TET For Teachers: যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের! এবার থেকে সকল শিক্ষকদের TET পাশ বাধ্যতামূলক! জানুন বিস্তারিত

TET For Teachers: সম্প্রতি শিক্ষকদের জন্য এক বড় রায় ঘোষণা করেছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এবার থেকে সমস্ত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) পাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। সারা দেশের শিক্ষাব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে এই রায়। আজকের প্রতিবেদনে এই রায় সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ...

Updated on:

TET For Teachers

TET For Teachers: সম্প্রতি শিক্ষকদের জন্য এক বড় রায় ঘোষণা করেছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এবার থেকে সমস্ত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) পাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। সারা দেশের শিক্ষাব্যবস্থায় এক নতুন দিগন্তের উন্মোচন করেছে এই রায়। আজকের প্রতিবেদনে এই রায় সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

জেনে নেওয়া যাক, কারা এই রায়ের আওতায় পড়বেন?

২০১০ সালের আগে থেকে যে সকল শিক্ষক কর্মরত রয়েছেন, তাঁদের প্রত্যেককেই আগামী দুই বছরের মধ্যে TET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই নিয়মটি সকল সরকারী এবং বেসরকারী স্কুলের শিক্ষকদের জন্য প্রযোজ্য করা হয়েছে।

রায়ের ছাড় এবং শর্তাবলী সম্পর্কিত বিস্তারিত তথ্য:

তবে সুপ্রিম কোর্ট কিছু ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা রেখেছে, যদিও তার সঙ্গেও কিছু গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যেমন অবসরের পথে থাকা শিক্ষক: যে সকল শিক্ষকের চাকরির মেয়াদ আর মাত্র পাঁচ বছর বাকি আছে, তাঁদের জন্য TET পাশের প্রয়োজনীয়তা নেই। তবে, তাঁরা আর কোনো পদোন্নতি পাবেন না।

অন্যান্য শিক্ষক: যাঁরা আগামী দুই বছরের মধ্যে TET পাশ করবেন না, তাঁরাও কোনো পদোন্নতি পাবেন না। পাশাপাশি দুই বছর পর তাঁদের বাধ্যতামূলকভাবে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে হবে।

জানুন, মামলার প্রেক্ষাপট

এই মামলাটি মূলত আঞ্জুমান ইশাত ই তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র সরকার নামে পরিচিত। মামলাটি পুনরায় শুনানির জন্য সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত করা হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে তামিলনাড়ুর আরও কয়েকটি মামলাও। তবে, এটি কোনো রিভিউ পিটিশন নয়, মূল রায়ের কিছু আনুষঙ্গিক বিষয় স্পষ্ট করার জন্য এই পুনঃশুনানির ব্যবস্থা করা হয়েছে।

দেশব্যাপী প্রয়োগ

যেহেতু শিক্ষার অধিকার আইন (RTE Act) দেশব্যাপী প্রযোজ্য, তাই এই রায়টিও দেশের সকল রাজ্যেই কার্যকর করা হবে বলে অনে করা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং NCTE (National Council for Teacher Education) থেকে বিজ্ঞপ্তি জারি হলেই দেশব্যাপী কার্যকর করা হবে এই রায়।

অবশ্যই দেখবেন: LIC FD Scheme 2025: মাত্র ১ লক্ষ টাকার বিনিয়োগে মাসে ৬২০০ টাকা! LIC FD স্কিম ২০২৫-এ নিশ্চিত লাভ

পরবর্তী শুনানি:

এই মামলার পরবর্তী শুনানি ২০২৫ সালের ১৬ই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। এই শুনানিতে মামলার আনুষঙ্গিক বিষয়গুলি বা মূল রায় নিয়ে আলোচনা হতে পারে। এই রায়টি নিঃসন্দেহে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হবে। এর ফলে শিক্ষকদের মানোন্নয়নের পাশাপাশি ছাত্রছাত্রীরা আরও ভালো মানের শিক্ষা পাবে এমনটাই আশা করা হচ্ছে। সমস্ত শিক্ষকদের উচিত এই রায়টিকে গুরুত্ব সহকারে দেখে নিজেদের প্রস্তুতি শুরু করা।

অবশ্যই দেখবেন: 8th Pay Commission: ২০২৫-এ সরকারি বেতনের ধাক্কা! ৮ম পে কমিশনের নতুন স্যালারি স্ল্যাব দেখে চমকে যাবেন

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon