Ekchokho.com 🇮🇳

ঈশ্বরের ইঙ্গিত? দিঘায় সমুদ্রে ভেসে এল জগন্নাথ মূর্তি! বিসর্জনের পেছনের গল্প শুনলে অবাক হবেন!

আর মাত্র কয়েকটা দিন! আগামী ৩০ এপ্রিল রাজ্যের জনপ্রিয় সমুদ্র পর্যটনকেন্দ্র দিঘায় (Digha Jagannath Mandir) উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির। সমুদ্রের ধারে মহাসমারোহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে গত রবিবার (২১ এপ্রিল) দিঘার সমুদ্রতটে হঠাৎ করেই ভেসে আসে জগন্নাথদেবের একটি কাঠের মূর্তি (Jagannath Sculpture in Digha)। মুহূর্তেই ...

Published on:

Digha Jagannath Mandir

আর মাত্র কয়েকটা দিন! আগামী ৩০ এপ্রিল রাজ্যের জনপ্রিয় সমুদ্র পর্যটনকেন্দ্র দিঘায় (Digha Jagannath Mandir) উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দির। সমুদ্রের ধারে মহাসমারোহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মাঝে গত রবিবার (২১ এপ্রিল) দিঘার সমুদ্রতটে হঠাৎ করেই ভেসে আসে জগন্নাথদেবের একটি কাঠের মূর্তি (Jagannath Sculpture in Digha)। মুহূর্তেই এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়।

সমুদ্রতটে ভেসে এল জগন্নাথ মূর্তি – ঈশ্বরের সংকেত? Digha Jagannath Mandir Jagannath statue washed up on the beach – a sign from God?

বিকেলবেলা দিঘার মাইতিঘাট (Digha Maitighat) এলাকায় হঠাৎ করে দেখা যায় সমুদ্রতটে ভেসে আসা একটি কাঠের মূর্তি। প্রথমে কেউ বুঝতে না পারলেও কিছুক্ষণ পরে স্পষ্ট হয় – এটি জগন্নাথদেবের একটি মূর্তি। সেসময় অনেকেই এই ঘটনাকে ‘ঈশ্বরের সংকেত’ বলে আখ্যা দেন। সাধারণ মানুষ থেকে পর্যটক – সকলেই ভিড় জমাতে শুরু করেন। অনেকে পুজো অরচনা শুরু করেন ওই মূর্তির সামনে। কিন্তু সবার মনে প্রশ্ন—আসলে এই মূর্তি এলো কোথা থেকে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অবশেষে প্রকাশ্যে এল ভেসে আসা মূর্তির রহস্য The mystery of the floating statue has finally been revealed

২৪ ঘণ্টা না কাটতেই সামনে এল এই মূর্তির আসল গল্প। জানা যাচ্ছে, দিঘার পাশের খালাল গোবরা গ্রামের (Khalal Gobra Village) বাসিন্দা কল্পনা জানা-র বাড়িতে দীর্ঘদিন ধরে পূজিত হচ্ছিল এই জগন্নাথ মূর্তি। সম্প্রতি মূর্তিটির একটি হাত ভেঙে যায়। তাই পুরোহিতের পরামর্শে গত রবিবার সকালে মূর্তিটিকে সাগরে বিসর্জন দেওয়া হয়। কিন্তু প্রকৃতির খেয়াল—ঢেউয়ের তোড়ে সেটি আবার উপকূলে ফিরে আসে। স্থানীয় বাসিন্দা কল্পনা জানা বলেন, “মূর্তিটির হাত ভেঙে যাওয়ায় আমরা এটি সাগরে বিসর্জন দিই। বর্তমানে আমরা নতুন একটি মূর্তি তৈরির কাজ শুরু করেছি।”

ফের পুজো ও শ্রদ্ধা নিবেদন – নতুন স্থান পেল মূর্তি Worship and homage again – the statue finds a new place

যদিও এটি পুরনো ও আংশিক ভাঙা মূর্তি, তবুও সমুদ্র থেকে ফিরে আসার ঘটনা অনেকের কাছে এক অলৌকিক ইঙ্গিত। ভোগিব্রাহ্মণপুর (Bhogibramhapur) এলাকার বাসিন্দা অবনী সামন্ত সেই ভাঙা মূর্তিটিকে নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেন। তাঁর মতে, “এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। আমাদের বিশ্বাস ঈশ্বরের বিশেষ সংকেত এটা।”

এরপর মূর্তির সামনে প্রদীপ জ্বেলে, ফুল দিয়ে ভক্তিভরে পুজো করা হয়। স্থানীয়রা ও পর্যটকরা সমবেত হয়ে পূজা দেন এবং প্রসাদ গ্রহণ করেন। দিঘার এই ঘটনা অনেকের কাছেই এক আবেগের বিষয় হয়ে দাঁড়ায়।

জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে ঘটনাটি ঘিরে আলোড়ন

ঘটনাটি সামনে আসার পর সোশ্যাল মিডিয়াতেও (Social Media Viral Jagannath Sculpture) ভাইরাল হয়ে পড়ে ছবি ও ভিডিও। এমনকি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজ থেকেও এই বিষয়ে পোস্ট করা হয়। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, যিনি জগন্নাথ ধাম মন্দির উদ্বোধন কমিটির দায়িত্বে রয়েছেন, তিনি জানান, “গতকাল থেকেই আমরা বিষয়টি নিয়ে নজর রাখছিলাম। সোশ্যাল মিডিয়াতে বিষয়টি ছড়িয়ে পড়ার পর থেকেই সকলেই এই ঘটনার রহস্য জানতে আগ্রহী ছিল। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আমরা ঘটনার মূল উৎস সম্পর্কে জানতে পারলাম।”

দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনক্ষণ

  • 📅 ২৯ এপ্রিল ২০২৫: জগন্নাথদেবের প্রাণ প্রতিষ্ঠা (Pran Pratishtha)
  • ⏰ ৩০ এপ্রিল ২০২৫, দুপুর ২:৩০ মিনিট: দ্বারোদ্ঘাটন (Inauguration)

এই অনুষ্ঠান উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমবে বলে আশা করা হচ্ছে। পর্যটকদের জন্য এটি আরও এক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হয়ে উঠবে। দিঘার পর্যটনে নতুন মাত্রা যোগ করবে এই জগন্নাথ মন্দির।

পর্যটন ও ধর্মীয় আবেগ – একসাথে জোয়ার

দিঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আর এই মন্দির উদ্বোধনের মাধ্যমে দিঘার ধর্মীয় গুরুত্ব যেমন বাড়বে, তেমনি পর্যটনও পাবে নতুন গতি। স্থানীয় ব্যবসা ও হোটেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও এটি হতে চলেছে এক বড় সুযোগ।

সমুদ্রের বুকে ভেসে আসা এক জগন্নাথ মূর্তি যেন আগামী মন্দির উদ্বোধনের আগাম বার্তা। যদিও শেষমেশ জানা গেল এই মূর্তির রহস্য, তবুও মানুষের বিশ্বাস, শ্রদ্ধা এবং আবেগের জায়গা থেকে এই ঘটনা গভীর তাৎপর্যপূর্ণ। আর মাত্র কদিনের অপেক্ষা – তারপরই মহাসমারোহে খোলে যাবে দিঘার জগন্নাথ ধামের দ্বার। আরও আপডেট ও সরকারি স্কিমের তথ্য পেতে আমাদের Tollywood Online নিয়মিত ভিজিট করুন!

অবশ্যই দেখবেন: তীব্র গরমে সরকারের বড় ঘোষণা! পুরনো AC দিলেই মিলবে ৫-স্টার নতুন AC, থাকছে বিশাল ছাড় ও বিদ্যুৎ বিলে রিবেট!