টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) আবারও বিতর্কের কেন্দ্রে। যিনি প্রায়শই নিজের ব্যক্তিগত জীবন, পোশাক কিংবা ধর্মীয় রীতি পালন নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েন। এবারে জন্মাষ্টমীর দিন বাড়িতে কৃষ্ণ পূজার আয়োজন করাতেই শুরু হলো নতুন করে ট্রোলিং।
নুসরত (Nusrat Jahan) এবং তাঁর সঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Daasguptaa) একসঙ্গে বাড়িতে জন্মাষ্টমী পালন করেন। লাল কাপড়ে সাজানো শ্রীকৃষ্ণ, ফুলের মালা, দোলনায় দুলছে গোপাল ঠাকুর, সামনে ভোগ সাজানো—সব মিলিয়ে ছিল ভক্তিমুখর পরিবেশ। ছাইরঙা শাড়িতে সেজে সেই পুজোর মাঝে বসে ছবি শেয়ার করেন নুসরত। মুহূর্তেই ছবি ভাইরাল হয়ে ওঠে, আর সেখানেই শুরু হয় কটাক্ষ।
কেন নুসরতকে ট্রোল করলেন নেটিজেনরা?
ছবিতে দেখা যায় নুসরত (Nusrat Jahan) কৃষ্ণ পুজোর সঙ্গে বসে ছবি তুলেছেন। অনেকেই প্রশ্ন তোলেন—
- “মুসলিম হয়েও কেন হিন্দুদের উৎসব পালন করছেন?”
- “এত ঘটা করে ইদ পালন করতে দেখি না।”
- “মুসলিম জাতির কলঙ্ক।”
কেউ আবার অভিযোগ করেন—নুসরত নাকি কৃষ্ণ ঠাকুরকে ব্লার করে নিজেকে হাইলাইট করেছেন।
যদিও নায়িকা এসব সমালোচনা নিয়ে একেবারেই মাথা ঘামান না। বরং তিনি বারবারই প্রমাণ করেছেন, তাঁর কাছে সব ধর্ম সমান।
নুসরত জাহানের ধর্মীয় দৃষ্টিভঙ্গি
নুসরত (Nusrat Jahan) বহুবার জানিয়েছেন—তিনি সব ধর্মকেই সম্মান করেন এবং পালন করেন।
- ইদের সময় তাঁকে রোজা রাখতে ও নামাজ পড়তে দেখা যায়।
- দুর্গাপুজোতে মণ্ডপে গিয়ে অঞ্জলি দেন।
- দশমীতে সিঁদুর খেলায় অংশ নিয়ে সিঁথিতে সিঁদুর পরে ছবি শেয়ার করেছিলেন।
প্রতিবারই তাঁকে নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু নুসরত নিজের বিশ্বাস থেকে সরে আসেননি।
যশ-নুসরতের জন্মাষ্টমী ছবি
জন্মাষ্টমীর দিন শুধু নুসরত (Nusrat Jahan) নন, যশ দাশগুপ্তও নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন। যদিও দুজনকে একসঙ্গে পোজ দিতে দেখা যায়নি, তবে একই অনুষ্ঠানে তাঁদের উপস্থিতি অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। কিছুদিন আগে শোনা যাচ্ছিল, যশ ও নুসরতের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। আলাদাও থাকছিলেন দুজন। কিন্তু জন্মাষ্টমীর দিনে একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
View this post on Instagram
বিতর্কে অভ্যস্ত নুসরত
নুসরত জাহান যখনই কোনও উৎসবে অংশ নেন, তখনই তাঁকে নিয়ে বিতর্ক ওঠে।
- দশমীতে সিঁদুর খেলার ছবি পোস্ট করায় কটাক্ষের শিকার হয়েছিলেন।
- মন্দিরে গিয়ে পুজো দেওয়ার সময়ও তাঁকে অনেকেই ট্রোল করেছেন।
- সংসদে গিয়ে শপথ নেওয়ার সময় সিঁথিতে সিঁদুর দেখে বিতর্ক শুরু হয়েছিল।
তবে নুসরত সবসময় স্পষ্ট জানিয়েছেন, তিনি ভারতের সাংবিধানিক মূল্যবোধে বিশ্বাসী, যেখানে প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারে।
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
সোশ্যাল মিডিয়ায় একদল নেটিজেন কটাক্ষ করলেও অন্যদিকে অনেকেই নুসরতকে সমর্থন করেছেন।
- কেউ লিখেছেন—“সব ধর্মকে একসঙ্গে মেনে চলা খুবই প্রশংসনীয়।”
- আবার কেউ মন্তব্য করেছেন—“ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়।”
এছাড়া অনেক ভক্ত নুসরত ও যশের একসঙ্গে ছবি দেখে খুশি হয়েছেন।
টলিপাড়ায় যশ-নুসরতের কেমিস্ট্রি
নুসরত (Nusrat Jahan) ও যশ শুধু ব্যক্তিগত জীবনে নয়, পেশাগত ক্ষেত্রেও বহুবার একসঙ্গে কাজ করেছেন। তাঁদের জুটিকে টলিউডে দর্শকরা ভীষণ পছন্দ করেন। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন কিছু নয়। ‘আড়ি’ সিনেমা মুক্তির পর থেকেই শোনা যাচ্ছিল দুজনের মধ্যে মনোমালিন্য চলছে। তবে জন্মাষ্টমীর দিন একসঙ্গে দেখা যাওয়ায় সেই গুঞ্জনে আপাতত ইতি পড়েছে।
টলিউডের অন্যতম বিতর্কিত হলেও জনপ্রিয় নায়িকা নুসরত জাহান আবারও প্রমাণ করলেন, তিনি সবসময় নিজের মতো করে জীবন কাটাতে ভালোবাসেন। জন্মাষ্টমীতে কৃষ্ণ পূজা পালন করে তিনি যেমন ভক্তদের খুশি করেছেন, তেমনই কটাক্ষের মুখেও পড়েছেন। তবে নুসরতের কথায়—
“ধর্ম নিয়ে রাজনীতি করার দরকার নেই। আমি সব ধর্মকে সম্মান করি।”
এই স্পষ্টভাষী মনোভাবই তাঁকে করে তোলে আলাদা। যশ-নুসরতের জন্মাষ্টমী আয়োজন একদিকে তাঁদের সম্পর্কের ধোঁয়াশা কাটিয়েছে, অন্যদিকে আবারও নেটিজেনদের আলোচনার কেন্দ্রে এনেছে তাঁদের।
অবশ্যই দেখবেন: Dhumketu Box Office Collection: দেব-শুভশ্রীর ধূমকেতু তোলপাড় করল বক্স অফিস, দ্বিতীয় দিনের কালেকশন দেখে চমকে যাবেন!