Jio recharge : ২০০ টাকার কমে নতুন প্ল্যান আনলো জিও! মিলবে আনলিমিটেড ডেটা

জিওর (Jio) নতুন প্ল্যান: প্রথমে জিও তার দেখাদেখি অন্যান্য বেসরকারি সংস্থাগুলি বাড়িয়ে দেয় তাদের রিচার্জ প্ল্যান। শুধু তাই নয় রিচার্জ না করলে বন্ধ হয়ে যেত টেলিকম পরিষেবা। তবে ট্রাই দিয়েছে বড় নির্দেশ। আর বন্ধ করা যাবে না মোবাইল পরিষেবা। ইতিমধ্যেই গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখে জিও এবার একটি বন্ধ করে ...

Updated on:

Jio recharge : ২০০ টাকার কমে নতুন প্ল্যান আনলো জিও! মিলবে আনলিমিটেড ডেটা

জিওর (Jio) নতুন প্ল্যান: প্রথমে জিও তার দেখাদেখি অন্যান্য বেসরকারি সংস্থাগুলি বাড়িয়ে দেয় তাদের রিচার্জ প্ল্যান। শুধু তাই নয় রিচার্জ না করলে বন্ধ হয়ে যেত টেলিকম পরিষেবা। তবে ট্রাই দিয়েছে বড় নির্দেশ। আর বন্ধ করা যাবে না মোবাইল পরিষেবা। ইতিমধ্যেই গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখে জিও এবার একটি বন্ধ করে দেওয়া ভ্যালু প্ল্যান লঞ্চ করেছে। সবচেয়ে কম টাকা এখানে রিচার্জ করতে পারবেন গ্রাহকরা।

প্রিপেইড ভ্যালু প্ল্যান আগেই তুলে নিয়েছিল মুকেশ আম্বানির সংস্থা। তবে এবার কোম্পানি আরো একবার ভ্যালু প্যাক চালু করেছে। এবার তারা এফোর্টেবল প্যাক ক্যাটেগরি লঞ্চ করেছে। যেখানে সাধারণ মানুষ তাদের সুবিধা মতন রিচার্জ ভ্যালু পেতে পারেন। ১৮৯ টাকার প্ল্যান বেশ কয়েক বছর আগে লঞ্চ করেছিল জিও কিন্তু সেই প্ল্যান তারা উঠিয়ে নিয়েছিল বাজার থেকে। এই প্ল্যানে রিচার্জ করলে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কলিং লিমিটেড ডেটা এবং ১০০ টি এসএমএসের সুবিধা। নতুনভাবে এই প্ল্যান লঞ্চ করায় স্বাভাবিকভাবেই খুশির জোয়ার গ্রাহকদের মধ্যে।

  • ১৮৯ টাকার প্ল্যান: এই ১৮৯ টাকার প্ল্যানে বহু সুবিধা পাবেন গ্রাহকরা। একদিকে যেমন ২৮ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে অন্যদিকে ২ জিবি হাই স্পিড ডেটা উপলব্ধ থাকবে। এছাড়া আনলিমিটেড কলিং সুবিধা তো থাকছে। তবে ২৮ দিনের জন্য মোট তিনশটি এসএমএস সুবিধা পাওয়া যাবে। এর সাথে জিও টিভি জিও সিনেমা এবং জিও ক্লাউড সাবস্ক্রিপশন করতে পারবেন নিজের ফোনে। এই বেস্ট প্ল্যান নতুন বছরে গ্রাহকদের জন্য এক বিরাট উপহার বলছে জিও।

Ananya Goswami

I am a Literature student, and work for Tollywood Online as a content writer as Writing is one of my hobby and passion. Here in Tollywood Online i write in various topics with research and content writing.
WhatsApp Icon