Dream11: ড্রিম ১১-এ টাকা খেললেই জেল? নয়া অনলাইন গেমিং বিল আসছে সংসদে!

Dream11: “নিজের টিম বানাও আর কয়েক ঘণ্টায় কোটিপতি হও”— টিভি স্ক্রিনে এমন বিজ্ঞাপন নিশ্চয়ই অনেকেরই চোখে পড়েছে। ক্রিকেট ম্যাচ হোক বা অন্য কোনও খেলা, মানুষকে লোভ দেখিয়ে টাকা বিনিয়োগ করানোর কৌশল নতুন নয়। কেউ কেউ নিজের ভাগ্য পরীক্ষা করতে গিয়ে জীবনের সঞ্চয় হারিয়েছেন। এইসব অ্যাপ ব্যবহারকারীদের কাছে বিনোদনের পাশাপাশি এক ...

Updated on:

Dream11

Dream11: “নিজের টিম বানাও আর কয়েক ঘণ্টায় কোটিপতি হও”— টিভি স্ক্রিনে এমন বিজ্ঞাপন নিশ্চয়ই অনেকেরই চোখে পড়েছে। ক্রিকেট ম্যাচ হোক বা অন্য কোনও খেলা, মানুষকে লোভ দেখিয়ে টাকা বিনিয়োগ করানোর কৌশল নতুন নয়। কেউ কেউ নিজের ভাগ্য পরীক্ষা করতে গিয়ে জীবনের সঞ্চয় হারিয়েছেন। এইসব অ্যাপ ব্যবহারকারীদের কাছে বিনোদনের পাশাপাশি এক ধরনের ঝুঁকিও বয়ে আনে, যার খেসারত দিতে হয় অনেককে।

লোভনীয় বিজ্ঞাপন 

টি-২০ কিংবা ওয়ানডে চলাকালীন বিজ্ঞাপনের ঝড়ে ভেসে আসা লাইন— “একটু বিনিয়োগ করুন আর হয়ে উঠুন রাতারাতি ধনী”— অনেকের মনেই এক স্বপ্ন তৈরি করে। কিন্তু বাস্তবে দেখা যায়, কোটিপতি হওয়ার লোভে পড়ে সাধারণ মানুষ টাকাও খুইয়েছেন, মানসিক স্বাস্থ্যের ক্ষতিও হয়েছে। শুধু তাই নয়, অনেকেই চরম হতাশা বা ডিপ্রেশনে ভুগতে শুরু করেছেন। সমাজের এই অন্ধকার দিকই এখন নজরে এসেছে কেন্দ্রীয় সরকারের।

সংসদে নতুন বিল 

সরকার এবার অনলাইন গেমিং নিয়ে কঠোর হতে চলেছে। মোদী মন্ত্রিসভা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিল অনুমোদন করেছে, যার নাম Promotion and Regulation of Online Gaming Bill, 2025। জানা গিয়েছে, এতে টাকা লেনদেন এবং বিজ্ঞাপন সম্পূর্ণ নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ যেসব অ্যাপে অর্থ বিনিয়োগ করা হয়, সেগুলির বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে— ড্রিম ১১ (Dream11)-এর মতো জনপ্রিয় অ্যাপগুলোর ভবিষ্যৎ কী হতে চলেছে?

শাস্তির বিধান 

এই বিলে উল্লেখ রয়েছে, আইন কার্যকর হওয়ার পরেও যদি কোনও সংস্থা টাকা দিয়ে খেলা বা বিজ্ঞাপন চালিয়ে যায়, তবে তাদের সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল অথবা এক কোটি টাকা জরিমানা, কিংবা দুটোই হতে পারে। বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে শাস্তি হবে আলাদা— সর্বোচ্চ দু’বছর জেল বা ৫০ লক্ষ টাকা জরিমানা। এমনকি বারবার আইন ভাঙলে পাঁচ বছর পর্যন্ত জেলও হতে পারে। তবে আশার কথা, সাধারণ ব্যবহারকারীরা যাঁরা খেলা খেলেন তাঁদের অপরাধী নয়, বরং ভুক্তভোগী হিসেবে গণ্য করা হবে।

ড্রিম ১১-এর ভবিষ্যৎ 

সবশেষে আসল প্রশ্ন— ড্রিম ১১-এর মতো অ্যাপ কি বন্ধ হয়ে যাবে? সরকারের তরফে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে বিলে যেসব প্রস্তাব রাখা হয়েছে, তাতে ধারণা করা হচ্ছে টাকার লেনদেনে নির্ভর গেম অ্যাপগুলোর উপরই মূলত শাস্তির খাঁড়া নেমে আসবে। অর্থাৎ ক্রিকেট ম্যাচ চলাকালীন বাজি ধরে টাকা লাগানো কিংবা ‘কোটিপতি হওয়ার স্বপ্ন’ দেখানো বিজ্ঞাপন হয়তো খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে চলেছে। ফলে ব্যবহারকারীদের এখনই সাবধান হওয়া প্রয়োজন, কারণ গেমিংয়ের এই নতুন নিয়ম দেশের অনলাইন বিনোদন জগতকে আমূল বদলে দিতে চলেছে।

অবশ্যই দেখবেন: Local Train Accident: হাওড়াগামী নতুন লোকাল বড় দুর্ঘটনার শিকার! পাঁশকুড়া পেরোতেই বেলাইন ট্রেন

WhatsApp Icon