Bank Rules Will Change From April: ১লা এপ্রিল থেকে এই ৬টি বদল আসছে ব্যাঙ্কিং সেক্টরে; প্রভাবিত হবেন সাধারণ মানুষ! জানুন বিস্তারিত

Bank Rules Will Change From April: বর্তমান দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রতিনিয়ত কোনো না কোনো কারণে সকলেরই ব্যাঙ্কিং পরিষেবা নেওয়া দরকার পড়ে। সে টাকাপয়সা সংক্রান্ত লেনদেন হোক বা FD ও অন্যান্য সঞ্চয় স্কিমের ক্ষেত্রেই হোক ব্যাঙ্কের সঙ্গে মানুষ জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। তবে আগামী ১লা এপ্রিল ...

Updated on:

Bank Rules Will Change From April: বর্তমান দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। প্রতিনিয়ত কোনো না কোনো কারণে সকলেরই ব্যাঙ্কিং পরিষেবা নেওয়া দরকার পড়ে। সে টাকাপয়সা সংক্রান্ত লেনদেন হোক বা FD ও অন্যান্য সঞ্চয় স্কিমের ক্ষেত্রেই হোক ব্যাঙ্কের সঙ্গে মানুষ জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। তবে আগামী ১লা এপ্রিল থেকে ব্যাঙ্কিং সেক্টরে কিছু পরিবর্তন আসছে (Bank Rules Change) যা না জানলে পড়তে হতে পারে সমস্যার মধ্যে। এই নতুন নিয়মগুলি অ্যাকাউন্টধারীদের উপর সরাসরি প্রভাব ফেলবে। আজকের প্রতিবেদনে ব্যাঙ্কিং সেক্টরের ৬টি গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Bank Rules Will Change From April:

ন্যূনতম ব্যালেন্সের ক্ষেত্রে নিয়মের রদবদল:

দেশের বিভিন্ন বড় বড় ব্যাঙ্ক, বিশেষত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), কানাড়া ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনতেচ লেছে। আগামী এপ্রিল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রাহকদের শহর, মফস্বল বা গ্রামভিত্তিক ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে হবে। অর্থাৎ, নির্ধারিত পরিমাণের কম ব্যালেন্স থাকলে গুনতে হতে পারে জরিমানা এমনকি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টও।

ATM লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম:

এপ্রিল থেকে ATM থেকে নগদ টাকা তোলার ক্ষেত্রেও বিরাট পরিবর্তন আনা হচ্ছে। এবার থেকে বিভিন্ন ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বিনামূল্যে লেনদেনের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ এবার থেকে অন্য ব্যাঙ্কের ATM ব্যবহার করে বিনামূল্যে সর্বোচ্চ তিনবার টাকা তোলা যাবে। এর বেশি টাকা তুলতে গেলে অতিরিক্ত চার্জ হিসাবে গুনতে হবে ২০-২৫ টাকা।

চেকের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম:

চেক লেনদেনকে আরো নিরাপদ করতে এবার থেকে কিছু ব্যাঙ্ক চালু করতে চলেছে পজিটিভ পে সিস্টেম অর্থাৎ, ৫০০০ টাকার বেশি চেক জমা করার আগে গ্রাহকদের সমস্ত তথ্য ব্যাঙ্ককে জমা করতে হবে। এর ফলে প্রতারণার ঘটনা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে এবং ব্যাঙ্কিং খাতেও সুরক্ষা বজায় থাকবে।

উন্নত হতে চলেছে ডিজিটাল ব্যাঙ্কিং:

ব্যাঙ্কিং পরিষেবার মানকে আরো আধুনিক করে তুলতে বিভিন্ন ব্যাঙ্ক এবার AI চ্যাটবট এবং উন্নত কিছু ডিজিটাল ফিচার শুরু করতে চলেছে। পাশাপাশি নিরাপত্তার জন্য ব্যবহার করা হতে পড়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশনও। যা নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তুলবে। ফলে ডিজিটাল লেনদেন হবে আরও অনেক বেশি সুরক্ষিত।

সেভিংস অ্যাকাউন্ট ও FD-এর সুদের হারেও পরিবর্তন:

আগামী ১লা এপ্রিল থেকে পরিবর্তন হতে পারে সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটর সুদের হার। জানা যাচ্ছে, বিভিন্ন ব্যাঙ্ক তাদের সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হারে পরিবর্তন আনতে চলেছে। সূত্র অনুযায়ী, এবার থেকে সুদের হার নির্ভর করবে অ্যাকাউন্টে থাকা ব্যালেন্সের উপরে। ফলে সুদ পাওয়ার নিয়মে কিছুটা পরিবর্তন আসবে, যার প্রভাব পড়বে সরাসরি গ্রাহকদের উপর।

ক্রেডিট কার্ড সংক্রান্ত পরিবর্তন;

ইতিমধ্যে SBI এবং IDFC ফার্স্ট ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ড সংক্রান্ত কিছু সুবিধা বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে। জানা যাচ্ছে, ক্লাব ভিস্তারা SBI প্রাইম ক্রেডিট কার্ড এবং ক্লাব ভিস্তারা SBI ক্রেডিট কার্ডের টিকিট ভাউচারের সুবিধা বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট কিছু খরচের উপর দেওয়া মিলস্টোন বেনিফিটও তুলে নেওয়া হবে এপ্রিল থেকে। যার প্রভাব সরাসরি গ্রাহকদের উপর পড়বে।

গ্রাহকদের করণীয়:

নতুন নিয়মগুলির জন্য সাধারণ গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবাতে কিছুটা পরিবর্তন আসবে অর্থাৎ গ্রাহকদের এই নতুন নিয়মগুলির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে। তাই আগে থেকেই ব্যাঙ্কের নতুন নিয়ম সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে ন্যূনতম ব্যালেন্স, ATM লেনদেনের নিয়ম ও  সংক্রান্ত নিয়মগুলি ভালোভাবে জেনে ব্যাঙ্কিং পরিষেবা নেওয়া উচিত।

আরও পড়ুন। Longest Nonstop Train: একটানা ৫০০ কিলোমিটার পথ চলে এই ট্রেন, জানেন ভারতের দীর্ঘতম নন-স্টপ ট্রেন কোনটি?

WhatsApp Icon