কখন লাগবে রাখি পূর্ণিমা? শুভ সময় কখন? জেনে নিন বিস্তারিত

কলকাতা: রাখিবন্ধন (Raksha Bandhan 2025) হলো একটি বিশেষ উৎসব যা ভাই ও বোনের পবিত্র ভালোবাসা এবং বন্ধনের প্রতীক। এই দিনে প্রত্যেকের দিদি বোনেরা তাদের ভাই এবং দাদাদের হাতে রাখির বাঁধন বেঁধে দেয়। প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে সারা ভারতজুড়ে এই উৎসব পালন করা হয়। কবে রাখিবন্ধন ২০২৫? ২০২৫ সালের শ্রাবণ ...

Updated on:

Raksha Bandhan 2025

কলকাতা: রাখিবন্ধন (Raksha Bandhan 2025) হলো একটি বিশেষ উৎসব যা ভাই ও বোনের পবিত্র ভালোবাসা এবং বন্ধনের প্রতীক। এই দিনে প্রত্যেকের দিদি বোনেরা তাদের ভাই এবং দাদাদের হাতে রাখির বাঁধন বেঁধে দেয়। প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে সারা ভারতজুড়ে এই উৎসব পালন করা হয়।

Raksha Bandhan 2025
Raksha Bandhan 2025)

কবে রাখিবন্ধন ২০২৫?

২০২৫ সালের শ্রাবণ পূর্ণিমা তিথি শুরু হবে আজ ৮ আগস্ট দুপুর ২টা ১১ মিনিটে এবং শেষ হবে ৯ আগস্ট দুপুর ১টা ২৩ মিনিটে। তিথি উদয়কালীন হওয়ায় ৯ আগস্ট, শনিবার রাখিবন্ধন উৎসব পালিত হবে। রাখি বাঁধার সঠিক তারিখ, সময়, মুহুর্ত, রাহু কাল, চন্দ্রের অবস্থান এবং ২০২৫ সালের রাখি বন্ধন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকে দেখে নিন। ৯ আগস্ট, শ্রাবণ নক্ষত্রের সাথে সর্বার্থ সিদ্ধি যোগ এবং সৌভাগ্যকারক শিব যোগ গঠিত হচ্ছে।

রাখি বাঁধার শুভ মুহূর্ত:

ভাইয়ের কবজিতে রাখি বাঁধার সঠিক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদিক পঞ্জিকা অনুসারে সকাল ৫:৪৭ মিনিট থেকে দুপুর ১:২৪ মিনিট পর্যন্ত। মোট ৭ ঘণ্টা ৩৭ মিনিট সময়। এই সময়ের মধ্যেই রাখি বাঁধা উচিত বলে পুরাণ ও শাস্ত্রমত বলছে।

রাখির দিনের (Raksha Bandhan 2025) আচার-অনুষ্ঠানে বেশ কিছু প্রথা পালন করা হয়। এই অনুষ্ঠানের সময় সিঁদুর, চন্দন, দই, রাখি, ঘি এর প্রদীপ, মিষ্টি রাখা হয়। অনেকে প্রথমে শ্রীকৃষ্ণ বা ইষ্টদেবতাকে রাখি না বাঁধেন। কারণ, পুরাণে লক্ষ্মীদেবী বলীর হাতে এবং মহাভারতে দ্রৌপদী শ্রীকৃষ্ণের হাতে কাপড় বেঁধেছিলেন বলে কথিত আছে। তা থেকেই রাখিবন্ধনের ধারণা উদ্ভূত হয়েছে বলে বিশ্বাস। ২০২৫ সালের রাখিবন্ধন গজলক্ষ্মী রাজযোগে পালিত হওয়ায় এর তাৎপর্য আরও বেড়ে গিয়েছে। এই রাখিবন্ধনে ভালোবাসা, স্নেহ ও সুরক্ষার বন্ধন আরও দৃঢ় হোক।

অবশ্যই দেখবেন: ৯ অগাস্ট নবান্ন অভিযান নিয়ে হাইকোর্টের চমকে দেওয়া নির্দেশ! কী বলল প্রতিবাদ নিয়ে?

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon