Ekchokho.com 🇮🇳

BSNL: বিএসএনএল সংস্থার তরফে এলো নতুন প্ল্যান, সহজেই ১৬০ দিন চালু থাকবে সিম

BSNL: ভারতীয় টেলিকম জগতে বিপ্লব আনতে চলেছে BSNL সংস্থাটি। অন্যান্য বেসরকারি সংস্থাগুলিকে টেক্কা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাহকদের পছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছে BSNL সংস্থাটি। এবার একটানা কোনো দামী রিচার্জের ঝঞ্ঝাট ছাড়াই ১৬০ দিন সিম চালু রাখার ব্যবস্থা করে দিচ্ছে এই সরকারি টেলিকম সংস্থাটি। জানা যাচ্ছে সংস্থার তরফে একটি নতুন সস্তা ...

Updated on:

BSNL

BSNL: ভারতীয় টেলিকম জগতে বিপ্লব আনতে চলেছে BSNL সংস্থাটি। অন্যান্য বেসরকারি সংস্থাগুলিকে টেক্কা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাহকদের পছন্দের তালিকার শীর্ষে উঠে এসেছে BSNL সংস্থাটি। এবার একটানা কোনো দামী রিচার্জের ঝঞ্ঝাট ছাড়াই ১৬০ দিন সিম চালু রাখার ব্যবস্থা করে দিচ্ছে এই সরকারি টেলিকম সংস্থাটি। জানা যাচ্ছে সংস্থার তরফে একটি নতুন সস্তা রিচার্জের মাধ্যমে আনলিমিটেড কলিং সহ ডেটা ব্যবহারের সুবিধা দিচ্ছে। যা এর উপভোক্তাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে খবর।

BSNL সংস্থার সস্তা রিচার্জ প্ল্যান

সংস্থাটি নিজেদের আরও একটি সস্তা প্ল্যানের মাধ্যমে বেসরকারি টেলিকম সংস্থাগুলির মধ্যে সাড়া ফেলে দিয়েছে। এই নতুন প্ল্যানের মাধ্যমে BSNL ব্যবহারকারীরা কম খরচ করে দীর্ঘ মেয়াদী পরিষেবা পেতে চলেছেন বলে জানাচ্ছে সংস্থাটি। ভারত সঞ্চার লিমিটেড বা BSNL তাদের পরিষেবা আরও ভালো করার জন্য তৎপর রয়েছে। গোটা দেশে এখনো পর্যন্ত ৬৫,০০০ এর বেশি 4G মোবাইল টাওয়ার বসিয়েছে সংস্থাটি। এছাড়াও সংস্থার তরফে আরও ১লক্ষ নতুন টাওয়ার বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে খবর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৬০ দিনের সস্তা প্ল্যান

BSNL সংস্থার এই নতুন প্ল্যানের দাম রয়েছে মাত্র ৯৯৭ টাকা। যা মাসে ২০০ টাকারও কম খরচ হবে গ্রাহকদের। আর এই স্বল্প মূল্যে আনলিমিটেড পরিষেবা পাবে গ্রাহকরা। এছাড়াও প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা সহ ১০০টি এসএমএসের সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে মোট ৩২০ জিবি ডেটার সুবিধা পাওয়া যাবে। এছাড়াও কিছু বিশেষ পরিষেবার ব্যাবস্থাও থাকছে সংস্থার তরফে। বিশদে জানতে BSNL সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।

এছাড়াও থাকছে ডেটা ছাড়া সস্তা প্ল্যানের সুযোগ

BSNL সংস্থার নিজস্ব ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য সবচেয়ে সস্তার প্ল্যানটির মূল্য রয়েছে মাত্র ৯৯ টাকা। এর বৈধতা থাকছে ১৭ দিনের। এই প্ল্যানের সাথে গ্রাহকরা বিনামূল্যে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবে গ্রাহকরা। সংস্থার এইসব সস্তা প্ল্যানগুলি গ্রাহকদের কাছে সংস্থাকে আরও জনপ্রিয় করে তুলছে। মূলত এর দীর্ঘমেয়াদি পরিষেবা, বৈধতা এবং আকর্ষণীয় সুবিধার জন্যই ভারতীয় টেলিকম জগতে সংস্থাটি বিশেষ জনপ্রিয়তা পাচ্ছে।

আরও পড়ুন: Ration: রেশনের চাল হবে আরও পুষ্টিকর! কানাডার সংস্থার সঙ্গে চুক্তি করল রাজ্য সরকার