Kolkata Metro: সপ্তাহের শুরুতেই বড়সড় সমস্যায় পড়ল কলকাতা মেট্রোর ব্লু লাইন পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচলকারী এই মেট্রো লাইনের (Kolkata Metro) গন্তব্য সোমবার দুপুর থেকে সংক্ষিপ্ত করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, কবি সুভাষ স্টেশনে ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত সমস্যার কারণে দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিট থেকে সেখানে কোনও ট্রেন পৌঁছতে পারছে না। অনুমান করা হচ্ছে, রেললাইনে জল জমে যাওয়ার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং তাই পরিষেবা বন্ধ রাখতে হয়েছে।
মেট্রো চলছে কোথায়, আর কোথায় বন্ধ?
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। তবে শহিদ ক্ষুদিরাম থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। যেকোনও ট্রেন শহিদ ক্ষুদিরাম স্টেশনে এসে থেমে যাচ্ছে এবং সেখান থেকেই পুনরায় দক্ষিণেশ্বরের দিকে ফিরে যাচ্ছে (Kolkata Metro)।
যান্ত্রিক ত্রুটি, কবে স্বাভাবিক হবে পরিষেবা?
মেট্রো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “কবি সুভাষ স্টেশনে ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত সমস্যার কারণে আপাতত কোনও ট্রেন সেখানে প্রবেশ করানো যাচ্ছে না। যতক্ষণ না এই সমস্যা সম্পূর্ণভাবে মেটানো যাচ্ছে, ততক্ষণ ওই স্টেশনে মেট্রো (Kolkata Metro) পরিষেবা বন্ধ থাকবে। দ্রুত সমস্যা সমাধানের কাজ চলছে। পরিষেবা স্বাভাবিক হলে তা জানিয়ে দেওয়া হবে।”
অফিসফেরত যাত্রীদের ভোগান্তি চরমে
মেট্রো পরিষেবায় (Kolkata Metro) এই বিপর্যয়ের কারণে চরম দুর্ভোগে পড়েছেন অফিসফেরত যাত্রীরা। শহরতলি ও মফস্বল থেকে প্রতিদিন বহু যাত্রী কবি সুভাষ স্টেশন পর্যন্ত এসে সেখান থেকে বাস বা ট্রেন ধরে বাড়ি ফেরেন। কিন্তু আজ সেই রুট বন্ধ থাকায় অনেক যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে বিকল্প পরিবহন খুঁজতে হিমশিম খেতে হয়েছে। একজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দক্ষিণেশ্বর থেকে উঠেছিলাম কবি সুভাষ যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু শহিদ ক্ষুদিরামে নামিয়ে দিল। তারপর বাস, অটো—কিছুই পাচ্ছি না। সপ্তাহের প্রথম দিনেই এমন ভোগান্তির মুখে পড়তে হবে, ভাবতেই পারিনি।”
অরেঞ্জ লাইনে স্বস্তির হাওয়া
যেখানে ব্লু লাইনে সমস্যা দেখা দিয়েছে, সেখানে অরেঞ্জ লাইনে (হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ) মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এই লাইনে ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলাচল করছে, যা যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির কারণ হয়েছে।
অবশ্যই দেখবেন: পহেলগাঁও হামলার জঙ্গিরা আর নেই, ‘অপারেশন মহাদেব’ এর মাধ্যমে কাশ্মীরের বড় সফলতা
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |