আমাদের দেশে অর্থ সঞ্চয়ের একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বাসযোগ্য জায়গা হল পোস্ট অফিস। পোস্ট অফিস (Post Office) সবসময়ই সাধারণ মানুষদের কথা ভেবে নানান রকম স্কিম চালু করে থাকে। এবারেও নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলির জন্য পোস্ট অফিসের তরফে চালু হলো নতুন একটি সঞ্চয় প্রকল্প।
পোস্ট অফিসের (Post Office) জনপ্রিয় স্কিমগুলির মধ্যে অন্যতম হল রেকারিং ডিপোজিট স্কিম (RD স্কিম) যার মেয়াদ হল ৫ বছর। আপনার নিকটবর্তী যেকোনও পোস্ট অফিসে গিয়ে এই রেকারিং ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। এই স্কিমে ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করা যেতে পারে। মেয়াদ পাঁচ বছর হলেও আপনারা চাইলে আগেও স্কিম ক্লোজ করতে পারবেন (Post Office)।
রেকারিং ডিপোজিট স্কিম
এই স্কিমের সময়সীমা ৫ বছর। নিকটবর্তী যেকোনও পোস্ট অফিসে গিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। মাত্র ১০০ টাকা দিয়েই এই স্কিমে (Post Office) বিনিয়োগ শুরু করা যায়। আর প্রতি মাসে ৫,০০০ টাকা পর্যন্ত জমা করতে পারবেন আপনারা।

তবে পাঁচ বছরের স্কিম (Post Office) মানেই যে পুরো সময়টা আপনার টাকা আটকে থাকবে, এমন কোনও মানে নেই। আপনারা চাইলে তার আগেই অ্যাকাউন্ট ক্লোজ করতে পারেন। তিন বছর পরেই প্রি-ম্যাচিওর ক্লোজার করা যায়। এমনকি, এই রেকারিং ডিপোজিটের এগেনস্টে লোনও নিতে পারেন। তবে তার জন্য অন্তত এক বছর অ্যাকাউন্ট অ্য়াকটিভ রাখতে হবে। বিনিয়োগের (Post Office) মোট অঙ্কের ৫০ শতাংশ পর্যন্ত লোন নিতে পারেন। লোনের ওপর সুদের হার ২ শতাংশ বেশি হবে।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিটের সুদ কত?
এই স্কিমে বর্তমান সুদের হার ৬.৮ শতাংশ। অর্থাৎ, যদি আপনারা প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমা দেন, তাহলে ৫ বছরে মোট ৩ লক্ষ টাকা জমা করতে পারবেন আপনারা। এর উপর আপনারা মোট সুদ পাবেন প্রায় ৫৬,৮৩০ টাকা। অর্থাৎ ৫ বছরের শেষে আপনার মোট ফান্ড দাঁড়াবে ৩,৫৬,৮৩০ টাকা। বাড়িতে বসেই আপনারা ৫৬ হাজার টাকা আয় করতে পারবেন। তাছাড়া একটা ফান্ডে ‘ফোর্সড সেভিংস’ও হতে থাকবে।
অবশ্যই দেখবেন: Senior Citizen Scheme : অবসরের পর মাসে মাসে লাখ টাকার সুদ! পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলে নিশ্চিত আয়ের গ্যারান্টি!
অর্থাৎ মোট ১০ বছরের জন্য এই স্কিমে (Post Office) টাকা রাখলে, আপনার মোট বিনিয়োগের অঙ্ক দাঁড়াবে ৬ লক্ষ টাকা। তার ওপর ৬.৮ শতাংশ হারে সুদ হিসাব করলে কত টাকা দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে আপনি মোট ২,৫৪,২৭২ টাকা সুদ পাবেন। অর্থাৎ, ১০ বছর পর আপনি হাতে পাবেন ৮,৫৪,২৭২ টাকা।
অবশ্যই দেখবেন: মা তারার কৃপায় আজ ভাগ্য খুলবে ৩ রাশির! আজকে রাশিফল, ২ আগস্ট
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |