৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া; সারাদিনব্যাপী ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি দক্ষিণের জেলাগুলিতে! কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া? 

Weather Report Today: সোমবার রাতের ঝড় বৃষ্টিতে খানিক স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। সোমবার রাতে কলকাতা সহ ভিজেছে রাজ্যের অন্যান্য জেলাও। আপাতত বেশ মনোরম আবহাওয়া বিরাজ করছে দক্ষিণবঙ্গে। বাংলায় কয়েকদিন এই ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় কালবৈশাখী ...

Updated on:

West Bengal Weather Update

Weather Report Today: সোমবার রাতের ঝড় বৃষ্টিতে খানিক স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। সোমবার রাতে কলকাতা সহ ভিজেছে রাজ্যের অন্যান্য জেলাও। আপাতত বেশ মনোরম আবহাওয়া বিরাজ করছে দক্ষিণবঙ্গে। বাংলায় কয়েকদিন এই ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় কালবৈশাখী হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার আবহাওয়া (Weather Report Today) কেমন থাকবে? আজকের প্রতিবেদনে জানুন বিস্তারিত।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update)

হাওয়া অফিসের বুলেটিন অনুসারে, মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদীয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update): 

মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে।

কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Tomorrow Weather Update): 

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।  

অবশ্যই দেখবেন: আজ দক্ষিণবঙ্গে তাণ্ডব চালাবে ৫০ কিমি বেগের কালবৈশাখী! ৪ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

WhatsApp Icon