আবারও দুর্যোগ! ৭ অগাস্ট পর্যন্ত দেশজুড়ে তাণ্ডব চালাবে ঝড়-বৃষ্টি, জানুন কোন কোন রাজ্যে বেশি প্রভাব

Monsoon 2025 Heavy Rain Alert: বর্ষাকাল (Monsoon 2025) এলেই প্রকৃতির রূপ বদলাতে শুরু করে। কারও কাছে এই বৃষ্টি যেমন আনন্দের, কারও কাছে তেমন দুর্ভোগের। শহর হোক কিংবা গ্রাম, জল জমা, যানজট, এবং কখনও কখনও জীবনের ঝুঁকিও বাড়িয়ে তোলে এই অনিয়ন্ত্রিত বর্ষণ। চলতি সপ্তাহেও দেশ জুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ...

Published on:

Monsoon 2025 Heavy Rain Alert

Monsoon 2025 Heavy Rain Alert: বর্ষাকাল (Monsoon 2025) এলেই প্রকৃতির রূপ বদলাতে শুরু করে। কারও কাছে এই বৃষ্টি যেমন আনন্দের, কারও কাছে তেমন দুর্ভোগের। শহর হোক কিংবা গ্রাম, জল জমা, যানজট, এবং কখনও কখনও জীবনের ঝুঁকিও বাড়িয়ে তোলে এই অনিয়ন্ত্রিত বর্ষণ। চলতি সপ্তাহেও দেশ জুড়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে অনেক রাজ্যেই বৃষ্টির কারণে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Monsoon 2025 Heavy Rain Alert
Monsoon 2025 Heavy Rain Alert

প্রতিদিনের জীবনযাত্রায় ব্যাঘাত 

দিনভর বৃষ্টি (Monsoon 2025) মানেই অফিস পৌঁছনো কঠিন, স্কুল-কলেজের ক্লাসে ছেদ, আর সবচেয়ে বড় কথা, রাস্তাঘাট অচল হয়ে পড়া। বর্ষা মানেই বিদ্যুৎ বিভ্রাট, রাস্তার ধস, ট্রেন-বাস চলাচলে বিলম্ব—সব মিলিয়ে আতঙ্কের নাম বৃষ্টি। এমন অবস্থায় সামনে যেই পূর্বাভাস এসেছে, তাতে দেশবাসীর দুশ্চিন্তা বাড়াই স্বাভাবিক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

উত্তরে, পূর্বে, মধ্য ভারতে ব্যাপক সতর্কতা 

ভারী বৃষ্টিপাত (Heavy Rainfall) নিয়ে আগামী কয়েকদিন দেশের একাধিক রাজ্যে (States) সতর্কতা জারি হয়েছে। উত্তর ভারত (North India) যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশে (Western UP) ৩-৭ অগাস্ট পর্যন্ত তীব্র বৃষ্টির (Intense Rainfall) সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সহ (East Indian States) রাজ্যগুলিতে ২-৭ অগাস্ট পর্যন্ত ভারী বৃষ্টির (Monsoon 2025) সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর (IMD)। এখানেই শেষ নয়, ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশেও (Central India) দাপট বাড়াবে বর্ষা (Monsoon 2025)

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পূর্বোত্তর ভারতে বজ্রপাতের আশঙ্কা (Thunderstorm Alert in North East India)

অসম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মণিপুরের মতো রাজ্যগুলিতে (North East States) ১-৬ অগাস্ট পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত (Widespread Rainfall) হতে পারে। পাহাড়ি এলাকাগুলিতে বজ্রপাত (Lightning) ও ভূমিধসের (Landslide) সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন। পরিস্থিতির গুরুত্ব বুঝে কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই স্কুল-কলেজ বন্ধের (School College Closure) সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বিভিন্ন নদীর জলস্তর বেড়ে (River Water Level Rising) বন্যার আশঙ্কাও উঁকি দিচ্ছে।

সর্বত্র ঝোড়ো হাওয়া, দক্ষিণেও মিলছে না রেহাই (Strong Wind and Rain Forecast in South India)

দক্ষিণ ভারতেও (South India) একইভাবে মৌসুমি বায়ু (Monsoon Wind) অত্যন্ত সক্রিয় থাকবে। কর্ণাটক ও তামিলনাড়ুর (Karnataka & Tamil Nadu) কিছু অংশে থেমে থেমে ভারী বৃষ্টিপাত চলবে। পশ্চিম রাজস্থান, গুজরাটেও কিছু এলাকায় বৃষ্টি হবে। বিশেষত ২-৪ অগাস্ট সময়কালে দেশের বিভিন্ন প্রান্তে ঝোড়ো হাওয়া (Gusty Wind) বইতে পারে। সব মিলিয়ে ৭ অগাস্ট পর্যন্ত গোটা দেশজুড়ে (Pan India) চলবে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (Southwest Monsoon) অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে, ফলে আগামী কয়েকদিন আবহাওয়ার উন্নতির কোনও সম্ভাবনা নেই।

অবশ্যই দেখবেন: সরকারের নতুন উদ্যোগ! ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে থাকছে ১৬টি গুরুত্বপূর্ণ পরিষেবা

📅 বিষয় 🔗 লিংক/বিবরণ
🌤 আবহাওয়া আপডেট ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন
🔮 রাশিফল ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ
💬 হোয়াটসঅ্যাপ 👉 WhatsApp গ্রুপে যোগ দিন
📢 টেলিগ্রাম 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন
📰 অন্যান্য আপডেট View More