আধারে নাম ও জন্মতারিখ বদলানোর নিয়মে বড় বদল! মাত্র এতবারই পাবেন সুযোগ

কলকাতা: আধার কার্ড (Aadhar Card) নিয়ে প্রায়দিনই নতুন নতুন আপডেট (New update) আসতে থাকে। এবারে আরও একবার আধার কার্ড নিয়ে চালু হতে চলেছে নতুন নিয়ম। আধার কার্ডে নাম ও জন্মের তারিখ পরিবর্তনের জন্য নতুন নিয়ম চালু হতে চলেছে খুব শীঘ্রই। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে খুব তাড়াতাড়ি আস্তে চলেছে ...

Published on:

Aadhar Card

কলকাতা: আধার কার্ড (Aadhar Card) নিয়ে প্রায়দিনই নতুন নতুন আপডেট (New update) আসতে থাকে। এবারে আরও একবার আধার কার্ড নিয়ে চালু হতে চলেছে নতুন নিয়ম। আধার কার্ডে নাম ও জন্মের তারিখ পরিবর্তনের জন্য নতুন নিয়ম চালু হতে চলেছে খুব শীঘ্রই। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে খুব তাড়াতাড়ি আস্তে চলেছে নতুন নিয়ম। UIDAI-এর নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে আধার কার্ডে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার নিজের নাম ও জন্মের তারিখ পরিবর্তন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Aadhar Card
Aadhar Card

আধার কার্ড আপডেট

বহুবছর আগেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আধার কার্ড ভারতীয় নাগরিকদের পরিচয়পত্র। জন্ম থেকে মৃত্যু-যেকোনো কাজ করতে গেলেই এই আধার কার্ডই ভরসা সবকাজেই লাগে আধার কার্ড। সরকারি-বেসরকারি কাজে এটি এখন গুরুত্বপূর্ণ নথি। কিন্তু বহুদিন ধরেই এই আধার কার্ড নিয়ে জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ উঠছে। তাই এবারে সমস্ত জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ নিল ইউনিক আইডেন্টিফিরেশন অথরিটি অব ইন্ডিয়া বা UIDAI। এবার থেকে বেশ কিছু নতুন নিয়ম চালু করল এই সংস্থা। মূল উদ্দেশ্যই হল ভুয়ো নাগরকত্ব আটকানো। প্রতারণা ও ব্যক্তিগত তথ্য বিকৃতি রুখতেই এই পদক্ষেপ বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আধার কার্ডে নাম ও জন্মের তারিখ পরিবর্তন

UIDAI-এর নতুন নিয়ম অনুযায়ী জানানো হয়েছে এবার থেকে কার্ডে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার নাম ও নিজের জন্মের তারিখ পরিবর্তন করতে পারবেন। জন্মের তারিখ সঠিক কিনা তার জন্য বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেও জারি করা হচ্ছে নতুন নিয়ম। জালিয়াতি রুখতে পরিবর্তন করা হয়েছে সফ্টওয়্যারও।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা একাধিকবার পরিবর্তন

তবে আপনার আধার কার্ডে (Aadhar Card) থাকা মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা একাধিকবার পরিবর্তন করা যাবে বলে জানা গেছে। এই সব কাজের বিস্তারিত জানতে নিকটবর্তী আধার পরিষেবা কেন্দ্র, ডাকঘর, অন্যান্য এজাতীয় সুবিধে কেন্দ্রগুলিতে যোগাযোগ করতে হবে। একজন ব্যক্তি কতবার নাম ও জন্মের তারিখ পরিবর্তন করেছে কতবার তথ্য পরিবর্তন করতে পারবেন সবকিছু দেখিয়ে দেবে সফ্টওয়্যারটি।

অবশ্যই দেখবেন: সম্পর্কের তিক্ততার প্রভাব পড়েছে কর্মজীবনে! শুভশ্রীর অনুপস্থিতিতে তাকে নিয়ে বড়সড় মন্তব্য করে বসলেন দেব!

বার্থ সার্টিফিকেটের নিয়ম

ভুয়ো বার্থ সার্টিফিকেট দিয়ে জালিয়াতি দিনে দিনে বাড়ছে। তারজন্য নতুন নিয়ম চালু করছে কর্তৃপক্ষ। ২০২২ সালের ৫ মে-এর পর জন্মগ্রহণকারীদের এই কার্ডের জন্য যে বার্থ সার্টিফিকেট নথি হিসেবে জমা করতে হবে, তাতে কিউআর কোড থাকা বাধ্যতামূলক। নাহলে সেই জন্ম শংসাপত্রকে বৈধ নথি হিসেবে গ্রাহ্য হবে না।

মোবাইল নম্বর আপডেটের ওটিপি

মোবাইল নম্বর আপডেট করার ক্ষেত্রে সেটিতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে। তারপর সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে।

অবশ্যই দেখবেন: আজকের দিনেই পাকিস্তানের মুখ থেকে ভারতীয় সেনা ছিনিয়ে নিয়েছিল জয়! কার্গিল বিজয় দিবসে সন্মান জানানো হলো সকল শহীদদের!

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More