Priya Marathe: ভারতীয় টেলিভিশন ও মারাঠি বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়া মারাঠে (Priya Marathe) আর নেই। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে রবিবার (৩১ আগস্ট, ২০২৫) মুম্বইয়ের মীরা রোডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Priya Marathe)। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিনোদন দুনিয়ায়।
প্রিয়া মারাঠে: জীবন ও কর্মজীবনের সংক্ষিপ্ত ঝলক
প্রিয়া মারাঠে মূলত হিন্দি ও মারাঠি টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। ২০১১ সালে মারাঠি ধারাবাহিক “চার দিবস সাসুছে (Char Divas Sasuche)” দিয়ে ছোটপর্দায় অভিনয় জগতে পা রাখেন। এরপর ধারাবাহিক “পবিত্র রিশতা (Pavitra Rishta)” এবং “কসম সে (Kasamh Se)”-র মতো হিট শোতে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। দুই দশকের বেশি সময় ধরে বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। তাঁর অভিনয় জীবনের শেষ কাজ ছিল ২০২৩ সালের মারাঠি ড্রামা “তুজেচ মি গীত গাত आहे (Tuzech Mi Geet Gaat Aahe)”।
View this post on Instagram
পরিবার ও ব্যক্তিগত জীবন
প্রিয়া মারাঠে অভিনেতা শন্তনু মোগে (Shantanu Moghe)-এর স্ত্রী ছিলেন। তাঁদের সম্পর্ক ছিল বিনোদন জগতের অন্যতম আলোচিত জুটি। প্রিয়ার অসুস্থতার সময়ে স্বামী সর্বদা পাশে দাঁড়িয়েছিলেন বলে পরিবারের ঘনিষ্ঠরা জানিয়েছেন।
তাঁর কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনও ছিল যথেষ্ট অনুপ্রেরণামূলক। ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে পরিবার ও স্বামীর সহযোগিতা তাঁকে শক্তি জুগিয়েছিল।
প্রিয়জনদের শোকবার্তা
অভিনেত্রী প্রিয়ার (Priya Marathe) প্রয়াণে তাঁর পরিবার, সহকর্মী এবং ভক্তদের মধ্যে শোকের ঢেউ নেমে এসেছে। তাঁর চাচাতো ভাই ও অভিনেতা সুবোধ ভাভে (Subodh Bhave) সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে লেখেন –
“একজন দারুণ অভিনেত্রী, আমার সহ-অভিনেত্রী ছিলেন প্রিয়া। কিন্তু আমার কাছে সম্পর্কটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। প্রিয়া আমার বোন। এই ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে যে কঠোর পরিশ্রম আর নিষ্ঠা নিয়ে কাজ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ক্যানসারের সঙ্গে সে লড়েছে শেষ দিন পর্যন্ত। তবে শেষমেশ আর পেরে উঠল না। শান্তিতে থেকো প্রিয়া।”
সুবোধ ভাভে আরও জানান, তাঁদের ধারাবাহিক “তু মেটশি নাভানে (Tu Metshi Navane)”-এর শুটিং চলাকালীন সময়ে প্রিয়া মারাঠের স্বাস্থ্যের অবনতি হয়। সেসময় তাঁর স্বামী শন্তনু মোগে সর্বদা পাশে থেকেছেন।

ক্যানসারের সঙ্গে প্রিয়ার লড়াই
প্রিয়া মারাঠে (Priya Marathe) প্রায় দুই বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও রবিবার সকালেই তাঁর মৃত্যু হয়। ক্যানসারের সঙ্গে তাঁর এই সংগ্রাম আবারও মনে করিয়ে দিল, ক্যানসারের মতো মারাত্মক রোগ কতটা কঠিন এবং মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো হতে পারে।
বিনোদন জগতে শোকের ছায়া
প্রিয়া মারাঠের (Priya Marathe) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন একাধিক টেলিভিশন ও চলচ্চিত্র জগতের তারকা। ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁর স্মৃতি ভাগ করে নিচ্ছেন। অনেকেই লিখেছেন, “একজন প্রতিভাবান অভিনেত্রীকে এত তাড়াতাড়ি হারালাম, বিশ্বাসই করা যাচ্ছে না।”
প্রিয়ার উত্তরাধিকার
প্রিয়া মারাঠে (Priya Marathe) যে কাজগুলো করে গেছেন, তা মারাঠি এবং হিন্দি টেলিভিশনের ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। তাঁর স্মরণীয় অভিনয়, আবেগঘন চরিত্র এবং বাস্তবসম্মত উপস্থাপন দর্শকদের মনে চিরকাল বেঁচে থাকবে। তাঁর অকাল মৃত্যু শুধুমাত্র মারাঠি বিনোদন জগতের নয়, সমগ্র ভারতীয় টেলিভিশন দুনিয়ার এক বিশাল ক্ষতি।
Priya Marathe FAQ (প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন)
১. প্রিয়া মারাঠে (Priya Marathe) কে ছিলেন?
প্রিয়া মারাঠে (Priya Marathe) ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী, যিনি মূলত মারাঠি ও হিন্দি টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তিনি “পবিত্র রিশতা”, “কসম সে” সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।
২. প্রিয়া মারাঠের (Priya Marathe) মৃত্যু কবে ও কীভাবে হল?
প্রিয়া মারাঠে ৩১ আগস্ট ২০২৫ সালে মুম্বইয়ের মীরা রোডে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।
৩. প্রিয়া মারাঠের বয়স কত ছিল মৃত্যুকালে?
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৮ বছর।
৪. প্রিয়া মারাঠের স্বামী কে?
তিনি অভিনেতা শন্তনু মোগে (Shantanu Moghe)-এর স্ত্রী ছিলেন।
৫. প্রিয়া মারাঠের শেষ কাজ কোনটি ছিল?
তাঁর শেষ টেলিভিশন কাজ ছিল ২০২৩ সালের মারাঠি ড্রামা “তুজেচ মি গীত গাত आहे”।
৬. কোন ধারাবাহিকের মাধ্যমে প্রিয়া মারাঠে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন?
তিনি ২০১১ সালে মারাঠি টেলিভিশন ধারাবাহিক “চার দিবস সাসুছে” দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন।
অবশ্যই দেখবেন: সস্তায় iPhone কেনার দারুণ সুযোগ! iPhone 17-এর আগে লঞ্চ হল iPhone 16e, দাম শুনলে অবাক হবেন