অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে দিঘার বুকে গড়ে উঠল এক নতুন তীর্থক্ষেত্র— জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার এই মহাযজ্ঞের আয়োজন করে আজকের দিনটিকে করে তুলেছেন ঐতিহাসিক। বঙ্গবাসীর বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ বাস্তব রূপ পেল সমুদ্রতটের পাশে নীল আকাশকে সাক্ষী রেখে। দিঘার পর্যটন মানচিত্রে এবার যোগ হল ধর্মীয়, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক গুরুত্বসম্পন্ন এই জগন্নাথ মন্দির। এর ফলে শুধুমাত্র পর্যটকদের আকর্ষণই নয়, বাঙালির ধর্মীয় আবেগ ও সংস্কৃতি এক নতুন মাত্রা পেল।
উদ্বোধনের আগে মহাযজ্ঞ: মন্ত্রোচ্চারণে মুখরিত দিঘা (Digha Jagannath Temple)
মঙ্গলবার, অর্থাৎ ২৯ এপ্রিল থেকেই শুরু হয় মহাযজ্ঞ। এই পূজাচর্চা ও আচার অনুষ্ঠান ধর্মীয় আভায় ভরিয়ে তোলে দিঘার বালুকাবেলা। আগত অতিথিদের উপস্থিতিতে এক গভীর আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়।
মহাযজ্ঞের শেষে পূর্ণাহুতি দেন মুখ্যমন্ত্রী নিজে। এ সময় তিনি বলেন:
“সমস্ত ধর্ম-বর্ণের মানুষ এসেছেন এখানে। প্রত্যেকেই আমাদের অতিথি। ধর্ম মুখে প্রচার করে হয় না, এটা হৃদয় ছোঁয়ার ব্যাপার। মা-মাটি-মানুষ ভালো থাকলে আমিও ভালো থাকি। তাই সকলের জন্য প্রার্থনা করছি।”
এই বক্তব্যে মুখ্যমন্ত্রী একজোট ধর্মীয় সহনশীলতার বার্তা দেন যা বাংলা সংস্কৃতির মূল বৈশিষ্ট্য।
টলিউড তারকায় মুখর উদ্বোধনী অনুষ্ঠান
মন্দির উদ্বোধনের দিন বুধবার সকাল থেকেই এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শুরু থেকেই ভক্তিগীতি পরিবেশন করেন প্রখ্যাত শিল্পীরা। কখনও ইমন চক্রবর্তী, কখনও ইন্দ্রনীল সেন কীর্তনে মুগ্ধ করেন দর্শকদের।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড তারকা—
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- দেব
- জুন মালিয়া
- রচনা বন্দ্যোপাধ্যায়
- সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
- দেবলীনা কুমার
- ভিভান ঘোষ
- লাভলি মৈত্র
এছাড়াও মঞ্চ মাতান দুই বিশিষ্ট সংগীতশিল্পী— নচিকেতা চক্রবর্তী ও অদিতি মুন্সি। তাঁদের গানে গানে দর্শক-শ্রোতা অভিভূত হন। অনুষ্ঠানকে আরও গৌরবময় করে তোলেন কবি, সাহিত্যিক, ক্রীড়াবিদ এবং শিল্প-সংস্কৃতির বহু বিশিষ্টজন।
দিঘা হয়ে উঠেছে ধর্ম, সংস্কৃতি ও পর্যটনের মিলনস্থল
এই জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) উদ্বোধনের মাধ্যমে দিঘা এবার শুধু সৈকত শহর নয়, হয়ে উঠেছে একটি আধ্যাত্মিক গন্তব্য। মন্দির নির্মাণের নান্দনিকতা, স্থাপত্যশৈলী এবং সংস্কৃতি-ভিত্তিক ভাবনাচিন্তা পর্যটকদের মধ্যে নতুন আকর্ষণ তৈরি করেছে।
রাজ্য সরকারের তরফ থেকে পর্যটন উন্নয়নের পরিকল্পনায় দিঘাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই মন্দির তারই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। ভবিষ্যতে এখানে ধর্মীয় উৎসব, রথযাত্রা এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বহু মানুষের আগমন ঘটবে বলে আশা করা যায়।
দ্বারোৎঘাটন ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে বুধবার দুপুর আড়াইটে থেকে অনুষ্ঠানের সূচনা হবে। তিনটে নাগাদ মন্দিরের দরজা সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এর পরপরই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে উঠে আসে বাংলার গৌরবময় সংস্কৃতি। এই উদ্বোধন শুধুমাত্র একটি ধর্মীয় বা আধ্যাত্মিক অনুষ্ঠান নয়, এটি এক সাংস্কৃতিক নবজাগরণের প্রতীক, যেখানে ধর্ম, সংগীত, সাহিত্য এবং সমাজ মিলেমিশে একাকার হয়েছে।
অক্ষয় তৃতীয়ার মতো এক শুভদিনে জগন্নাথ মন্দিরের উদ্বোধন শুধুমাত্র ধর্মীয় নয়, এক সাংস্কৃতিক ঐতিহাসিক ঘটনা হয়ে উঠল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই উদ্যোগ বাংলা তথা ভারতের ধর্মীয় পর্যটনকে এক নতুন দিশা দেবে। টলিউড তারকাদের উপস্থিতি, ভক্তিগীতি, মহাযজ্ঞ ও মেলার মতো পরিবেশে এক অনন্য আবহ তৈরি হয়েছে দিঘায়। এখন শুধু সময়ের অপেক্ষা, এই পবিত্র স্থান কিভাবে ভবিষ্যতে মানুষের বিশ্বাস ও পর্যটনের কেন্দ্র হয়ে ওঠে।
নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।
অবশ্যই দেখবেন: Akshaya Tritiya 2025: ১৭ বছর পর অক্ষয় তৃতীয়ায় তৈরি হচ্ছে বিরল যোগ! জেনে নিন পূজার শুভ সময়
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |