April Holidays: এপ্রিলে জমে যাবে হোলিডে মুড! টানা ৯ দিনের ছুটি ঘোষণা করল নবান্ন – প্ল্যান করুন আজই

April Holidays: বাজল ছুটির ঘণ্টা! এপ্রিল ২০২৫-এ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নিয়ে এল দারুণ খবর। বাংলা নববর্ষ থেকে গুড ফ্রাইডে— একের পর এক ছুটির দিন নিয়ে হাজির হয়েছে এই মাস। অফিসের ব্যস্ততা ভুলে এবার সময় ভ্যাকেশন প্ল্যানিং করার। এপ্রিল মাসে (April Holidays) কবে কবে ছুটি? দেখে নিন ছুটির ক্যালেন্ডার এবারের এপ্রিল ...

Updated on:

April Holidays

April Holidays: বাজল ছুটির ঘণ্টা! এপ্রিল ২০২৫-এ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নিয়ে এল দারুণ খবর। বাংলা নববর্ষ থেকে গুড ফ্রাইডে— একের পর এক ছুটির দিন নিয়ে হাজির হয়েছে এই মাস। অফিসের ব্যস্ততা ভুলে এবার সময় ভ্যাকেশন প্ল্যানিং করার।

এপ্রিল মাসে (April Holidays) কবে কবে ছুটি? দেখে নিন ছুটির ক্যালেন্ডার

এবারের এপ্রিল মাসে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ছুটি রয়েছে। শুধু শনিবার-রবিবার নয়, থাকছে সপ্তাহের মাঝেও ছুটির ছড়াছড়ি।

📆 তারিখ 📝 উপলক্ষ 🏢 ছুটির ধরন
13 এপ্রিল, রবিবার সাপ্তাহিক ছুটি রবিবার
14 এপ্রিল, সোমবার ডঃ বি আর আম্বেদকর জন্মজয়ন্তী সরকারি ছুটি
15 এপ্রিল, মঙ্গলবার বাংলা নববর্ষ (পয়লা বৈশাখ) সরকারি ছুটি
18 এপ্রিল, শুক্রবার গুড ফ্রাইডে সরকারি ছুটি
19 এপ্রিল, শনিবার সাপ্তাহিক ছুটি শনিবার
20 এপ্রিল, রবিবার সাপ্তাহিক ছুটি রবিবার

🗓️ এই ছুটিগুলোর মাঝে ১৭ ও ১৮ এপ্রিল শুধু কাজের দিন। আপনি যদি এই দুই দিনে Earned Leave (EL) নেন, তাহলে আপনার হাতে থাকবে একটানা ৯ দিনের ছুটি! সুতরাং, ব্যাগ গুছিয়ে প্ল্যান করতে পারেন আপনার পরবর্তী ট্রিপের।

সরকারি কর্মীদের জন্য EL ছুটি: কীভাবে নেবেন অনলাইনে?

Earned Leave (EL) নেওয়ার জন্য আপনাকে আবেদন করতে হবে আগেভাগে, এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে। আপনি চাইলে এটা অনলাইনেই করতে পারেন।

অনলাইন EL আবেদন করার স্টেপ:

  1. 👉 লগইন করুন HRMS পোর্টাল
  2. 👉 আপনার Employee ID ও Password দিয়ে ঢুকুন
  3. 👉 Leave Application মডিউলে যান
  4. 👉 EL নির্বাচন করুন এবং ছুটির দিন উল্লেখ করুন
  5. 👉 প্রয়োজনীয় Reason দিয়ে Submit করুন

✅ আপনি যদি EL ছাড়াও কিছু দিন CL (Casual Leave) নিতে চান, সেটিও সম্ভব — তবে তার জন্য আবেদন আগেভাগে না করলেও চলবে।

কর্মচারীর ছুটি তাঁদের অধিকার

West Bengal Government Employee Federation-এর কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় সম্প্রতি বলেছেন—

“কর্মচারীদের ছুটি নেওয়া তাঁদের অধিকার। সেই অধিকার কখনোই কেড়ে নিতে পারে না সরকার।”

অর্থাৎ, আপনি নিজের প্রাপ্য ছুটির পুরোটা উপভোগ করতে পারেন নির্দ্বিধায়। এপ্রিল ২০২৫ মাসে আপনি যদি ছুটি নিতে চান, তাহলে এখনই পরিকল্পনা শুরু করুন। EL ও CL ছুটিকে কাজে লাগিয়ে একটানা ৯ দিনের ছুটি নিতে পারেন। পরিবার নিয়ে ঘুরে আসুন কিংবা নিজেকে দিন একটু অবকাশ। সরকারি নিয়ম মেনেই আপনার এই ছুটি নেওয়ার অধিকার রয়েছে।

আরও পড়ুন: Daily Horoscope: মা সন্তোষীর আশীর্বাদে রাতারাতি পাল্টে যাবে এই ৩ রাশির ভাগ্য, আজকের রাশিফল ১১ই এপ্রিল

 

Anamika Sen

দেশ-বিদেশের খবর, অর্থনীতি, জ্যোতিষ, চাকরি সংক্রান্ত তথ্য এবং টেকনোলজির জগৎ—এই সব বিষয় নিয়ে লেখার অভিজ্ঞতা রয়েছে।
WhatsApp Icon