জুই নাগ, কলকাতা : আমরা পয়লা বৈশাখ পেরিয়ে এসেছি সবে কয়েকদিন আগে। আর এই সময়টাই হল বিয়ের মরসুম, শুভ অনুষ্ঠান আর গয়নার কেনাকাটার সেরা সময়। এই সময়ে বাড়িতে নতুন গয়না কিনে গৃহস্থালীতে নতুনত্ব আনেন বহু মানুষ। তাই সোনার দাম (Gold Price) বাড়লে চিন্তায় পড়েন অনেকেই। বিশেষ করে যাঁরা এই সময়টায় গয়না কেনার কথা ভাবছিলেন, তাঁদের বাজেটেও প্রভাব পড়ে।
সোনার দাম কমলে স্বস্তির হাওয়া | Gold Price Relief for Buyers
দাম বাড়লে যেমন মাথায় হাত, দাম কমলেও কিন্তু সেটা খবরের শিরোনাম হয়ে ওঠে। পয়লা বৈশাখের পর থেকেই সোনার দাম একনাগাড়ে বেড়েই চলেছিল। বাজারে হু হু করে বেড়ে চলছিল প্রতিদিনের দর। ফলে স্বর্ণপ্রেমীরা কপালে ভাঁজ ফেলছিলেন। কিন্তু শুক্রবার সকালে হঠাৎ করেই দেখা গেল ভিন্ন চিত্র। এতদিনের উর্ধ্বগতির পর আজ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ক্রেতারা।
সোনার বাজারে স্বস্তির হাওয়া আজ শুক্রবারে | Gold Rate Today in Bengal – 18 April 2025
১৮ এপ্রিল শুক্রবার সকালে কলকাতার বাজারে দেখা গিয়েছে সোনার দামে সামান্য পতন। এই পতন বিশেষ করে উপকারে এল সেই সমস্ত সাধারণ মানুষের, যাঁরা গত কয়েকদিন ধরেই দাম পড়ার অপেক্ষায় ছিলেন। ২৪ ক্যারাট, ২২ ক্যারাট এবং ১৮ ক্যারাট – তিন ধরনের সোনারই দর কিছুটা কমেছে। এমনকি রুপোর দামেও কেজিপিছু ২০০ টাকা কমেছে। তবে দাম কত কমেছে, আর এক ভরিতে (Gold Price per 10 grams) কতটা খরচ কমবে – তা জানতে অপেক্ষা আরও একটু।
আজকের দর অনুযায়ী সোনার দাম কত? | Gold Price Today – 24K, 22K, 18K Rate
আজ ১৮ এপ্রিল, শুক্রবার – কলকাতায় সোনার বাজারে যে দাম স্থির হয়েছে তা হল:
- ২৪ ক্যারাট (Fine Gold 995) সোনার দাম ১ গ্রামে ৯৫৪০ টাকা।
- ২২ ক্যারাট সোনার দাম (কেনার সময়) ১ গ্রামে ৯০৬৫ টাকা এবং (বিক্রির সময়) ৮৬৮১ টাকা।
- ১৮ ক্যারাট সোনার দাম ১ গ্রামে ৭৪৪০ টাকা।
অর্থাৎ, এক ভরি (১০ গ্রাম) ২২ ক্যারাট সোনা কিনতে খরচ হবে ৯০,৬৫০ টাকা, যা আগের দিনের তুলনায় প্রায় ৪০০-৫০০ টাকা কম।
গয়না কেনার আগে মাথায় রাখুন কিছু বিষয় | Gold Buying Tips – Hallmark, Purity, Buyback
সোনার গয়না কেনার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে হলমার্ক (Hallmark) আছে কিনা। ২৪ ক্যারাট সবচেয়ে খাঁটি হলেও, গয়না তৈরি হয় মূলত ২২ ক্যারাট আর ১৮ ক্যারাট সোনা দিয়ে। হলমার্কে ক্যারেট, নির্মাণের বছর ও জুয়েলারির আইডেন্টিটি থাকে। এছাড়াও জেনে নিন দোকানে বাইব্যাক (Buyback) সুবিধা আছে কিনা। পুরনো গয়না বদলে নতুন নেওয়ার সুবিধা অনেক জায়গায় মেলে। ফলে বিনিয়োগের জন্য হলেও বা অনুষ্ঠানের জন্য – সোনা কেনার সময় এই বিষয়গুলি খতিয়ে দেখাই বুদ্ধিমানের কাজ। প্রতিদিন সকালে দৈনিক আপডেট পেতে অবশ্যই গুগল করুন-Tollywood Online
অবশ্যই দেখবেন: Gold Price: হনুমান জয়ন্তীতে আগুন ছড়াল সোনার দামে! এক লাফে ২০০০ টাকা বৃদ্ধি, রুপোও ছাড়েনি দৌড়
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |