সুখবর! ২২ সেপ্টেম্বর থেকে সস্তা হচ্ছে ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম, বদল এল GST হারে

আর মাত্র কয়েকটা দিন বাকি। ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হতে চলেছে নতুন GST হার। সরকারের তরফে ইতিমধ্যেই ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং বীমা সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে গ্রাহকেরা সরাসরি এই সুবিধা পান। অর্থাৎ পরিবর্তিত GST হার কেবল সরকারি ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং তার প্রভাব সাধারণ মানুষের হাতে পৌঁছবে এমআরপি ...

Updated on:

gst

আর মাত্র কয়েকটা দিন বাকি। ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হতে চলেছে নতুন GST হার। সরকারের তরফে ইতিমধ্যেই ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং বীমা সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে গ্রাহকেরা সরাসরি এই সুবিধা পান। অর্থাৎ পরিবর্তিত GST হার কেবল সরকারি ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং তার প্রভাব সাধারণ মানুষের হাতে পৌঁছবে এমআরপি বা পরিষেবার খরচ কমার মাধ্যমে।

GST হার কমানোর সিদ্ধান্ত

গত ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত GST কাউন্সিলের বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনা হয়। ৭০টিরও বেশি ওষুধের উপর GST হার কমানো বা পুরোপুরি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্যসেবার উপরও করের হার কমানো হয়।

এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল স্বাস্থ্যসেবার খরচ কিছুটা হলেও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা। বর্তমানে ওষুধ ও চিকিৎসার খরচ অনেকের পক্ষেই সামলানো কঠিন হয়ে পড়ছে। সেই কারণেই GST কমানোর মাধ্যমে ওষুধ এবং মেডিক্যাল ডিভাইস আরও সাশ্রয়ী করার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

NPPA-র নির্দেশ

জাতীয় ওষুধ মূল্য নির্ধারণ কর্তৃপক্ষ (NPPA) ইতিমধ্যেই সব নির্মাতা ও বিপণন সংস্থাকে স্পষ্ট নির্দেশ দিয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে কমানো GST হার সরাসরি ভোক্তাদের দিতে হবে। এর মানে হলো, ওষুধ বা চিকিৎসা সরঞ্জামের দাম কমানোই বাধ্যতামূলক।

সব কোম্পানিকে সংশোধিত এমআরপি প্রকাশ করতে হবে এবং সেই তালিকা ডিলার, খুচরা বিক্রেতা ও সরকারি দপ্তরের কাছে পৌঁছে দিতে হবে। এর ফলে বাজারে বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ কমে যাবে এবং গ্রাহক নতুন দামে পণ্য কিনতে পারবেন।

ওষুধের দাম কি সত্যিই কমবে?

বড় প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের ফলে ওষুধের দাম কতটা কমবে। NPPA জানিয়েছে, নতুন GST হার কার্যকর হওয়ার দিন থেকেই কোম্পানিগুলিকে সংশোধিত মূল্য তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে কোনও বিলম্ব করলে সেটিকে নিয়মভঙ্গ হিসেবে ধরা হবে।

তাই ২২ সেপ্টেম্বরের পর বাজারে যেসব ওষুধ এবং মেডিক্যাল ডিভাইস বিক্রি হবে, সেগুলির এমআরপি আগের থেকে কম থাকবে। যদিও ঠিক কতটা কমবে, তা নির্ভর করছে কোন পণ্যের উপর কত শতাংশ GST হ্রাস করা হয়েছে তার উপর।

বীমা পরিষেবায় GST পরিবর্তন

শুধু ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম নয়, জীবন ও স্বাস্থ্য বীমার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। ২২ সেপ্টেম্বর থেকে এই খাতে ১৮ শতাংশ GST পুরোপুরি বাতিল হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু বীমা কোম্পানি গ্রাহকদের এই সুবিধা দেওয়া শুরু করেছে।

যদি কেউ ২২ সেপ্টেম্বরের পরে নতুন বীমা চালু করেন, তাহলে তাঁকে আর GST দিতে হবে না। তবে যারা ২২ সেপ্টেম্বরের আগে বীমা শুরু করেছেন, তাঁদের ক্ষেত্রে পুরনো নিয়ম অনুযায়ী অর্থ প্রদান করতে হবে। অর্থাৎ নতুন গ্রাহকেরাই মূলত এই সুবিধা পাবেন।

সাধারণ মানুষের উপকার কীভাবে হবে?

GST হ্রাসের ফলে সরাসরি উপকার পাবেন রোগী ও গ্রাহকেরা। ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও বীমার খরচ কিছুটা হলেও কমবে। বিশেষ করে দীর্ঘমেয়াদি রোগীদের জন্য যাঁরা নিয়মিত ওষুধ কিনতে বাধ্য, তাঁদের মাসিক খরচে স্বস্তি আসবে। একইভাবে বীমা প্রিমিয়ামের খরচ কমে যাওয়ায় অনেকেই নতুন করে স্বাস্থ্য বীমার দিকে ঝুঁকতে পারেন।

অবশ্যই দেখবেন: Bairabi Sairang Railway Line: পুজোর আগে দারুণ সুখবর! কলকাতা থেকে মিজোরাম এক ট্রেনে, নয়া রেলপ্রকল্পের উদ্বোধন মোদীর

সরকার ও কোম্পানির ভূমিকা

এখন দেখার বিষয় হলো, কোম্পানিগুলি কত দ্রুত সংশোধিত দাম বাজারে কার্যকর করে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই স্পষ্ট করেছে, নতুন GST হার কার্যকর করতে দেরি হলে তা মানা হবে না। তাই সব নির্মাতা সংস্থা বাধ্য থাকবেন নতুন এমআরপি প্রকাশ করতে।

অবশ্যই দেখবেন: Kolkata Municipal Corporation: দোকানের সাইনবোর্ডে বাংলা না লিখলেই লাইসেন্স যাবে! কড়া নির্দেশ কলকাতা পুরসভার

২২ সেপ্টেম্বর থেকে নতুন GST হার চালু হওয়ায় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও বীমার খরচে বাস্তবিক পরিবর্তন আসবে। এই পদক্ষেপ রোগী ও গ্রাহকদের আর্থিক স্বস্তি দেবে বলেই আশা। সরকার যেমন স্বচ্ছতা আনার চেষ্টা করছে, তেমনি কোম্পানিগুলিকেও দায়িত্ব নিতে হবে যাতে সুবিধা সরাসরি ভোক্তার কাছে পৌঁছে যায়। আগামী দিনে GST-র এই পরিবর্তন কতটা কার্যকর হয় এবং সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে কতটা সফল হয়, সেটাই এখন দেখার।

Disclaimer
এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যভিত্তিক উদ্দেশ্যে লেখা হয়েছে। এখানে উল্লিখিত GST সম্পর্কিত তথ্য সরকারি বিজ্ঞপ্তি ও ঘোষণার ভিত্তিতে প্রস্তুত। সময়ের সঙ্গে সঙ্গে হার বা নিয়ম পরিবর্তিত হতে পারে। পাঠকদের অনুরোধ করা হচ্ছে অফিসিয়াল GST কাউন্সিল বা সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট থেকে সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়ার জন্য।

অবশ্যই দেখবেন: পুজোর পরেই বেরোচ্ছে SSC শিক্ষক নিয়োগের ফলাফল! গুরুত্বপূর্ণ তারিখ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

gst advantages in healthcare gst benefit insurance companies gst benefits for hospitals gst benefits for insurance policyholders gst benefits for insurance sector gst benefits for patients gst benefits for pharma gst benefits for pharma insurance gst benefits for pharmaceutical companies gst benefits health sector india gst benefits india healthcare gst benefits india pharma gst benefits insurance customers gst benefits pharma exports gst cut medical equipment gst effect on drug prices gst effect on generic medicines gst effect on life insurance gst effect on medical sector gst impact on drug manufacturers gst impact on general insurance gst impact on health insurance gst impact on healthcare industry gst impact on hospital charges gst impact on pharma industry gst insurance sector reforms gst lower tax on insurance gst medicine price drop gst new rules for pharma gst on critical medicines gst on diagnostic equipment gst on health insurance claims gst on health insurance premium 2025 gst on hospital bills gst on insurance premium gst on medical devices gst on medicines 2025 gst on pharma packaging gst on pharma raw materials gst on pharmaceutical industry india gst on pharmacy retail gst pharma news 2025 gst policy 2025 healthcare gst price cut medicines gst rate cut health sector gst rate cut pharma gst rate health insurance gst reduction medicines gst reduction on essential drugs gst reform pharma gst relief for pharma business gst relief for pharma industry gst tax pharma sector nppa gst benefits

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon