ভারতে ফিরছে কি TikTok? ৪ বছর পর বড় ঘোষণা মোদী সরকারের

সোশ্যাল মিডিয়ায় শুক্রবার হঠাৎ করেই শুরু হয় ব্যাপক জল্পনা – ভারতে কি ফের ফিরছে TikTok? বহু ইউজার টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে দাবি করেন, তাঁরা টিকটকের ওয়েবসাইট খুলতে পারছেন। কেউ লিখলেন, “হোমপেজ দেখা যাচ্ছে, কিন্তু ভিডিও চালু হচ্ছে না।” আবার কেউ বললেন, “পাঁচ বছর পর বুঝি আবার ফিরছে TikTok India।” এই ...

Updated on:

TikTok

সোশ্যাল মিডিয়ায় শুক্রবার হঠাৎ করেই শুরু হয় ব্যাপক জল্পনা – ভারতে কি ফের ফিরছে TikTok? বহু ইউজার টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রামে দাবি করেন, তাঁরা টিকটকের ওয়েবসাইট খুলতে পারছেন। কেউ লিখলেন, “হোমপেজ দেখা যাচ্ছে, কিন্তু ভিডিও চালু হচ্ছে না।” আবার কেউ বললেন, “পাঁচ বছর পর বুঝি আবার ফিরছে TikTok India।” এই খবরে মুহূর্তে উত্তেজনা ছড়ায় ইউজারদের মধ্যে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে – TikTok, AliExpress এবং Shein-এর মতো নিষিদ্ধ অ্যাপ ভারতে আনব্লক করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর।

কেন নতুন করে জল্পনা ছড়াল?

শুক্রবার সন্ধ্যায় বহু ইউজার লক্ষ্য করেন, TikTok-এর অফিসিয়াল ওয়েবসাইট ভারতে খোলা যাচ্ছে। যদিও কনটেন্ট দেখা যাচ্ছে না, কেবল হোমপেজ অ্যাক্সেস করা সম্ভব হচ্ছিল। একইভাবে AliExpress ও Shein-এর ক্ষেত্রেও ওয়েবসাইট খুললেও শপিং অপশন চালু ছিল না। এমন পরিস্থিতিতে সাধারণ ইউজারদের মধ্যে ছড়িয়ে পড়ে, ২০২০ সালে যে নিষিদ্ধ অ্যাপগুলি বন্ধ হয়েছিল, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় TikTok এবার হয়তো আনুষ্ঠানিকভাবে ফিরছে। কিন্তু সরকারের বিবৃতি এই জল্পনায় পূর্ণচ্ছেদ টানে। স্পষ্ট বলা হয়েছে, “ভারতে TikTok আনব্লক করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

TikTok
TikTok

২০২০ সালে কেন নিষিদ্ধ হয়েছিল TikTok?

২৯ জুন, ২০২০-তে মোদী সরকার আকস্মিকভাবে TikTok সহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করে। এর মধ্যে ছিল ShareIt, UC Browser, Helo, CamScanner প্রভৃতি জনপ্রিয় অ্যাপও।

নিষিদ্ধ ঘোষণার প্রধান কারণ:

  • ডেটা সিকিউরিটি ও তথ্য চুরি (Data Privacy Concern)
  • জাতীয় নিরাপত্তার জন্য হুমকি
  • ভারতীয় ইউজারদের ব্যক্তিগত তথ্য বিদেশি সার্ভারে সঞ্চিত হওয়ার অভিযোগ
  • চীনা সংস্থা ByteDance-এর বিরুদ্ধে তথ্য পাচার ও প্রতারণার অভিযোগ

এই সিদ্ধান্ত এসেছিল গালওয়ান সংঘর্ষের মাত্র দুই সপ্তাহ পর। ১৫ জুন, ২০২০-তে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। ৪৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষ। সেই ঘটনার পরই ভারতের কেন্দ্রীয় সরকার একাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে ডিজিটাল স্ট্রাইক (Digital Strike) হিসেবে দেখায়।

ফেব্রুয়ারিতে কিছু চীনা অ্যাপ ফিরে এসেছিল

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই দেখা যায়, একাধিক চীনা অ্যাপ প্লে স্টোর ও অ্যাপ স্টোরে ফেরত এসেছে। Xender, TanTan-এর মতো কয়েকটি অ্যাপ ডাউনলোড করা যাচ্ছিল। তবে এগুলির জনপ্রিয়তা TikTok-এর ধারেকাছেও নয়। ভারতে TikTok নিষিদ্ধ হওয়ার পর থেকে লক্ষ লক্ষ কনটেন্ট ক্রিয়েটর ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। অনেকেই Roposo, Moj, Josh, Instagram Reels বা YouTube Shorts-এর মতো বিকল্প প্ল্যাটফর্মে চলে যান। তবুও ইউজারদের মনে TikTok-এর প্রতি আগ্রহ এখনও অটুট। তাই শুক্রবার হঠাৎ জল্পনা ছড়াতেই উত্তেজনা তৈরি হয়।

ক্লোনড অ্যাপের হুমকি

ইন্ডিয়া টুডের ওপেন সোর্স ইন্টেলিজেন্স টিমের অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

  • প্লে স্টোরে ২০০-র বেশি নিষিদ্ধ অ্যাপের নকল ভার্সন (Cloned App) পাওয়া যাচ্ছে।

  • অ্যাপল অ্যাপ স্টোরেও অন্তত ৩৬টি ক্লোনড চীনা অ্যাপ সক্রিয় রয়েছে।

এর মানে হল, যদিও TikTok অফিসিয়ালি আনব্লক হয়নি, তবুও নকল অ্যাপের মাধ্যমে একই অভিজ্ঞতা পাওয়ার চেষ্টা করছেন অনেকেই। এতে ডেটা সিকিউরিটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

কেন TikTok এখনো ফিরছে না ভারতে?

সরকারের কড়া অবস্থান পরিষ্কার – জাতীয় নিরাপত্তা ও ডেটা সুরক্ষার প্রশ্নে কোনও আপস নয়।

  • ভারতের কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্য ও কনটেন্ট বিদেশি সার্ভারে গেলে তা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে।

  • চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হলেও, TikTok-এর মতো বড় অ্যাপের ক্ষেত্রে এখনও আস্থা তৈরি হয়নি।

  • ভারত সরকার ডিজিটাল স্বনির্ভরতা (Atmanirbhar Digital India) বাড়াতে চাইছে। ফলে দেশীয় অ্যাপকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরদের প্রতিক্রিয়া

টিকটক ভারতের বাজার থেকে বিদায় নেওয়ার পর বহু কনটেন্ট ক্রিয়েটর ক্ষুব্ধ হলেও তারা নতুন প্ল্যাটফর্মে মানিয়ে নিয়েছেন। তবে অনেকে এখনও TikTok ফেরার অপেক্ষায় ছিলেন। শুক্রবারের জল্পনায় তাঁরা স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েন। কিন্তু সরকারের কঠোর বার্তার পর হতাশা ছড়িয়েছে।

শুক্রবারের অল্প সময়ের জল্পনা অনেককে বিভ্রান্ত করলেও, সত্যিটা স্পষ্ট – ভারতে TikTok এখনও নিষিদ্ধই আছে। মোদী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, TikTok আনব্লক করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং জনগণকে সতর্ক করা হয়েছে নকল অ্যাপ থেকে দূরে থাকার জন্য।

ভারতের ডিজিটাল নীতি অনুযায়ী, যতক্ষণ না ইউজার ডেটার নিরাপত্তা ও জাতীয় স্বার্থ পুরোপুরি নিশ্চিত করা যায়, ততক্ষণ TikTok-এর মতো অ্যাপ ফেরার সম্ভাবনা কার্যত নেই। তবে একথা ঠিক, ভারতের কোটি কোটি যুবকের কাছে এখনও TikTok একটি আবেগের নাম। তাই গুজব ছড়াতেই আলোচনার কেন্দ্রে চলে আসে এই নিষিদ্ধ অ্যাপ।

অবশ্যই দেখবেন: ভারতে কি ফিরছে TikTok? ৪ বছর পর আবার জল্পনা তুঙ্গে, খুলছে ওয়েবসাইট

 

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon