কলকাতা: বর্তমানে সোশ্যাল মিডিয়ার সব থেকে ব্যবহৃত প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম একটি হলো হোয়াটসঅ্যাপ (WhatsApp)। শুধু বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতেই নয়, অফিসিয়াল কাজেও ব্যবহার করা হয় এই জনপ্রিয় মেসেঞ্জিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp)। তাই ব্যবহারকারীদের সুবিধায় প্রায় সময়ই নিত্যনতুন ফিচার নিয়ে আসে এই সংস্থা। এবার থেকে অ্যাপের গ্রুপ কলিং ফিচারে এল বড়সড় বদল।
বর্তমানে যাবতীয় অফিসিয়াল কাজ হয় হোয়াটসঅ্যাপে (WhatsApp)। বিভিন্ন অফিসিয়াল মিটিং হয় এই অ্যাপে গ্রুপ কলিং এর মাধ্যমে। এবারে সব ফিচারের সুবিধার কথা মাথায় রেখে ‘শিডিউল কলিং’ ফিচার এনেছে জুকারবার্গের সংস্থা। অর্থাৎ এবার কলিং এর আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে কল শুরু হওয়ার আগে আপনি অ্যাপের পক্ষ থেকে পেয়ে যাবেন নোটিফিকেশন। ফলে নির্ধারিত সময়ে কল শুরুর ক্ষেত্রে আর কোনওরকম সমস্যা থাকবে না। নতুন এই ফিচারে ব্যবহারকারীরা ভীষণভাবে উপকৃত হবে বলে মনে করছে সংস্থা।
কিন্তু কীভাবে শিডিউল করবেন কল?
প্রথমে হোয়াটসঅ্য়াপ ওপেন করে কল ট্যাবে যান। সেখানে পাবেন (+) অপশন। তাতে ক্লিক করলে শিডিউল করা যাবে কল। যারা যারা ওই কলে থাকবেন তাঁরা প্রত্যেকেই এই কলের আগে নোটিফিকেশন পাবেন। ফলে আলাদা করে কাউকে জানানো, বা কারও মিস করার বিষয়ও কমই থাকছে। সংস্থা সূত্রে খবর, মূলত, জুমের কায়দায় হোয়াটসঅ্যাপ কলিং ফিচারকে সাজাতেই এই ফিচার চালুর ভাবনা।
অবশ্যই দেখবেন: ভারতে লঞ্চ Google Pixel 10, দাম শুনে অবাক হবেন! iPhone 16-এর সমান দামেই মিলছে এই ফিচার