পুজোর পরেই বেরোচ্ছে SSC শিক্ষক নিয়োগের ফলাফল! গুরুত্বপূর্ণ তারিখ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

SSC Teacher Recruitment Exam 2025 Result: দুর্গাপুজোর ঠিক পরেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ২,২৯,৪৯৭ জন প্রার্থী অংশ নেন। পরীক্ষার দিনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট করে দেন যে পুরো প্রক্রিয়াটিকে এবার থেকে আরও স্বচ্ছ করা হবে। তাঁর ...

Updated on:

SSC

SSC Teacher Recruitment Exam 2025 Result: দুর্গাপুজোর ঠিক পরেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল। রবিবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ২,২৯,৪৯৭ জন প্রার্থী অংশ নেন। পরীক্ষার দিনেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট করে দেন যে পুরো প্রক্রিয়াটিকে এবার থেকে আরও স্বচ্ছ করা হবে। তাঁর পাশে ছিলেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।

শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রশ্নপত্র ও উত্তরপত্র কয়েক দিনের মধ্যেই কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। এর পর পরীক্ষার্থীরা নিজেদের মতামত ও অভিযোগ জানাতে পারবেন। পরীক্ষার্থীদের সেই সুযোগ দেওয়া হবে মোট পাঁচ দিনের জন্য। এরপরই কমিশন প্রকাশ করবে ইন্টারভিউয়ের জন্য প্রাথমিক প্যানেল।

SSC পরীক্ষায় নতুন স্বচ্ছতা

গত কয়েক বছরে নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে SSC এবার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যেমন, প্রথমবার আবেদনকারীদের হাতে দেওয়া হচ্ছে OMR শিটের কপি। লিখিত পরীক্ষার পরই দেওয়া হয়েছে মডেল উত্তরপত্রও। ফলে পরীক্ষার্থীরা সহজেই নিজেদের উত্তর যাচাই করতে পারবেন।

১৬ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির উত্তরপত্র এবং OMR শিট প্রকাশ করা হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির উত্তরপত্র প্রকাশ হতে পারে ২০ সেপ্টেম্বর। পরীক্ষার্থীরা এই সমস্ত নথি দেখে মতামত জানাতে পারবেন। তারপর সেগুলি খতিয়ে দেখে কমিশন ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করবে।

SSC পরীক্ষার ফল প্রকাশ ও ইন্টারভিউ প্যানেল

ব্রাত্য বসু জানিয়েছেন, নভেম্বর মাসে প্রকাশিত হবে ইন্টারভিউ প্যানেল। শুধু তাই নয়, এবার থেকে ইন্টারভিউ প্যানেলের মেয়াদ শেষ হলেও সেটি দুই বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। OMR শিট রাখা হবে ১০ বছর পর্যন্ত। এর ফলে ভবিষ্যতে যদি কোনও আইনি জটিলতা তৈরি হয়, তার সমাধান সহজ হবে।

শিক্ষামন্ত্রীর কথায়, “আমরা চাই প্রার্থীরা যেন নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ স্পষ্টভাবে দেখতে পান। প্রশ্নপত্র থেকে শুরু করে নম্বর বিভাজন, সবকিছুই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।” তাঁর এই ঘোষণা পরীক্ষার্থীদের কাছে নিঃসন্দেহে আশার বার্তা।

পরীক্ষার্থীদের সুবিধা

এবার SSC পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নতুন সুযোগ রাখা হয়েছে। প্রথমত, মডেল উত্তরপত্রের ভিত্তিতে নিজেদের উত্তর মিলিয়ে তারা ভুল বা সংশোধনের দাবি জানাতে পারবেন। দ্বিতীয়ত, কমিশন পরীক্ষার্থীদের ফিডব্যাক নেওয়ার পর তবেই ইন্টারভিউয়ের জন্য তালিকা প্রকাশ করবে। এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে।

অবশ্যই দেখবেন: New Salary Rule: সুখবর সরকারি কর্মীদের জন্য! ২০২৫ থেকে নতুন বেতন নিয়মে কতটা বাড়বে বেতন?

কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, “এই বছর থেকে যেভাবে প্রক্রিয়াটা সাজানো হয়েছে, তাতে পরীক্ষার্থীরা নিশ্চিন্ত থাকতে পারবেন। পুরো নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে কমিশনের স্বচ্ছতা বজায় রাখা হবে।”

SSC নিয়োগে ভবিষ্যৎ পরিকল্পনা

SSC সূত্রে জানা গিয়েছে, শুধু লিখিত পরীক্ষা নয়, ভবিষ্যতে ইন্টারভিউ প্যানেল প্রকাশের নিয়মও আরও কঠোরভাবে অনুসরণ করা হবে। নম্বর বিভাজনও প্রকাশ করা হবে অনলাইনে। প্রার্থীরা চাইলে সেগুলি খতিয়ে দেখতে পারবেন।

অবশ্যই দেখবেন: Bairabi Sairang Railway Line: পুজোর আগে দারুণ সুখবর! কলকাতা থেকে মিজোরাম এক ট্রেনে, নয়া রেলপ্রকল্পের উদ্বোধন মোদীর

কমিশনের এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কারণ, নিয়োগ নিয়ে রাজ্যে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠেছে। প্রার্থীরা যাতে আর কোনও বিভ্রান্তির মধ্যে না পড়েন, সেই চেষ্টা করছে SSC। এই পদক্ষেপে প্রার্থীদের ভরসা অনেকটাই বাড়বে বলে মনে করছেন শিক্ষা মহলের একাংশ।

উপসংহার

SSC শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে। দুর্গাপুজোর পরেই ফল প্রকাশের ঘোষণা প্রার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়েছে। প্রশ্নপত্র, উত্তরপত্র, OMR শিট থেকে শুরু করে নম্বর বিভাজন—সবকিছু অনলাইনে প্রকাশিত হওয়ার ফলে স্বচ্ছতা বাড়বে।

অবশ্যই দেখবেন: GST Reduction On AC: GST রেট কমতেই ধাক্কা! এয়ার কন্ডিশনারে নামল কয়েক হাজার টাকার দাম

কমিশনের লক্ষ্য স্পষ্ট—আগামী দিনে কোনও ধরণের প্রশ্ন না উঠেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করা। নভেম্বর মাসে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হলে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ শুরু হবে। সব মিলিয়ে SSC এবার এমন একটি দিশা তৈরি করতে চাইছে যেখানে প্রার্থীরা আস্থা রাখতে পারবেন, আর নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ ও ন্যায্য।

Disclaimer
এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক উদ্দেশ্যে লেখা হয়েছে। এখানে উল্লিখিত SSC সম্পর্কিত তথ্য শিক্ষামন্ত্রী ও কমিশনের ঘোষণার ভিত্তিতে প্রস্তুত। সময়ের সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি বা নিয়ম পরিবর্তন হতে পারে। পাঠকদের অনুরোধ করা হচ্ছে অফিসিয়াল SSC ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়ার জন্য।

অবশ্যই দেখবেন: Kolkata Municipal Corporation: দোকানের সাইনবোর্ডে বাংলা না লিখলেই লাইসেন্স যাবে! কড়া নির্দেশ কলকাতা পুরসভার

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon