Weather Update – সরস্বতী পুজোয় বাড়বে তাপমাত্রা! আসতে পারে বৃষ্টি!!

কয়েকটা দিন পরেই রয়েছে সরস্বতী পুজো (Saraswati Pujo)। সরস্বতী পূজা মানে হালকা রোদ বৃষ্টির খেলা। তার সাথে দোসর হয়, ঠান্ডা হিমেল হাওয়া। সকালবেলা তড়িঘড়ি ঘুম থেকে উঠে গায়ে হলুদ মেখে স্নান করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হয়। তবে এবার আর এই সমস্যা পোহাতে হবে না। তার কারণ সরস্বতী পূজার আগে ...

Updated on:

Weather Update - সরস্বতী পুজোয় বাড়বে তাপমাত্রা! আসতে পারে বৃষ্টি!!

কয়েকটা দিন পরেই রয়েছে সরস্বতী পুজো (Saraswati Pujo)। সরস্বতী পূজা মানে হালকা রোদ বৃষ্টির খেলা। তার সাথে দোসর হয়, ঠান্ডা হিমেল হাওয়া। সকালবেলা তড়িঘড়ি ঘুম থেকে উঠে গায়ে হলুদ মেখে স্নান করতে গিয়ে ব্যাপক সমস্যায় পড়তে হয়। তবে এবার আর এই সমস্যা পোহাতে হবে না। তার কারণ সরস্বতী পূজার আগে উধাও হয়ে গিয়েছে শীত। সরস্বতী পুজোয় আর শীত পড়বে না এমনটাই ধরে নিয়েছে আমজনতা। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। হু হু করে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াসে।

দক্ষিণ বঙ্গ (Weather Update):

কে বলবে এটা শীতকাল। স্বাভাবিকের চেয়ে প্রায় ৭° বেশি হয়ে গিয়েছে তাপমাত্রা। বুধ এবং বৃহস্পতিবার রেকর্ড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আদ্রতা বৃদ্ধি পেয়েছে বাতাসে। ৯৩% পর্যন্ত জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বাতাসে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এখানেই শেষ নয়, এবার আরো ৪° তাপমাত্রা বাড়বে। অর্থাৎ শীতের মধ্যেই চলে আসবে গ্রীষ্মকাল। সরস্বতী পূজার (Saraswati Pujo) মাঝেই ঢুকে পড়তে পারে পশ্চিমি ঝঞ্ঝা। আর তার প্রভাবে অনেকটাই বেড়ে যেতে পারে তাপমাত্রা। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তাপমাত্রা আরো কয়েকগুণ বেড়ে যেতে পারে। আলিপুর আবহাওয়া অফিস আরো জানিয়েছে এখন আর পাকাপাকিভাবে শীত পড়ার কোন সম্ভাবনা নেই। বরং কলকাতা সহ তৎসঙ্গ এলাকার তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে।

উত্তরবঙ্গ (Weather Update):

উত্তরবঙ্গে আবহাওয়ার (Weather Update) বিশেষ পরিবর্তন না হলেও শীতের আমেজ বজায় থাকবে। দার্জিলিং এবং কালিংপং জেলার কিছু অঞ্চলে তুষারপাত হতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলা গুলিতে। ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদহ জেলা। দক্ষিণবঙ্গের শুক্র এবং শনিবার ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা। সরস্বতী পুজোর সকাল থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের ঝিকিমিকি দেখা দিবে। সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়লেও সরস্বতী পুজোর পরে কিছুটা নামতে পারে তাপমাত্রা।

Ananya Goswami

I am a Literature student, and work for Tollywood Online as a content writer as Writing is one of my hobby and passion. Here in Tollywood Online i write in various topics with research and content writing.
WhatsApp Icon