Lakshmi Bhandar Prakalpa: পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম জনপ্রিয় হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmi Bhandar Prakalpa) । রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এই প্রকল্পের শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
Lakshmi Bhandar Prakalpa Details
এই প্রকল্পের অধীনে সাধারণ মহিলারা মাসে ১০০০ এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে ১২০০ টাকা পেয়ে থাকেন। মাঝেমধ্যেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে নানান আপডেট সামনে আসে। এবার এই ভাতা নিয়ে বড় ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, এই প্রকল্পে বয়সসীমার ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে।
Read More: পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম! রোজ মাত্র ৫০ টাকা পোস্ট অফিসে বিনিয়োগ করলেই পাবেন ৩৫ লক্ষ টাকা
Lakshmi Bhandar Prakalpa Eligibility
এতদিন পর্যন্ত ২৫-৬০ বছর বয়সী মহিলারা এই প্রকল্পের সুবিধা লাভ করতেন। তবে এবার এই নিয়মের রদবদল করা হচ্ছে। সন্দেশখালীতে বক্তৃতা রাখতে গিয়ে রাজ্যের সাধারণ মহিলাদের বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রপকরা, যতদিন বাঁচবেন এই ভাতা পাবেন। একই সঙ্গে সেই সভায় স্বাস্থ্যসাথী নিয়েও বিশেষ মন্তব্য রাখেন তিনি।
Lakshmi Bhandar Prakalpa Update 2025
এদিকে এতদিন পর্যন্ত ৬০ বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতেন সাধারণ মহিলারা। তবে এবার মুখ্যমন্ত্রীর কথায় স্পষ্ট যে এই নিয়মের বদল ঘটানো হবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। একই সঙ্গে নতুন বছরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে আরও কড়া নিয়ম মানতে হবে সুবিধাভোগীদের। অন্যথায় জানুয়ারি মাস থেকেই বন্ধ হয়ে যাবে ভাতা।