ভুলেও এই ৪ ধরনের রাখী ভাইকে পরাবেন না, বিপদের আশঙ্কা বাড়বে

Rakhi Purnima 2025: হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখী বন্ধন, যা ভাই-বোনের ভালবাসা ও সুরক্ষার অটুট প্রতীক। ২০২৫ সালে এই শুভ উৎসবটি পড়ছে ৯ অগাস্ট। এদিন বোনেরা ভাইয়ের কব্জিতে রাখি বেঁধে তাঁর দীর্ঘায়ু, সুখ, সমৃদ্ধি ও সাফল্যের প্রার্থনা করেন, আর ভাই প্রতিজ্ঞা করেন বোনকে ...

Updated on:

Rakhi Purnima 2025

Rakhi Purnima 2025: হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখী বন্ধন, যা ভাই-বোনের ভালবাসা ও সুরক্ষার অটুট প্রতীক। ২০২৫ সালে এই শুভ উৎসবটি পড়ছে ৯ অগাস্ট। এদিন বোনেরা ভাইয়ের কব্জিতে রাখি বেঁধে তাঁর দীর্ঘায়ু, সুখ, সমৃদ্ধি ও সাফল্যের প্রার্থনা করেন, আর ভাই প্রতিজ্ঞা করেন বোনকে সারাজীবন রক্ষা করার। তবে রাখি শুধু একটুকরো সুতো নয়, এর রয়েছে গভীর ধর্মীয় তাৎপর্য। তাই বাজারে রাখি কিনতে গেলে কিছু ধরনের রাখি এড়িয়ে চলা উচিত, কারণ সেগুলো বাঁধা শুভ নয়। আসুন জেনে নিই, এই রাখী বন্ধনে (Rakhi Purnima 2025) কোন রাখি কেনা থেকে বিরত থাকবেন।

রাখী কেনার সময় এই ভুল করবেন না! জানুন কোন রাখী এড়িয়ে চলবেন

রাখী বন্ধন শুধু ভাই-বোনের ভালোবাসার প্রতীক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গভীর ধর্মীয় তাৎপর্যও। তাই রাখী কেনার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি।

১. ব্রেসলেটের মতো রাখী

বর্তমানে বাজারে নানা ডিজাইনের ব্রেসলেট-স্টাইল রাখী বা ফ্যাশনেবল রাখী পাওয়া যায়। দেখতে আকর্ষণীয় হলেও, ধর্মীয় দৃষ্টিতে এগুলো শুভ নয়। রাখী বন্ধনের পবিত্রতা বজায় রাখতে সুতোর তৈরি সাত্ত্বিক রাখীই বেছে নিন।

২. ঈশ্বরের ছবিযুক্ত রাখী

ভগবান কৃষ্ণ, গণেশ বা অন্য দেবতার ছবি থাকা রাখী দেখতে সুন্দর হলেও তা পরা উচিত নয়। কারণ রাখী পরে এটি ছিঁড়ে যাওয়া বা মাটিতে পড়ে যাওয়া দেবতার প্রতি অসম্মান হিসেবে ধরা হয়।

৩. ‘অশুভ চোখ’ রাখী

অনেকে কুনজর বা ‘নজর থেকে বাঁচানোর’ প্রতীকযুক্ত রাখী ব্যবহার করেন। উদ্দেশ্য ভালো হলেও, ধর্মীয়ভাবে এটি নেতিবাচক শক্তির সঙ্গে যুক্ত বলে ধরা হয়। পরিবর্তে তুলসী, রুদ্রাক্ষ বা হলুদের পবিত্র সুতো দিয়ে তৈরি রাখী বেছে নিন।

৪. কালো বা প্লাস্টিকের রাখী

হিন্দু সংস্কৃতিতে কালো রঙকে অশুভ মনে করা হয়, তাই এই দিনে কালো রাখী এড়িয়ে চলাই ভালো। প্লাস্টিকের রাখী দেখতে টেকসই হলেও পরিবেশ ও ধর্মীয় দিক থেকে তা ভালো নয়। এই রাখী বন্ধনে শুভ, পবিত্র ও পরিবেশবান্ধব রাখী (Rakhi Purnima 2025) ব্যবহার করে উৎসবের আনন্দ দ্বিগুণ করুন।

অবশ্যই দেখবেন: কার্টুন নয়, এ বছর বাজিমাত ‘জয় জগন্নাথ’ রাখির! কেন সবাই ভিড় করছেন এই রাখি কিনতে?

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon