে তুঙ্গে। কবে শেষ হবে বুলেট ট্রেন পরিকল্পনা প্রকল্পের কাজ কবে থেকে ভারতের বুকে ছুটবে বুলেট ট্রেনে সেই প্রশ্ন বারবার উঠে এসেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

দেশের প্রথম বুলেট ট্রেনের রুট হতে চলেছে মুম্বাই আমেদাবাদ এই প্রথমবার বুলেট ট্রেন ছুটবে আমাদের দেশে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে খুব শীঘ্রই সেই নেই এবারে সাধারণ মানুষের নানান প্রশ্নের উত্তর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কি বললেন তিনি কবে থেকে চালু হবে বুলেট ট্রেন সাধারণ মানুষ কবে উপভোগ করবে সেই ট্রেনের সুব্যবস্থা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বুলেট ট্রেন সম্পর্কে মুখ খুললেন রেলমন্ত্রী

সূত্রের খবর অনুযায়ী, রেলমন্ত্রী বুলেট ট্রেন সম্পর্কে নানান তথ্য জানাতে গিয়ে বলেছেন এই বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পটি যথেষ্ট জটিল এবং সময় সাপেক্ষ। প্রযুক্তিগত দিক থেকেও এর কাজ অতটাও সহজ নয়। ট্র্যাক, বৈদ্যুতিক সিগন্যালিং, টেলি যোগাযোগ ব্যবস্থা সহ আরো অনেক দিক সমস্ত নির্মাণ কাজ শেষ হলে তবেই ভারতের বুক চিড়ে ছুটবে বুলেট ট্রেন। রেলমন্ত্রী আরও জানান, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন রুটে মূলত মুম্বই থেকে শুরু করে থানে, ভিরার, বোইসার, ভেপি, বিলিমোর, সুরাট, ভারুচ, ভদোদরা, আনন্দ, আহমেদাবাদ এবং সবরমতি মিলিয়ে মোট ১২টি স্টেশনে চালানোর পরিকল্পনা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এই বুলেট ট্রেন (Bullet Train)পরিকল্পনায় মুম্বই থেকে আহামেদাবাদ বুলেট ট্রেন রুটে এখনও পর্যন্ত মোট ৭৮,৮৩৯ কোটি টাকা ব্যয় করা হয়েছে। ওইদিকে রেলমন্ত্রী আরও জানিয়েছিলেন, জমি অধিগ্রহণের জন্যই এই প্রকল্পে কিছুটা দেরি হয়েছে। তবে আপাতত সেইসব জট কাটিয়ে দ্রুত গতিতে এগোচ্ছে বুলেট ট্রেন প্রকল্পের কাজ। MAHSR প্রকল্পের জন্য ইতিমধ্যেই ১৩৮৯ হেক্টরের বেশি জমি অধিগ্রহণ করা হয়েছে। তাছাড়াও পিয়ার নির্মাণ থেকে শুরু করে 319 কিলোমিটার গার্ডার নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে। রেলমন্ত্রীর সংযোজন, ইতিমধ্যেই সমুদ্রের তলদেশের টানেল নির্মাণের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই, সমুদ্রের তলদেশে টানেল নির্মাণের কাজও ভালোভাবে সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা যায়।

অবশ্যই দেখবেন: রাজ্যে ফের দুর্যোগ, ৯ জেলায় কমলা সতর্কতা জারি! আগামী ৩ দিন ঝড়-বৃষ্টি চলবে, সমুদ্রে নিষেধাজ্ঞা জারি!

 

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More