SSC SLST Exam: বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের (SSC) SLSTপরীক্ষাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। পরীক্ষা আদৌ নির্ধারিত সময় হবে নাকি আবারও পিছিয়ে যাবে পরীক্ষা এইসব প্রশ্নই ঘুরছে চাকরিপ্রার্থীদের মনে। সম্প্রতি ২০১৬ সালের SLST নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে প্রায় ২৬,০০০ শিক্ষক। এরপর কোর্টের নির্দেশেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে এর মধ্যে আইনি জটিলতা আবারও নতুন করে চিন্তায় ফেলেছে চাকরিপ্রার্থীদের।
আসল ঘটনাটি কি?
গত বছর অর্থাৎ ২০২৪ সালের ২২শে এপ্রিল কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের SLST প্যানেল বাতিল করে দেয়। এরপর, সিবিআই তদন্তে দুই ধরনের প্রার্থীদের চিহ্নিত করা হয় – প্রথম “Tainted” (যারা দুর্নীতির সঙ্গে যুক্ত) এবং “Untainted” (যারা যোগ্য এবং নির্দোষ)। গত ৩রা এপ্রিল, সুপ্রিম কোর্ট- এর তরফে “Untainted” প্রার্থীদের জন্য নতুন করে নির্বাচন প্রক্রিয়ার নির্দেশ দেওয়া হয় এবং বয়সের ক্ষেত্রেও ছাড় দেওয়ার কথা বলা হয়। সেই অনুসারে, ১৭ই এপ্রিল, সুপ্রিম কোর্ট SSC-কে ৩১শে মে-র মধ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি এবং ৩১শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়।
জানুন, নতুন নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য:
স্কুল সার্ভিস কমিশনের (SSC) তরফে ২৯শে মে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য নতুন SLST পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়। NCTE-র নিয়ম অনুসারে, স্নাতকোত্তর বা স্নাতকে কমপক্ষে ৫০ শতাংশ এবং বি.এড ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়। ১৬ই জুন থেকে ১৪ই জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হয়। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষার দিন ঠিক হওয়ার কথা হলেও, পরে নবম-দশম শ্রেণীর জন্য ৭ই সেপ্টেম্বর এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য ১৪ই সেপ্টেম্বর পরীক্ষার দিন নির্ধারিত করা হয়।
SSC-র উদ্বেগ এবং সুপ্রিম কোর্টে নতুন আবেদন:
সবকিছু ঠিক থাকলেও, ২১শে আগস্ট সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে ঘিরে আবারও নতুন করে বিভ্রাট শুরু হয়। ওই নির্দেশে নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার সম্ভাবনার কথা বলা হয়েছিল। এরপরেই, SSC সুপ্রিম কোর্টে একটি নতুন আবেদন জমা করেছে, যেখানে জানতে চাওয়া হয়েছে পরীক্ষা নির্ধারিত সময়ে হবে নাকি পিছিয়ে যাবে।
স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে, নবম-দশম শ্রেণীর জন্য ৩.২১ লক্ষ এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য ২.৪৭ লক্ষ আবেদন জমা পড়েছে। ইতিমধ্যে প্রায় ১৫,৮০০ “Untainted” প্রার্থীর মধ্যে ১৩,৮০০ জন আবেদন করেছেন। তবে যোগ্যতার ভিত্তিতে মামলাকারী অনেক প্রার্থীই ২১শে আগস্টের নির্দেশের পূর্বেই আবেদনপত্র জমা দিয়েছিলেন। এছাড়াও, প্রায় 500 জন প্রার্থী, যাদের নম্বর 50%-এর কম, তারাও আবেদন করেছেন, যা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।
অবশ্যই দেখবেন: ভোর থেকে রাত পর্যন্ত মেট্রো চলাচল! রইল ইস্ট-ওয়েস্ট, এয়ারপোর্ট ও বেলেঘাটা লাইনের নতুন টাইমটেবিল
SSC জানিয়েছে যে, নির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়ার জন্য তারা সম্পূর্ণরূপে প্রস্তুত। ২২টি জেলায় নবম-দশমের জন্য ৬৩৬টি এবং একাদশ-দ্বাদশের জন্য ৪৭৮টি পরীক্ষাকেন্দ্রের বুকিং সম্পন্ন হয়েছে। নবম-দশম শ্রেণীর ১১টি বিষয়ের এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর ৩৬টি বিষয়ের প্রশ্নপত্র তৈরির কাজও চলছে। ১৪ই আগস্টের মধ্যে সমস্ত অ্যাডমিট কার্ড আপলোড করা সম্পন্ন হয়েছে।
অবশ্যই দেখবেন: হাওড়া ময়দান-সেক্টর ফাইভ মেট্রো আজ থেকে চালু, কত পড়বে ভাড়া?
SSC সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিল, ২১শে আগস্টের নির্দেশ স্পষ্ট করার জন্য। যাতে পরীক্ষা স্থগিত করতে না হয়। তাদের মতে এই মুহূর্তে পরীক্ষা পিছিয়ে গেলে চাকরি প্রার্থীদের আবারও সমস্যার মুখে পড়তে হবে। সঙ্গে প্রশাসনিক কাজেও সমস্যার সৃষ্টি হবে। তাই পূর্ব নির্ধারিত তারিখেই অর্থাৎ ৭ই সেপ্টেম্বর এবং ১৪ই সেপ্টেম্বরেই তারা পরীক্ষা নেওয়ার অনুমতি চেয়েছে। এখন সকলেরই নজর সুপ্রিম কোর্টের সিধানের দিকে। আপাতত লক্ষাধিক চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের একটি রায়ের উপর।
অবশ্যই দেখবেন: আজ থেকে মেট্রোর ইয়েলো ও অরেঞ্জ লাইন চালু! যাত্রীরা কী কী সুবিধা পাবেন?