আপনার কাঠের সোফা, আলমারি বা দরজার গায়ে কি ছোট ছোট গর্ত তৈরি হচ্ছে? কিংবা কাঠে ধাক্কা দিলে ফাঁপা আওয়াজ আসছে? তাহলে সাবধান! আপনি জানতেও পারবেন না, কবে আপনার সাধের ফার্নিচার উইপোকার (Termites) কবলে পড়ে একেবারে ছারখার হয়ে গেছে। বর্ষাকাল এলেই আর্দ্রতার সুযোগে এই পোকাগুলো ঘরে ঢুকে পড়ে এবং নিরবে আপনার দামী আসবাবপত্র কুরে খায়।

হাজার টাকার Pest Control নয়, সমাধান আছে আপনার রান্নাঘরেই!
পোকা মারতে বাজারে অনেক কীটনাশক (chemical pesticides) মিললেও, তা যেমন ব্যয়বহুল তেমনই পরিবেশের পক্ষে ক্ষতিকর। কিন্তু জানেন কি, মাত্র ২ টাকায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব? আপনার বাড়ির রান্নাঘরেই রয়েছে এমন কিছু উপাদান যা উইপোকা (Termites) তাড়াতে কার্যকর। শুধু সঠিকভাবে ব্যবহার জানলেই আপনি নিজের ঘর নিজেই রক্ষা করতে পারবেন এই নীরব শত্রুর হাত থেকে।
ঘরোয়া প্রতিকার: মাত্র ২ টাকায় তৈরি করুন ঘরোয়া স্প্রে
একটি স্প্রে বোতলে মিশিয়ে নিন দুই চামচ সাদা ভিনেগার (white vinegar) এবং দুই চামচ লেবুর রস (lemon juice)। এই মিশ্রণ স্প্রে করুন আক্রান্ত কাঠে। ভিনেগারের অ্যাসিটিক অ্যাসিড আর লেবুর সাইট্রিক অ্যাসিড উইপোকার (Termites) স্নায়ুতে আঘাত করে, ফলে তারা দ্রুত মারা যায়। এই স্প্রে ছোট পিঁপড়ে, তেলাপোকাও দূর করে। চাইলে উষ্ণ জলে নুন মিশিয়ে (salt water spray) স্প্রে করলেও একই ফল পাবেন। তবে একদিনে ফল আশা না করে, টানা কয়েকদিন ব্যবহার করতে হবে।
অবশ্যই দেখবেন: কেন্নোর উৎপাত? বর্ষায় কেন্নো ঢুকছে ঘরে? ঘরে থাকা জিনিসেই মিলবে মুক্তি, ব্যবহার করুন এই সহজ টোটকা
আরও শক্তিশালী টোটকা: ভ্যাসলিন, লবঙ্গ তেল, বোরিক অ্যাসিড
ঘরে থাকা পেট্রোলিয়াম জেলি (petroleum jelly বা ভ্যাসলিন) আক্রান্ত কাঠে লাগান পুরু করে। এটি উইপোকাদের শ্বাসরোধ করে ধীরে ধীরে মেরে ফেলে। আবার আধা কাপ জলে তিন ফোঁটা লবঙ্গ তেল (clove oil) মিশিয়ে স্প্রে করলেই পোকামাকড় মুহূর্তে নিস্তেজ হয়ে পড়ে। এছাড়াও, উইপোকা দূর করতে বোরিক অ্যাসিড (boric acid) অত্যন্ত কার্যকরী। এটি পাউডার হিসেবে উই (Termites)-এর গর্তে ছিটিয়ে দিতে পারেন, অথবা জলে মিশিয়ে স্প্রে করলেও চলে। যারা এই গুঁড়ো খায়, তারা সঙ্গে সঙ্গে মারা যায়।

ভবিষ্যতে যাতে আবার না ফিরে আসে এই ‘দৈত্য’
সমস্যা একবার মিটলেই নিশ্চিন্ত নয়। ভবিষ্যতে উইপোকা যেন ফিরে না আসে, সেজন্য মেনে চলুন কিছু নিয়ম।
– ঘরের কাঠের আসবাবপত্র সবসময় শুকনো রাখুন।
– জল লিক করলে সঙ্গে সঙ্গে সারিয়ে ফেলুন।
– আসবাব তৈরির সময় সিডার বা রেড উড (cedar, red wood) ব্যবহার করুন, যেগুলি উইপোকা প্রতিরোধী।
– কাঠে ধাক্কা দিলে ফাঁপা আওয়াজ, মাটির গর্ত, কিংবা কালচে বিষ্ঠা (frass) দেখলেই বুঝবেন উই ঢুকেছে।
অবশ্যই দেখবেন: UPI ব্যবহারকারীদের জন্য বড় খবর! অগাস্ট থেকেই বদলে যাচ্ছে লেনদেনের নিয়ম
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |