কলকাতা: মুম্বাইয়ের আম্বানির বাসভবনে তাদের বার্ষিক গণেশ উৎসবে উপস্থিত ছিলেন রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। অনুষ্ঠানের একটি ভাইরাল ভিডিওতে, ‘ধুরন্ধর’ অভিনেতাকে ‘দেব শ্রী গণেশ’ গানের তালে নাচতে এবং গণপতি বাপ্পা মোরিয়া স্তবগান করতে দেখা যায়। জাঁকজমক এবং তারকাখচিত অতিথি তালিকার জন্য পরিচিত এই অনুষ্ঠানটি উৎসবে যোগ দেওয়ার সময় দম্পতির মার্জিত উপস্থিতি প্রত্যক্ষ করে।
‘দেব শ্রী গণেশ’ গানের তাৎক্ষণিক নৃত্য পরিবেশনার মাধ্যমে রণবীর সিং (Ranveer Singh) সন্ধ্যার মূল আকর্ষণ হয়ে ওঠেন। তার প্রাণবন্ত নৃত্য অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার উৎসাহে ভক্ত এবং উপস্থিতরা মুগ্ধ হন।
পাপারাজ্জি পেজ থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে রণবীর পুরো জমিয়ে দিয়েছেন অনুষ্ঠানস্থল। কিন্তু হঠাৎ করেই নাচতে নাচতে ভিডিয়োতে একজনকে জড়িয়ে ধরতে দেখা যায় রণবীরকে। এমনকী, নাচের মাঝখানে ‘গণপতি বাপ্পা মোরিয়া’ বলে চিৎকারও করেন রণবীর সিং। ইনস্টাগ্রামে খুব ভাইরাল এই ভিডিয়োটি। কিন্তু স্ত্রীকে ছেড়ে হঠাৎ করে ভিড়ের মাঝে কাকে জড়িয়ে ধরলেন রণবীর?
এদিন রণবীর সিংকে ক্লিনশেভ লুকেই দেখা গেল। নতুন ছবি ধুরন্ধর-এর জন্য এক বছরের বেশি সময় ধরে দাড়ি রাখছিলেন তিনি। দীপিকা উৎসবের জন্য সোনালি বাদামি রঙের আনারকলি কুর্তা ও প্যান্ট সেট পরেছিলেন। রণবীরও বউয়ের সঙ্গে মিল রেখে মাস্টার্ড ইয়লো রঙের কুর্তা সেট পরেছিলেন।
View this post on Instagram
তবে ওই অনুষ্ঠানের মাঝেই দীপিকাকে ছেড়ে হঠাৎ করে রণবীর জড়িয়ে ধরেন পরিচিত গায়ক হর্ষদীপ কৌরকে। অভিনেতার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। সকলেই অভিনেতার এই ভিডিওটিতে প্রচুর ভালোবাসা দিয়েছেন।
অবশ্যই দেখবেন: শনি-রবির ছুটিও ভিজবে! ৫ জেলায় আজ থেকে ভারী বর্ষণ, বিদায় নেবে কবে বর্ষা?