Ajker Rashifal 7 December: আজ শনিবার বছরের শেষ মাস ডিসেম্বরের ৭ তারিখ। আজই গ্রহরাজ শনির আশীর্বাদে রাশি চক্রের পাঁচ রাশির ভাগ্য বদলে যেতে চলেছে। বিশেষ যোগে আটকে থাকা কাজ আজ শেষ হয়ে নতুন আয়ের পথ খুলতে চলেছে কিছু রাশির ক্ষেত্রে। কারো আবার ব্যবসায় আসতে চলেছে প্রচুর লাভ। ভালো খারাপ সব মিলিয়েই কাটে দিন। চলুন জেনে নিই কি আছে আপনার কপালে।
Ajker Rashifal 7 December
মেষ: আজ উন্নতির সম্ভাবনা থাকছে। কাজের চাপ থাকবে। তবে সামলে নিতে পারবেন। দক্ষতার জোরে সব সমস্যার সমাধান হবে। পরিবারের সদস্যদের পাশে পাবেন।
বৃষ: প্রেমে নতুন টুইস্ট আসবে। নতুন কাজ হতে পারে। ব্যবসায় ভালো সময় আসবে। নতুন বিনিয়োগ করবেন না। কাজ সময় শেষ করার চেষ্টা করুন।
মিথুন: চাকরি ক্ষেত্রে সমস্যা হতে পারে। কাজের চাপে মন অশান্ত থাকতে পারে। অতিরিক্ত বাড়তি কাজে মাথা ঘামাবেন না। অভিজ্ঞদের পরামর্শ নিন। সমস্যা সমাধান হবেই।
Read More: অগস্টেই সুখবর! দ্বিগুণ টাকা আসছে লক্ষ্মীর ভাণ্ডারে? জেনে নিন নয়া আপডেট
Ajker Rashifal 7 December
কর্কট: বাড়তি বিনিয়োগের জন্য অপেক্ষা করুন। ধৈর্য্য ধরতে হবে। ভালো খবর পেতে পারেন। পরিবারে ভালো সময় কাটবে। শান্তি থাকবে।
সিংহ: সপ্তাহের শেষ উল্লেখযোগ্য হতে পারে। বুদ্ধির সাথে পরিস্থিতির মোকাবিলা করুন। শেষ পর্যন্ত ফল পাবেন। বছরের শেষে প্রিয় কিছু উপহার পেতে পারেন।
কন্যা: ব্যবসায়ীদের দিনটি শুভ হতে চলেছে। দিনভর ব্যবসা ইতিবাচক কাটবে। শেয়ার বাজারে বিনিয়োগের ভাবনা দূরে রাখুন। শিল্পীদের জন্য দিনটি ভালো যাবে।
Read More: দুর্গারূপে ফিরলেন শ্বেতা ভট্টাচার্য! কোন চ্যানেলে দেখা যাবে এই মেগা কামব্যাক?
Ajker Rashifal 7 December
তুলা: টাকা পয়সার চিন্তা থাকবে। অর্থের কারণে কাজে বাধা আসবেনা। পরিকল্পনা করে কাজ করুন। সফলতা আসবেই। কাজের জন্য বাইরে যাওয়া যেতে পারে।
বৃশ্চিক: আপনার আজকের দিনটি স্বাভাবিক হতে চলেছে। আর্থিক অবস্থা চলনসই হবে। অতিরিক্ত খরচ করবেন না। স্ত্রীর পরামর্শ নিন। টাকার সমস্যা হতে পারে।
ধনু: শত্রুর বাঁধায় বিলম্ব হলেও কাজ এগোবে। অকারণে কোনো কিছুতে জড়াবেন না। নতুন কাজের সন্ধান না করলে বিপদ হবে। গুরুজনের অসুস্থতায় চিন্তা বাড়বে।
Read More: বজরংবলীর আশীর্বাদে দুর্ভাগ্য কাটিয়ে উঠবে এই ৩ রাশি! আজকের রাশিফল, ২২ জুলাই
Ajker Rashifal 7 December
মকর: শারীরিক বিষয়ে নজর দিতে হবে। কাছের কারো শারীরিক সমস্যা চিন্তায় ফেলবে। মন অস্থির থাকবে। কাজের সুত্রে ভ্রমণ হবে।
কুম্ভ: অফিসে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। অতিরিক্ত কাজ করার প্রয়োজন নেই। অপবাদ জুটতে পারে। যোগ্যতার বিচারে আজ কারো কাছে পরাজিত হতে পারেন।
মীন: সম্পত্তি কেনা বেচার আলোচনা হতে পারে। নতুন কোনো পরিচয় বড় সাহায্য করতে পারে। দুর সম্পর্কের আত্মীয় সমস্যা করতে পারে। আবেগ নিয়ন্ত্রণ না করলে সমস্যা বাড়বে।