Google Pay: বর্তমান যুগে ডিজিটাল পেমেন্ট ছাড়া লেনদেন কল্পনাও করা যায় না। নগদ অর্থ বহন না করেই অনায়াসে ইউপিআই (UPI) পরিষেবার মাধ্যমে টাকা পাঠানো, বিল মেটানো বা অনলাইন শপিং করা যায়। প্রযুক্তির এই যুগে গুগল পে (Google Pay) অন্যতম জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু এবার এই সুবিধাজনক লেনদেন ব্যবস্থায় কিছু পরিবর্তন আসতে চলেছে। ব্যবহারকারীদের বিনামূল্যে লেনদেনের অভ্যাস এবার বদলে যেতে পারে।
Google Pay কোন লেনদেনে বসতে চলেছে চার্জ?
গুগল পে সম্প্রতি ঘোষণা করেছে যে কিছু নির্দিষ্ট লেনদেনের ক্ষেত্রে চার্জ ধার্য করা হবে। বিশেষত, ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে ইউপিআই লেনদেন করলে ০.৫ থেকে ১ শতাংশ পর্যন্ত প্রসেসিং ফি কাটা হবে, যা নির্ভর করবে লেনদেনের পরিমাণের উপর। এর সঙ্গেই যুক্ত হবে অতিরিক্ত জিএসটি (GST)। তবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে কোনো চার্জ ধার্য করা হবে না। মূলত, ইউটিলিটি বিল যেমন বিদ্যুৎ, গ্যাস, জল ও মোবাইল রিচার্জের ক্ষেত্রে ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে এই চার্জ কার্যকর হবে।
Google Pay প্রথমবার নয়, আগেও বসেছে চার্জ!
গুগল পে এবারই প্রথম কনভেনিয়েন্স ফি বসাচ্ছে না। এক বছর আগেই নির্দিষ্ট কিছু মোবাইল রিচার্জের ক্ষেত্রে ৩ টাকা সার্ভিস চার্জ ধার্য করা হয়েছিল। সম্প্রতি এক গ্রাহক বিদ্যুতের বিল পরিশোধ করতে গিয়ে দেখেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১৫ টাকা অতিরিক্ত কাটা হয়েছে। লেনদেনের সময় এটিকে “প্রসেসিং ফি ফর ডেবিট অ্যান্ড ক্রেডিট কার্ড ট্রানজাকশন” হিসাবে উল্লেখ করা হয়েছে। এর মূল কারণ হল ফিনটেক কোম্পানিগুলির অতিরিক্ত খরচ কমানো এবং ইউপিআই-ভিত্তিক লেনদেনের ভারসাম্য বজায় রাখা।
Read More: এখনই বিদায় নয় বর্ষার! রাজ্যের ৬ জেলায় মঙ্গলেও ভারী বৃষ্টির পূর্বাভাস, কোথায় কোথায় জারি সতর্কতা?
Google Pay ভারতে গুগল পে-র বিশাল প্রভাব
বর্তমানে ভারতের ডিজিটাল পেমেন্ট মার্কেটে গুগল পে-র গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ভারতের মোট ইউপিআই লেনদেনের ৩৭ শতাংশই হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে, যা ফোন-পে (PhonePe)-র পর দ্বিতীয় স্থানে রয়েছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে গুগল পে-তে ৮.২৬ লক্ষ কোটি টাকার ইউপিআই লেনদেন হয়েছে। এই বিপুল লেনদেন সামলাতে এবং প্ল্যাটফর্মের আর্থিক ভারসাম্য বজায় রাখতে এই চার্জ বসানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
Google Pay ভবিষ্যতে আরও পরিবর্তন আসবে?
বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে আরও ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম এই ধরনের চার্জ চালু করতে পারে। ফোন-পে আগেই কনভেনিয়েন্স ফি চালু করেছিল, এবার গুগল পে-ও একই পথ অনুসরণ করল। এর ফলে ইউপিআই লেনদেনে নতুন পরিবর্তন আসতে পারে এবং ব্যবহারকারীদের বিকল্প খুঁজতে হতে পারে। তবে গুগল পে স্পষ্টভাবে জানিয়েছে, ব্যাঙ্ক লিঙ্কড ইউপিআই পেমেন্টে কোনো চার্জ লাগবে না। ব্যবহারকারীদের এখন সতর্ক থাকতে হবে এবং লেনদেনের সময় অতিরিক্ত চার্জ সংক্রান্ত তথ্য ভালোভাবে দেখে নিতে হবে।
আরও পড়ুন: Rekha Gupta: দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্ত! তাঁর কত টাকার সম্পত্তি? কতদূর পড়াশোনা?





