Weather News: দুর্যোগের কবলে দক্ষিণবঙ্গ। মাসের শেষেও পিছু ছাড়েনি বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। তারই প্রভাবে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট শুরু হয়ে গেছে নিম্নচাপের জেরে। এই বৃষ্টিপাতের ফলে ছোট বড় সকল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়ে থাকে। অনেকেই দৈনন্দিন প্রয়োজনে বাইরে বেরোতে পারে না। চারিদিকে কাদায় প্যাচ প্যাচ করে এবং কোন কোন জায়গায় জলও দাঁড়িয়ে যায়। ফলে অনেকে অপছন্দ করে এই বৃষ্টিপাত (Weather News)।
বৃষ্টিপাত (Weather News) আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ২২ আগস্ট অর্থাৎ আজ শুক্রবার থেকে। ইতিমধ্য মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হচ্ছে জেলা গুলিতে। নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে দক্ষিণ ছত্রিশগড় এবং দক্ষিণ ওড়িশার উপর এই খবরই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সাধারণত পশ্চিমবঙ্গের ঝড় বৃষ্টি চলবে এর প্রভাবে।
বৃষ্টিপাত হবে কোন কোন জেলায় ?
হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের (Weather News) সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ জায়গায়। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার দু একটি জায়গায়। তবে এই বৃষ্টি পাতের গতি কী রকম হবে? জানা যাচ্ছে যে এই দু একটি জায়গায় বৃষ্টি পাতে গতি হবে সম্ভবত ০৭- ১১ সেমি পর্যন্ত । তাছাড়া বৃষ্টিপাতের সঙ্গে ঝড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গে সমস্ত জেলার দু একটি জায়গায়। জানা যাচ্ছে যে, বৃষ্টি চলবে দিনভর।
এই বৃষ্টি কতদিন হবে ?
এখনো পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে নিম্নচাপের (Weather News) বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে আজ অর্থাৎ শুক্রবার থেকেই । তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। বলা যেতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদীয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এইসব জায়গা গুলিতে বেশি বৃষ্টি হবে রবিবার পর্যন্ত। মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে কলকাতাতে সপ্তাহান্তে। সূত্রই খবর অনুযায়ী আবহাওয়ার উন্নতি হবে মঙ্গলবার থেকে।
কী পরিস্থিতি উত্তরবঙ্গের?
শনিবার ও রবিবার ভারী বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে। উত্তর দিনাজপুর , দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি এছাড়াও কালিম্পংয়ে।
অবশ্যই দেখবেন: Weather Tomorrow for West Bengal: ভাদ্রেই নতুন বিপদ! আগামীকাল দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সতর্কতা, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া