পুজোর আগেই ক্লাবগুলির মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী! ক্লাব অনুদান ১.১০ লক্ষ টাকা, বিদ্যুৎ বিলে মিলবে ৮০% ছাড়

Durga Puja 2025: পুজোর আগেই রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলির মুখে হাসি ফোটাল রাজ্য সরকার। মা দুর্গার আগমনে এখনও প্রায় দুই মাস বাকি থাকলেও, তার আগেই পুজো উদ্যোক্তাদের জন্য বড়সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর রাজ্যের দুর্গাপুজো (Durga Puja 2025) কমিটিগুলিকে অনুদানের অঙ্ক বাড়িয়ে দিল রাজ্য সরকার। গত বছরের তুলনায় ...

Updated on:

Durga Puja 2025

Durga Puja 2025: পুজোর আগেই রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলির মুখে হাসি ফোটাল রাজ্য সরকার। মা দুর্গার আগমনে এখনও প্রায় দুই মাস বাকি থাকলেও, তার আগেই পুজো উদ্যোক্তাদের জন্য বড়সড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর রাজ্যের দুর্গাপুজো (Durga Puja 2025) কমিটিগুলিকে অনুদানের অঙ্ক বাড়িয়ে দিল রাজ্য সরকার। গত বছরের তুলনায় এবার বাড়তি ২৫ হাজার টাকা দেওয়া হবে। অর্থাৎ, এ বছর প্রতিটি পুজো কমিটি পাবে ১ লক্ষ ১০ হাজার টাকা করে সরকারি অনুদান। রাজ্যের প্রতিটি জেলার ক্লাব ও পুজো কমিটিগুলির কাছে এই ঘোষণা নিঃসন্দেহে একটি বড় পাওনা, যা পুজোর প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

বৈঠক শেষেই মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, শুরু পুজোর প্রস্তুতি

প্রতি বছরের মতোই এ বছরও মহালয়ার আগেই একাধিক দুর্গাপুজোর উদ্বোধনে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী, পুজোর আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, তা নিশ্চিত করতে আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। সম্প্রতি এক উচ্চপর্যায়ের বৈঠকের পরই মুখ্যমন্ত্রী অনুদানের ঘোষণা করেন। সেই সঙ্গে পুলিশ প্রশাসনকে আগাম সতর্ক থাকার নির্দেশও দিয়ে দেন তিনি। পুজোর সময় যাতে কোথাও কোনও গোলমাল বা বিশৃঙ্খলা না ঘটে, সেদিকে কড়া নজর রাখতে বলেছে রাজ্য সরকার।

এখন থেকেই ধীরে ধীরে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে — কোথাও লাইটিং, কোথাও মণ্ডপ নির্মাণ, আবার কোথাও প্রশাসনিক সমন্বয়ের কাজ। সব মিলিয়ে পুজোর মেজাজে গা ভাসাতে শুরু করেছে গোটা রাজ্য। এরই মাঝে, বৃহস্পতিবার দুর্গাপুজোর (Durga Puja 2025) প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি চলতি বছরের পুজো ঘিরে প্রশাসনিক দিক থেকে কী কী ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্ট করে জানান। বৈঠক শেষেই রাজ্যের সমস্ত পুজো কমিটির জন্য বড়সড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দেন, এ বছর ক্লাবগুলিকে দেওয়া হবে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান।

তবে এখানেই শেষ নয়—মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ঘোষণা করেন, পুজো শেষে যে জমকালো কার্নিভাল অনুষ্ঠান হয়, তারও দিনক্ষণ নির্ধারণ করে ফেলেছে রাজ্য সরকার। সব মিলিয়ে এবার আরও বেশি পরিকল্পিত, সুশৃঙ্খল ও উৎসবমুখর হতে চলেছে বাংলার দুর্গাপুজো।

৫ অক্টোবর কার্নিভাল, বিসর্জনের জন্য থাকবে ৩ দিনের সময়সীমা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

এখনও পুরোপুরি পুজোর আমেজে ডুবতে পারেননি রাজ্যবাসী, তার আগেই পুজো (Durga Puja 2025) ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুর্গাপূজো প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী শুধু অনুদান নয়, ঘোষণা করলেন এবারের কার্নিভালের নির্দিষ্ট দিনও। তিনি জানান, চলতি বছরে দুর্গাপূজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর। তার আগে প্রতিমা বিসর্জনের জন্য ক্লাবগুলিকে দেওয়া হবে ৩ দিনের সময়, অর্থাৎ ২ থেকে ৪ অক্টোবরের মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে।

এদিন আরও একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী—

  • পুজোর দিনগুলিতে গাড়ির সংখ্যা বাড়াতে হবে, তাই পরিবহণ দপ্তরকে বিশেষ নির্দেশ দেন তিনি।
  • পাশাপাশি, যাত্রীদের যেন দীর্ঘ সময় ধরে পরিষেবা দেওয়া যায়, সেদিকেও বিশেষ নজর দিতে বলেন।
  • থিম মণ্ডপ তৈরি করার সময় ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে, এমন কোনও নকশা না করার অনুরোধ জানান ক্লাবগুলিকে।
  • হাসপাতালগুলিকে সতর্ক ও প্রস্তুত থাকতে বলেন, যাতে কোনও বিপদের সময় দ্রুত চিকিৎসা পাওয়া যায়।
  • পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন, যাতে কোনওভাবেই পদপিষ্ট বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য আগেভাগে সবরকম নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।

সব মিলিয়ে, পুজোর (Durga Puja 2025) আগেই কার্নিভালের দিন ঘোষণার পাশাপাশি গোটা রাজ্যে এক পরিকল্পিত এবং নিরাপদ উৎসবের পরিবেশ গড়ে তোলার দিকেই জোর দিচ্ছে রাজ্য সরকার।

অবশ্যই দেখবেন: UPI-তে চার্জ, LPG-তে দাম, ক্রেডিট কার্ডে নতুন নিয়ম! ১ আগস্ট থেকে কী কী বদলাচ্ছে? জেনে নিন এখনই

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon