বড়সড় স্বস্তি মধ্যবিত্তে! LPG সিলিন্ডারের দাম অনেকটাই কমল, আজকের আপডেট দেখে নিন

LPG Price Cut: নতুন মাসের শুরুতেই এলপিজি ব্যবহারকারীদের জন্য এল স্বস্তির খবর। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩৩.৫০ টাকা (LPG Price Cut)। আজ, ১ অগাস্ট থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। তবে গৃহস্থালির ব্যবহৃত ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি, আগের মতোই দাম থাকছে। ...

Published on:

LPG

LPG Price Cut: নতুন মাসের শুরুতেই এলপিজি ব্যবহারকারীদের জন্য এল স্বস্তির খবর। ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩৩.৫০ টাকা (LPG Price Cut)। আজ, ১ অগাস্ট থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। তবে গৃহস্থালির ব্যবহৃত ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি, আগের মতোই দাম থাকছে। বাণিজ্যিক হোটেল-রেস্তরাঁ সহ নানা ছোট ও মাঝারি ব্যবসার জন্য এই মূল্য হ্রাস কিছুটা হলেও স্বস্তি নিয়ে এল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
LPG Gas Cylinder
LPG Gas Cylinder

কতটা কমল গ্যাসের দাম? জেনে নিন শহরভিত্তিক হালনাগাদ মূল্য

আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী, আজ থেকে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১৬৩১.৫০ টাকা (LPG Price Cut)। আগে এই সিলিন্ডারের জন্য গুনতে হত ১৬৬৫ টাকা— অর্থাৎ দাম কমেছে ৩৩.৫০ টাকা (LPG Price Cut)। জুলাই মাসে কলকাতায় এই সিলিন্ডারের দাম ছিল ১৭৬৯ টাকা, আর মুম্বইতে ছিল ১৬১৬.৫০ টাকা। এবার প্রতিটি শহরেই প্রায় একই হারে দাম কমানো হয়েছে। প্রতি ১৯ কেজি সিলিন্ডারে গড়ে ৩৩ টাকা করে কমানো হয়েছে, যা রেস্তরাঁ, হোটেল এবং ছোট ব্যবসার মালিকদের জন্য এক বড় স্বস্তির খবর। তবে গৃহস্থের জন্য ব্যবহৃত ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি, আগের দামই বহাল থাকছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কলকাতাতেও কমল বাণিজ্যিক গ্যাসের দাম, ঘরোয়া সিলিন্ডারে এখনই স্বস্তি নয়

অগাস্টের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে (LPG Price Cut), যার প্রভাব পড়েছে কলকাতাতেও। এখন থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম হয়েছে ১৭৩৪.৫০ টাকা, যা আগে ছিল ১৭৬৯ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

অন্যদিকে,
🔸 মুম্বইয়ে এই সিলিন্ডারের নতুন দাম হয়েছে ১৫৮২.৫০ টাকা (আগে ছিল ১৬১৬ টাকা)।
🔸 চেন্নাইয়ে দাম হয়েছে ১৭৮৯ টাকা (আগে ছিল ১৮২৩.৫০ টাকা)।

প্রতি সিলিন্ডারে গড়ে প্রায় ৩৩ টাকা করে কমানো হয়েছে, যার ফলে ক্যাটারিং, হোটেল এবং রেস্তরাঁ ব্যবসায়ীরা ব্যয় কিছুটা কমাতে পারবেন, এমনটাই আশা করা হচ্ছে। তবে ঘরোয়া ব্যবহারের ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখনও অপরিবর্তিত (LPG Price Cut)। গত ৮ এপ্রিল থেকে এই সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

বর্তমান দাম (১৪.২ কেজি):
🔹 দিল্লি – ₹৮৫৩
🔹 মুম্বই – ₹৮৫২.৫০
🔹 লখনউ – ₹৮৯০.৫০
🔹 পটনা – ₹৯৪২.৫০
🔹 হায়দরাবাদ – ₹৯০৫
🔹 গাজিয়াবাদ – ₹৮৫০.৫০

অর্থাৎ, বাণিজ্যিক ক্ষেত্রে কিছুটা স্বস্তি এলেও সাধারণ গৃহস্থদের জন্য এখনই কোনও আর্থিক রেহাই নেই

অবশ্যই দেখবেন: পোস্ট অফিস দিচ্ছে ৮ লাখ টাকা রিটার্ন, বিনিয়োগ করুন মাত্র ৫ হাজারে! জানুন স্কিমের নিয়ম

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More