UPI Rule Change 2025: আজ থেকে UPI তে বড় পরিবর্তন! লেনদেনের নতুন Limit দেখে চমকে যাবেন

UPI Rule Change 2025: ডিজিটাল পেমেন্ট এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। মোবাইল ফোনে কিউআর কোড স্ক্যান করে বা কাউকে টাকা পাঠাতে আমরা বেশিরভাগ সময়েই ইউপিআই (UPI) ব্যবহার করি। গত কয়েক বছরে এর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে শহর থেকে গ্রাম—সব জায়গায় এখন ইউপিআই পেমেন্ট চলতে দেখা যায়। আর এবার সেই ইউপিআই ...

Updated on:

UPI Rule Change 2025

UPI Rule Change 2025: ডিজিটাল পেমেন্ট এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। মোবাইল ফোনে কিউআর কোড স্ক্যান করে বা কাউকে টাকা পাঠাতে আমরা বেশিরভাগ সময়েই ইউপিআই (UPI) ব্যবহার করি। গত কয়েক বছরে এর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে শহর থেকে গ্রাম—সব জায়গায় এখন ইউপিআই পেমেন্ট চলতে দেখা যায়। আর এবার সেই ইউপিআই ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে এনপিসিআই (NPCI)। আজ, সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে নতুন UPI Rule Change

আগে কত টাকা পাঠানো যেত, আর এখন কত করা যাবে | UPI Rule Change 2025

আগে নিয়ম ছিল ইউপিআইয়ের মাধ্যমে সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশন করা যেত। অর্থাৎ কেউ যদি বড় অঙ্কের টাকা দিতে চাইতেন, তবে তাঁকে একাধিকবার লেনদেন করতে হত বা অন্য ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে হত। নতুন UPI Rule Change অনুযায়ী এখন সেই সীমা দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এখন থেকে ইনস্যুরেন্স, ক্যাপিটাল মার্কেট, ট্র্যাভেল সেক্টর বা লোন ইএমআইয়ের মতো ক্ষেত্রে এক দিনে সর্বাধিক ১০ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি সুবিধা পাবেন ব্যবসায়ীরা। অনেক সময় বড় অঙ্কের পেমেন্টের জন্য তাঁদেরকে সমস্যায় পড়তে হত। এবার সহজেই ইউপিআই মারফত লেনদেন করা যাবে, সময়ও বাঁচবে।

সাধারণ মানুষের জন্য এর মানে কী

প্রকৃতপক্ষে, সাধারণ মানুষ খুব কমই দিনে ৫ লক্ষ টাকা বা তার বেশি লেনদেন করেন। তবে অনেক ক্ষেত্রে যেমন বিমা প্রিমিয়াম, বড় ভ্রমণ খরচ বা শেয়ার মার্কেটে বিনিয়োগের সময় একবারে বড় টাকা দিতে হয়। সেই ক্ষেত্রেই নতুন UPI Rule Change তাঁদের স্বস্তি দেবে। এছাড়া, যাঁরা আগে বড় অঙ্কের টাকা দিতে গিয়ে একাধিকবার লেনদেন করতেন, তাঁদের এখন আর সেই ঝামেলা নেই। একবারেই ট্রানজাকশন সম্পন্ন হয়ে যাবে।

ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তি

পার্সন-টু-মার্চেন্ট (P2M) ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও এই সীমা বাড়ানো হয়েছে। কোনও দোকানদার বা ব্যবসায়ী যদি স্টক তোলার সময় বড় অঙ্কের টাকা সরবরাহকারীকে দিতে চান, তবে এখন থেকে সহজেই ইউপিআই ব্যবহার করতে পারবেন। এর ফলে ক্যাশ বা চেকের ঝামেলাও কমবে, পেমেন্ট আরও দ্রুত ও স্বচ্ছ হবে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ক্ষেত্রে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ ব্যবসার খরচ যত দ্রুত মেটানো যাবে, তত দ্রুত পণ্য ও পরিষেবার সরবরাহ সম্ভব হবে।

ব্যক্তিগত লেনদেনে কোনও পরিবর্তন নেই

তবে একটা বিষয় স্পষ্ট করে বলা জরুরি। নতুন UPI Rule Change কেবলমাত্র নির্দিষ্ট ক্ষেত্রের জন্য। পার্সন-টু-পার্সন (P2P) অর্থাৎ একজন থেকে আরেকজনকে টাকা পাঠানোর সীমা আগের মতোই থাকছে। এখনও প্রতিদিন সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্তই একজন আরেকজনকে পাঠাতে পারবেন। মানে, আপনি বন্ধুকে, আত্মীয়কে বা পরিচিত কাউকে টাকা পাঠাতে চাইলে আগের নিয়মই মানতে হবে। এই পরিবর্তন কেবল ব্যবসায়িক বা হাই-ভ্যালু ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কার্যকর হবে।

কেন এই সীমা বাড়ানো হল

এনপিসিআই জানিয়েছে, ইউপিআই এখন দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট মাধ্যম। প্রতিদিন হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে। এর মধ্যে অনেক ক্ষেত্রেই বড় অঙ্কের লেনদেনের চাহিদা দেখা যাচ্ছে। অনেক ব্যবসায়ী ও প্রতিষ্ঠান এনপিসিআইয়ের কাছে দীর্ঘদিন ধরে এই সীমা বাড়ানোর দাবি জানাচ্ছিলেন। কারণ বড় অঙ্কের পেমেন্টের জন্য তাঁদের বারবার অন্য ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে হত। তাই এখন থেকে সরাসরি ইউপিআইয়ে দিনে ১০ লক্ষ টাকা পর্যন্ত ট্রানজ্যাকশনের অনুমতি দেওয়া হয়েছে।

অবশ্যই দেখবেন: Bairabi Sairang Railway Line: পুজোর আগে দারুণ সুখবর! কলকাতা থেকে মিজোরাম এক ট্রেনে, নয়া রেলপ্রকল্পের উদ্বোধন মোদীর

ডিজিটাল ইকোনমির জন্য লাভজনক

এই নতুন UPI Rule Change শুধু ব্যক্তিগত ব্যবহারকারীদের নয়, গোটা ডিজিটাল ইকোনমির জন্যই লাভজনক। এখন ব্যবসায়ীরা সহজেই একবারে বড় অঙ্কের টাকা দিতে পারবেন। এতে ব্যাংকিং খরচ ও সময় দুটোই কমবে। এছাড়া সরকারের দিক থেকেও এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ যত বেশি মানুষ ডিজিটাল পেমেন্ট করবেন, ততই ক্যাশলেস ইকোনমির দিকে দেশ এগোবে। এতে স্বচ্ছতা বাড়বে, ট্যাক্স কালেকশন সহজ হবে এবং জালিয়াতির সুযোগও কমে আসবে।

ভবিষ্যতে আরও পরিবর্তন আসতে পারে

বিশেষজ্ঞরা বলছেন, ইউপিআইয়ের জনপ্রিয়তা আগামী দিনে আরও বাড়বে। তাই ভবিষ্যতে আরও কিছু ক্ষেত্রে সীমা বাড়ানো হতে পারে। যেমন শিক্ষা খাতে বড় অঙ্কের ফি, হাসপাতালের বিল বা গাড়ি কেনার মতো ক্ষেত্রে এই সুবিধা চালু হতে পারে। এখনই অনেকে গাড়ি বা বাড়ির বুকিংয়ের সময় ইউপিআই ব্যবহার করতে চান। তবে এত বড় লেনদেনের অনুমতি নেই বলে তাঁরা অন্য উপায় বেছে নিতে বাধ্য হন। তাই ভবিষ্যতে নতুন UPI Rule Change আরও বিস্তৃত হলে সাধারণ মানুষ আরও বেশি সুবিধা পাবেন।

অবশ্যই দেখবেন: সুখবর! ২২ সেপ্টেম্বর থেকে সস্তা হচ্ছে ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম, বদল এল GST হারে

ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারত ইতিমধ্যেই বিশ্বের শীর্ষে পৌঁছে গেছে। এই যাত্রায় ইউপিআই-এর অবদান সবচেয়ে বেশি। সহজ, নিরাপদ এবং বিনা খরচে লেনদেন করার সুবিধার জন্য এখন ছোট থেকে বড়—সবাই ইউপিআই ব্যবহার করছেন। এবার নতুন UPI Rule Change ব্যবসায়িক লেনদেনকে আরও সহজ করে তুলবে। ইনস্যুরেন্স, লোন ইএমআই, ট্র্যাভেল বা ক্যাপিটাল মার্কেটে বড় অঙ্কের পেমেন্ট এখন থেকে একবারেই করা সম্ভব হবে। তবে ব্যক্তিগত লেনদেনে আগের সীমাই বজায় থাকছে। সব মিলিয়ে বলা যায়, এই পদক্ষেপ দেশের ডিজিটাল ইকোনমিকে আরও শক্তিশালী করবে। আর সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী—সবাই এর সুবিধা পাবেন।

Disclaimer

এই লেখাটি শুধুমাত্র তথ্য প্রদানের উদ্দেশ্যে লেখা হয়েছে। এখানে উল্লেখিত নিয়ম এবং সীমা এনপিসিআই-এর বর্তমান নীতি অনুযায়ী। ভবিষ্যতে এই নিয়ম পরিবর্তিত হতে পারে। পাঠকদের পরামর্শ দেওয়া হচ্ছে যে লেনদেন করার আগে নিজ নিজ ব্যাংক বা এনপিসিআই-এর অফিসিয়াল সোর্স থেকে সর্বশেষ তথ্য জেনে নিন।

অবশ্যই দেখবেন: পুজোর পরেই বেরোচ্ছে SSC শিক্ষক নিয়োগের ফলাফল! গুরুত্বপূর্ণ তারিখ জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon