Changes From 1 August: আর মাত্র কয়েকটা দিন তারপরই পড়ে যাবে অগাস্ট মাস। আর প্রতি নতুন মাসের শুরুতেই সরকারের পক্ষ থেকে কিছু নতুন নতুন নিয়ম লাঘু করা হয়ে থাকে। তাই আগস্ট মাসেও তারা অন্যথা হলো না। তাই আগামী ১ আগস্ট ২০২৫ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে। মাস শুরুর আগেই জেনে নিন কি কি নিয়ম পরিবর্তন হচ্ছে। আগামী পহেলা আগস্ট যে সমস্ত নিয়ম পরিবর্তন হবে তার মধ্যে অন্যতম হলো ক্রেডিট কার্ড, ইউপিআই, এলপিজি, সিএনজি, ব্যাংক ছুটির দিন এবং বিমান জ্বালানির দাম।
LPG গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন
আগামী মাস থেকে এলপিজি এবং বাণিজ্যিক সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে। প্রতি মাসের মতো, ১ আগস্ট তেল কোম্পানিগুলি সিলিন্ডারের দাম নির্ধারণ করে থাকে। জুলাই মাসে, ১৯ কেজি সিলিন্ডারের দাম বেড়েছিল, বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬০ টাকা কমানো হয়েছিল। তবে এলপিজির গ্যাসের দাম অপরিবর্তিত ছিল। তবে আশা করা যাচ্ছে আগামী ১ আগস্ট এলপিজি সস্তা হতে পারে। যা মধ্যবিত্ত পরিবারের সকলের জন্য দারুণ সুখবর।
CNG এবং PNG -র দামের পরিবর্তন
চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল থেকে এখনো দাম পরিবর্তিত হয়নি। মুম্বাইতে সিএনজি প্রতি কেজি ৭৯.৫০ টাকা এবং পিএনজি প্রতি ইউনিট ৪৯ টাকা ছিল। এখন ১ আগস্ট থেকে দাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।
UPI পেমেন্ট-এর নিয়ম পরিবর্তন
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই যারা UPI এর মাধ্যমে পেমেন্ট করেন। এবার থেকে তাদের জন্য নতুন নিয়ম প্রযোজ্য হবে। আপনি যদি Paytm, PhonePe বা Google Pay ব্যবহার করেন, তাহলে National Payments Corporation of India কিছু সীমা আরোপ করেছে। যেমন দিনে মাত্র ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবেন এবং মোবাইল নম্বরের সাথে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ২৫ বার চেক করতে পারবেন।
এটিএফের দাম
১ আগস্ট বিমান জ্বালানি অর্থাৎ এটিএফের দামও পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম পরিবর্তনের উপর বিমান টিকিটের দামের উপর এর প্রভাব পড়তে পারে।
ক্রেডিট কার্ড
আপনি যদি এসবিআই কার্ড ব্যবহার করেন, তাহলে ১১ আগস্ট থেকে, আপনি কিছু কো-ব্র্যান্ডেড কার্ডে বিনামূল্যে বিমান টিকিট পেতে পারেন। এসবিআই, ইউকো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, পিএসবি, করুর বৈশ্য ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংকের সাথে মিলে কিছু কার্ডে ৫০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকার বীমা কভার প্রদান করত। এখন থেকে এই সুবিধাটি বন্ধ করে দেওয়া হচ্ছে, যা কার্ডধারীদের জন্য একটি ধাক্কা হতে পারে।
অবশ্যই দেখবেন: অষ্টম পে কমিশন ঘোষণা করল সরকার! কারা পাবেন, কী শর্তাবলি? জানতে Click করুন
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |