Ekchokho.com 🇮🇳

Summer Vacation 2025: গরমের লম্বা ছুটির বদলে বিকল্প ব্যবস্থা! স্কুলে পঠন পাঠন জারি রাখতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের 

Summer Vacation 2025: বৈশাখ মাস শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি। কিন্তু তার আগে থেকেই উত্তরোত্তর চড়ছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। একটু বেলা হলেই দরকার ছাড়া বাইরে বেরোতে চাইছেন না কেউই। এমতাবস্থায় ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের এবং পঠন পাঠনের কথা মাথায় রেখে সরকারের তরফে বেশ কিছু পদক্ষেপ ...

Published on:

Summer Vacation

Summer Vacation 2025: বৈশাখ মাস শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি। কিন্তু তার আগে থেকেই উত্তরোত্তর চড়ছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যে তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ। একটু বেলা হলেই দরকার ছাড়া বাইরে বেরোতে চাইছেন না কেউই। এমতাবস্থায় ছাত্র ছাত্রীদের স্বাস্থ্যের এবং পঠন পাঠনের কথা মাথায় রেখে সরকারের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি গরমের ছুটি (Summer Vacation) নিয়ে কী করা যায় সেই বিষয়েও শুরু হয়েছে দফায় দফায় বৈঠক।

সবেমাত্র এপ্রিল মাস শুরু হয়েছে কিন্তু রাজ্যের প্রতিটি স্কুলেই গরমের ছুটি পড়ে মে মাস থেকে। তবে এপ্রিলে যে হারে তাপমাত্রার পারদ চড়ছে তাতে স্কুলে পড়ুয়াদের ক্লাস করানো কীভাবে সম্ভব সেই নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যে এই বিষয়ে বিভিন্ন শিক্ষক মহল থেকে শুরু করে অভিভাবকরা প্রশ্ন তুলেছেন। তবে গরমের ছুটি (Summer Vacation) নিয়ে কোনো দ্রুত সিদ্ধান্তের পরিবর্তে জেলাভিত্তিক রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে চায় বিকাশ ভবন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কবে থেকে গরমের ছুটি (Summer Vacation) পড়বে স্কুলগুলিতে?

বাংলার স্কুলগুলিতে কবে থেকে গরমের ছুটি পড়ছে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে, মে মাসের ১২-২৩ তারিখ পর্যন্ত গরমের ছুটি দেওয়া হবে শিক্ষার্থীদের। তবে এপ্রিল মাসের শুরুতেই যে হারে গরম বাড়ছে তা রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে জনসাধারণের কাছে।

অন্যদিকে গরমের কারণে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করলে সিলেবাস শেষ করা একপ্রকার অসম্ভব হয়ে যাবে বলে আশঙ্কা করছেন শিক্ষকরা। ইতিমধ্যে রাজ্যের স্কুলগুলিতে এপ্রিল, সেপ্টেম্বর এবং মে মাসে আয়োজিত পরীক্ষার রেজাল্ট অনুসারে সার্বিক মূল্যায়ন করা হয়। যার মধ্যে ইতিমধ্যে এপ্রিলের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এবং এই পরীক্ষা শেষে শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ক্লাস। এই পরিস্থিতিতে সমস্ত সিলেবাস কিভাবে শেষ হবে, সেই নিয়ে চিন্তায় রয়েছেন শিক্ষকরা।

এই বিষয়ে কি জানাচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ?

গরমের ছুটি প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘আমরা অতিরিক্ত ছুটির পক্ষে নই। সেমেস্টার পদ্ধতিতে অতিরিক্ত ছুটি থাকলে টিচিং-লার্নিং প্রসেসে সমস্যা হবে। সামনে উচ্চমাধ্যমিকের তৃতীয় সিমেস্টার। পরিস্থিতি বুঝে দুপুরের বদলে সকালে ক্লাস করাক স্কুলগুলি।’ এমতাবস্থায় আগামী দিনে ছুটি সম্পর্কে সরকার কী সিদ্ধান্ত নেয় তাই দেখার বিষয়।

আরও পড়ুন: Mega Earthquake: মুহুর্তের মধ্যে তছনছ হবে সবকিছু! মহাভূমিকম্পের আশঙ্কা জাপানের! প্রকাশ্যে ভয়ঙ্কর রিপোর্ট