‘বাংলায় ফিরলে কত টাকা দেবেন?’ পরিযায়ী শ্রমিকের সোজাসাপ্টা প্রশ্নে হতবাক মমতা, ভাইরাল ভিডিও!

Viral Video: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা প্রায়ই শিরোনামে উঠে আসছে। পরিস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে চলছে জোর চর্চা, বিতর্কও কম নয়। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাইরে থাকা শ্রমিকদের বাংলায় ফেরার আহ্বান জানান। গত সোমবার, ২৮ জুলাই বোলপুরের একটি দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে ...

Updated on:

Viral Video

Viral Video: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা প্রায়ই শিরোনামে উঠে আসছে। পরিস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে চলছে জোর চর্চা, বিতর্কও কম নয়। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাইরে থাকা শ্রমিকদের বাংলায় ফেরার আহ্বান জানান। গত সোমবার, ২৮ জুলাই বোলপুরের একটি দলীয় সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন— রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে ইতিমধ্যেই একটি বিশেষ প্রকল্প বা ‘স্কিম’ তৈরি করেছে রাজ্য সরকার। তাঁর দাবি, এবার আর বাইরে থাকতে হবে না, রাজ্যেই কাজের সুযোগ তৈরি করবে সরকার।

তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই প্রতিক্রিয়া দিলেন রাজস্থানে কর্মরত এক বাঙালি পরিযায়ী শ্রমিক। মমতার বক্তব্যে আশার আলো দেখলেও, বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর সরল প্রশ্ন— “আমরা যদি ফিরে আসি, তাহলে রাজ্য কি সত্যিই আমাদের জন্য কাজের ব্যবস্থা করতে পারবে?” এই প্রতিক্রিয়াই আরও একবার সামনে এনে দিল পরিযায়ী শ্রমিকদের অনিশ্চয়তা ও দোলাচলের বাস্তব চিত্র। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়ার আগে অনেকেই এখন নিশ্চয়তা চাইছেন— ফিরে এসে কীভাবে চলবে তাঁদের সংসার?

ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, পরিযায়ী শ্রমিকের মুখে বাস্তব চিত্র

সম্প্রতি বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, রাজস্থানে কর্মরত এক বাঙালি পরিযায়ী শ্রমিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাব দিচ্ছেন নিজের অভিজ্ঞতার ভিত্তিতে। ভিডিওতে ওই শ্রমিক জানান, “রাজস্থানে প্রায় ৯ থেকে ১০ লাখ বাঙালি পরিযায়ী শ্রমিক রয়েছেন। আমরা এখানে শান্তিতেই কাজ করছি। কারও ওপর কোনও অত্যাচার হয়নি।” মুখ্যমন্ত্রীর বাংলায় ফিরে আসার আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখানে প্রতি মাসে ৩৫ হাজার টাকা রোজগার করছি। কিন্তু বাংলায় ফিরে গেলে সেখানে কত টাকা উপার্জন করতে পারব?”\

শুধু তাই নয়, ওই শ্রমিক ভিডিওতে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ করে প্রশ্ন তোলেন— “যদি সময়মতো রাজ্য সরকার আমাদের কাজের সুযোগ দিত, তাহলে কি আমাদের ভিনরাজ্যে আসতে হতো?” তাঁর কথায় স্পষ্ট হতাশা, এবং বাংলায় ফিরে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তা। এই ভিডিও সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। একদিকে রাজ্য সরকার যেখানে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য ‘স্কিম’-এর ঘোষণা করছে, অন্যদিকে পরিযায়ী শ্রমিকরাই ফিরতে চান কি না, সেই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে।

১০০ দিনের কাজের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিতর্কের মাঝে পরিযায়ীদের পাশে রাজ্য সরকার

সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির পোস্ট করা ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো চর্চা তুঙ্গে। রাজস্থানে কর্মরত এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে প্রশ্ন তোলার ভিডিও প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে উপচে পড়েছে নানা মত, তর্ক ও কটাক্ষ। কেউ ওই শ্রমিকের বক্তব্যকে সমর্থন করেছেন, আবার অনেকেই তৃণমূল সরকারের পক্ষে সওয়াল করেছেন। এই আবহে, বোলপুরের এক প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, “বলুন কবে আসবেন? আমরা আপনাদের ট্রেনে করে ফিরিয়ে আনব। এখানে এসে রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হবে। আপনারা চাইলে ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করিয়ে দেব।”

এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেন, রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজের প্রকল্পে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের বাইরে থাকা লক্ষ লক্ষ বাঙালি শ্রমিকের জন্য একটি বড় বার্তা বলেই মনে করছে প্রশাসনিক মহল। প্রসঙ্গত, কোভিড মহামারীর সময়ও রাজ্য সরকার বহু পরিযায়ী শ্রমিককে নিজ খরচে ট্রেনে করে ফিরিয়ে এনেছিল। তাঁদের জন্য চালু হয়েছিল বিনামূল্যে রেশন, স্বাস্থ্য পরিষেবা এবং কর্মশ্রী প্রকল্পে কাজের সুযোগ। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বেশিরভাগ শ্রমিক আবার ভিনরাজ্যে ফিরে যান জীবিকার তাগিদে। বাংলায় থেকে যান হাতে গোনা কয়েকজন।

তবে পাঁচ বছর পর চিত্র অনেকটাই বদলে গেছে। এখন অনেক জায়গায় পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে কটূক্তি, এমনকি কখনও কখনও “বাংলাদেশি” বলে অপমান করার ঘটনাও সামনে এসেছে। এই প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে এবার ফের একবার তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। রাজনীতির তর্জা চললেও, বাস্তব ছবিতে এখনও রয়ে গেছে হাজার হাজার বাঙালি শ্রমিক, যাঁরা দোদুল্যমান— ফিরবেন কি ফিরবেন না? রাজ্য সরকারের নতুন উদ্যোগ তাঁদের জন্য সত্যিই কতটা স্থায়ী সমাধান দেবে, তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে রাজ্য সরকারের বার্তা স্পষ্ট— “আপনারা একা নন, বাংলা আপনাদের সঙ্গে আছেই।”

অবশ্যই দেখবেন: কবে খুলছে কবি সুভাষ মেট্রো স্টেশন? মেট্রো স্টেশনের কাজ কতদূর? জানিয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon