শুধু DA (Dearness Allowance) বৃদ্ধি নয়! এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এল নতুন সুখবর, মিলতে চলেছে ৪২ দিনের বিশেষ ছুটি

DA (Dearness Allowance) : সরকারি চাকরির (Government Job) স্বপ্ন দেখে আজকের বহু মানুষ। কারণ এই চাকরির একাধিক সুবিধা অন্য চাকরির থেকে অনেকটাই বেশি। সরকারি কর্মীদের (Government Employees) নির্দিষ্ট বেতন (Salary), নিশ্চিন্ত ভবিষ্যৎ (Secure Future) এবং বিভিন্ন ভাতা (Allowance)-র পাশাপাশি বারেবারে ছুটির (Leave) সুবিধাও বাড়ানো হয়। ফলে সরকারি চাকরির প্রতি আকর্ষণ ...

Updated on:

শুধু DA (Dearness Allowance) বৃদ্ধি নয়! এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এল নতুন সুখবর, মিলতে চলেছে ৪২ দিনের বিশেষ ছুটি

DA (Dearness Allowance) : সরকারি চাকরির (Government Job) স্বপ্ন দেখে আজকের বহু মানুষ। কারণ এই চাকরির একাধিক সুবিধা অন্য চাকরির থেকে অনেকটাই বেশি। সরকারি কর্মীদের (Government Employees) নির্দিষ্ট বেতন (Salary), নিশ্চিন্ত ভবিষ্যৎ (Secure Future) এবং বিভিন্ন ভাতা (Allowance)-র পাশাপাশি বারেবারে ছুটির (Leave) সুবিধাও বাড়ানো হয়। ফলে সরকারি চাকরির প্রতি আকর্ষণ দিনদিন বেড়েই চলেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমান সময়ে চাকরির চাপ, অফিসের লম্বা সময়, মানসিক চাপ (Mental Pressure) সবকিছুই মানুষের জীবনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই পরিস্থিতিতে সরকারি চাকরি এক আলাদা স্বস্তির জায়গা তৈরি করেছে। কারণ এখানে শুধু বেতন বৃদ্ধি (Salary Hike) নয়, বারেবারে বিভিন্ন সুবিধা (Benefits) ঘোষণা করা হয়। এবারও তেমনই এক সুখবর মিলেছে সরকারি কর্মীদের (Central Government Employees) জন্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

DA (Dearness Allowance) বৃদ্ধির সঙ্গে জুড়ল Extra Leave (অতিরিক্ত ছুটি)

সম্প্রতি কেন্দ্রীয় সরকার (Central Government) তাদের কর্মীদের জন্য ঘোষণা করেছে নতুন DA (Dearness Allowance) বৃদ্ধি। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) আওতায় ২% হারে DA বৃদ্ধি করা হয়েছে। যার ফলে এপ্রিল (April) মাস থেকেই কর্মীরা পাবেন বাড়তি বেতন (Extra Salary)। তবে এখানেই শেষ নয়, DA বাড়ানোর পাশাপাশি সরকার ঘোষণা করেছে আরও এক বড় সুবিধা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Read More: Dearness Allowance: DA বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের, এপ্রিলের বেতনেই মিলবে তিন মাসের বকেয়া

৪২ দিনের Special Leave (বিশেষ ছুটি) নিয়ে DA (Dearness Allowance) জল্পনা তুঙ্গে

সরকারি কর্মীদের জন্য এবার বরাদ্দ করা হচ্ছে অতিরিক্ত ৪২ দিনের ছুটি (42 Days Extra Leave)। তবে এই ছুটি (Leave) সাধারণ বা নিয়মিত ছুটির (Casual Leave/Annual Leave) অন্তর্গত নয়। সরকারি সূত্রে খবর, এই ছুটি কোনও বিশেষ উৎসব  বা নির্দিষ্ট পরিস্থিতিতে প্রয়োগ করা হতে পারে। অনেকে বলছেন, মানসিক চাপ কমানো  ও কর্মীদের আরও উৎসাহিত করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কাদের জন্য এই Extra Leave (অতিরিক্ত ছুটি)? 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ৪২ দিনের বিশেষ ছুটি (42 Days Special Leave) কাদের জন্য প্রযোজ্য? সরকারি সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের (Central Government) অধীনে থাকা নির্দিষ্ট বিভাগ বা ক্যাটাগরির (Specific Category) কর্মীরাই এই সুবিধা (Benefit) পাবেন। তবে এখনও সরকারি নথি (Official Notification) প্রকাশ না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে। মনে করা হচ্ছে, এই ছুটি নির্দিষ্ট শর্ত (Specific Conditions) মেনে দেওয়া হবে। ফলে DA (Dearness Allowance) বৃদ্ধির পাশাপাশি এই বিশেষ ছুটি (Special Leave)-ও সরকারি কর্মীদের কাছে এই বছর বড় পাওনা হতে চলেছে।

Read More: Dearness Allowance: সরকারি কর্মীদের জন্য বড় সুখবর! এক ধাক্কায় ১২% বাড়ছে DA, কবে থেকে কার্যকর?