আজকের দিনেই পাকিস্তানের মুখ থেকে ভারতীয় সেনা ছিনিয়ে নিয়েছিল জয়! কার্গিল বিজয় দিবসে সন্মান জানানো হলো সকল শহীদদের!

Kargil Vijay Diwas 2025: ভয়াবহ কার্গিল যুদ্ধের কথা আশা করি সকলেরই মনে আছে। এবারে সেই কার্গিল যুদ্ধে যারা শহিদ হয়েছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬তম কার্গিল বিদয় দিবসের (Kargil Vijay Diwas 2025) জন্য কর্মসূচির সূচনা করলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি বার্তায় ‘জয় হিন্দ!’ ...

Published on:

Kargil Vijay Diwas 2025

Kargil Vijay Diwas 2025: ভয়াবহ কার্গিল যুদ্ধের কথা আশা করি সকলেরই মনে আছে। এবারে সেই কার্গিল যুদ্ধে যারা শহিদ হয়েছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬তম কার্গিল বিদয় দিবসের (Kargil Vijay Diwas 2025) জন্য কর্মসূচির সূচনা করলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি বার্তায় ‘জয় হিন্দ!’ জানিয়ে কার্গিল যুদ্ধের সেনাদের স্মরণ করেছেন প্রধানমন্ত্রী। এছাড়াও প্রধানমন্ত্রী এবারে কার্গিল যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোট তিনটি প্রকল্পের সূচনা করেন। ১৯৯৯ সালে এই আজকের দিনে দাঁড়িয়েই ভারত-পাকিস্তান যুদ্ধর সমাপ্তি ঘটে। সেই যুদ্ধে ব্যর্থ যায়নি ভারতীয় সেনাদের আত্মত্যাগ ৷ ২৬ বছর পরেও কার্গিল বিজয় দিবসে দেশবাসীর মাথা নত হয় শ্রদ্ধায় ও ভালোবাসায় ৷

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Kargil Vijay Diwas 2025
Kargil Vijay Diwas 2025

বিশেষ বার্তা দিলেন রাষ্ট্রপতি

এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি লিখেছেন, ‘কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনারা যে সাহস এবং বীরত্ব দেখিয়েছেন, দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন তাকে ‘স্মরণ’ করে ভারত প্রতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস উদযাপন করে। কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas 2025) উপলক্ষে, আমি সেই সাহসী সেনাদের শ্রদ্ধা জানাই, যারা মাতৃভূমি রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করতেও দু’বার ভাবেননি। এই দিনটি আমাদের সেনাবাহিনীর অসাধারণ সাহস এবং দৃঢ়তার প্রতীক। দেশের জন্য তাদের নিষ্ঠা এবং সর্বোচ্চ ত্যাগ সর্বদা দেশবাসীকে অনুপ্রাণিত করবে।’ অন্যদিকে, এক বার্তা প্রধানমন্ত্রী জানান, ‘সেনাবাহিনী সেদিনের আত্মত্যাগ প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। কার্গিল বিজয় দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

 

Kargil Vijay Diwas 2025
Kargil Vijay Diwas 2025

ঐদিন ওই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ন্যাশানাল ওয়ার মেমোরিয়ালে যান এবং যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানান। ঐদিনকে ওই স্থানে তিন বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠিও শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক তুলে দেন। অন্যদিকে, এই বিশেষ দিনে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ওইদিক সেখানেই তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন। যার মধ্যে একটি পোর্টাল রয়েছে, যেখানে দেশবাসী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবে। এছাড়াও আরো এক বিশেষ ব্যবস্থা করা হয়েছে তা হলো কিউআর কোড-ভিত্তিক অডিও গেটওয়ে, যার মাধ্যমে মানুষ ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের গল্প শুনতে পারবে।

অবশ্যই দেখবেন: ভারতের সুরাপ্রেমীদের জন্য রইলো দারুণ সুখবর! এবার থেকে জলের দরে বিক্রি হবে স্কচ উইস্কি!

১৯৯৯ সালের আজকের এই দিনে (Kargil Vijay Diwas 2025), ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন বিজয়’-এর সফল সমাপ্তি ঘোষণা করে। কার্গিলের বরফাবৃত ওই উচ্চতায় প্রায় তিন মাস ধরে যুদ্ধ চলেছিল। টানা যুদ্ধের পর বিজয় ঘোষণা করা হয় আজকের দিনে। যার মধ্যে টোলোলিং এবং টাইগার হিলের মতো অতি-উচ্চ স্থানগুলিও অন্তর্ভুক্ত ছিল। ১৯৯৯ সালের ২৬ জুলাই পাকিস্তানি সেনাবাহিনীকে হটিয়ে কার্গিল পর্বতের চূড়ায় তেরঙ্গা উড়িয়েছিল ভারতীয় সামরিক বাহিনী।

Kargil Vijay Diwas 2025
Kargil Vijay Diwas 2025

কিন্তু সেই যুদ্ধে জয়ের জন্য বহু সেনা প্রাণের বলি দিয়েছিল দেশকে স্বাধীনতা দেওয়ার উদ্দেশ্যে। আর তাঁদেরকেই শ্রদ্ধা জানানো হয় এই কার্গিল বিজয় দিবসে (Kargil Vijay Diwas 2025)। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬,৫০০ ফুট উচ্চতায় সংঘটিত এই যুদ্ধে ভারতীয় সেনারা অবিস্মরণীয় সাহসিকতা প্রদর্শন করেন। পাক সেনারা কাশ্মীর ও লাদাখের মধ্যে পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে কার্গিলের উচ্চভূমি দখল করেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সকল সেনা পাকিস্তানের মুখ থেকে ছিনিয়ে নিয়েছিল জয়।

অবশ্যই দেখবেন: সম্পর্কের তিক্ততার প্রভাব পড়েছে কর্মজীবনে! শুভশ্রীর অনুপস্থিতিতে তাকে নিয়ে বড়সড় মন্তব্য করে বসলেন দেব!

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More