Ekchokho.com 🇮🇳

Pahalgam Attack: ভারত-পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্কের অবনতি! দেশীয় বাজারে বাড়তে পারে এই সকল জিনিসের মূল্য জানুন বিস্তারিত 

Pahalgam Attack: কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার এক সপ্তাহ পার। এই হামলায় প্রাণ হারিয়েছেন নিরীহ ২৬ জন পর্যটক। এই ঘটনার জেরে গোটা দেশে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই কাশ্মীর যাত্রা স্থগিত করেছেন আগামী কয়েক মাসের জন্য। রাজনৈতিক মহলের হাওয়া গরম। সরকার পাকিস্তানের জঙ্গি নির্মূলের জন্য যে কোনো অ্যাকশন নিতে ...

Published on:

Pahalgam Attack: ভারত-পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্কের অবনতি! দেশীয় বাজারে বাড়তে পারে এই সকল জিনিসের মূল্য জানুন বিস্তারিত 

Pahalgam Attack: কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার এক সপ্তাহ পার। এই হামলায় প্রাণ হারিয়েছেন নিরীহ ২৬ জন পর্যটক। এই ঘটনার জেরে গোটা দেশে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই কাশ্মীর যাত্রা স্থগিত করেছেন আগামী কয়েক মাসের জন্য। রাজনৈতিক মহলের হাওয়া গরম। সরকার পাকিস্তানের জঙ্গি নির্মূলের জন্য যে কোনো অ্যাকশন নিতে প্রস্তুত থাকতে বলেছে ভারতীয় সেনাবাহিনীকে। এই হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। যার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে।

শুধু তাই নয় এই ঘটনার জেরে ভারতের বাণিজ্য এবং অর্থনীতিও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বিশেষত পাকিস্তান থেকে আমদানি করা বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। আজকের প্রতিবেদনে জেনে নিন পহেলগাঁও হামলার পর দুই দেশের মধ্যে বাণিজ্য বন্ধ হওয়ায় কোন কোন পণ্যের দামে সরাসরি প্রভাব পড়েছে এবং এর প্রভাব ভারতীয় বাজারে কীভাবে পড়বে?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Pahalgam Attack ত্র কড়া পদক্ষেপ ভারত সরকারের: 

পহেলগাঁও হামলার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোরপদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমত ভারত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রেখেছে এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানের ভিসাও বন্ধ করেছে ভারত। এই দেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে নিজেদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এর পাল্টা প্রত্যুত্তরে পাকিস্তান জানিয়েছে যে, ভারত-পাক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ হবে। এমনকি শিমলা চুক্তি বাতিলের হুমকিও দিয়েছে পাকিস্তান।

Read More: Pahalgam: পাক সেনার প্রিয়পাত্র সইফুল্লা কসৌরি! পাহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সইফুল্লা কসৌরি কে?

Pahalgam Attack পরে বাড়তে পারে কিছু পণ্যের দাম: 

পাকিস্তান থেকে ভারতে অনেক গুরুত্বপূর্ণ পণ্য আমদানি করা হয়। এমতাবস্থায় দুই দেশের বাণিজ্য বন্ধ হওয়ার ফলে যে সমস্ত পণ্যের দাম বাড়তে পারে তা হল-

শুকনো ফল: 

ভারতে ব্যবহৃত খেজুরের বেশিরভাগ অংশই আমদানি হয় পাকিস্তান থেকে। Pahalgam Attack পরে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ায় ওই দেশ থেকে আমদানি হওয়া শুকনো এই ফলের দাম আকাশ ছোঁয়া হতে পারে। খেজুর দেশের বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় খাদ্য। আর এই ঘটনার জেরে খেজুরের মূল্যবৃদ্ধি ঘটতে পারে।

সন্ধক লবন: 

সূত্রের খবর, ভারতে ব্যবহৃত সন্ধক লবনের অধিকাংশ আসে পাকিস্তান থেকে। এখন পাকিস্তান থেকে এই লবণ সরবরাহ বন্ধ হল ভারতীয় বাজারে অপ্রত্যাশিতভাবে সন্ধক লবণের দাম বৃদ্ধি পাবে Pahalgam Attack পরে।

Related: কাশ্মীর হামলার জেরে ক্ষোভে ফেটে পড়লেন শিক্ষক! ধর্মত্যাগে চূড়ান্ত সিদ্ধান্ত বাংলার সাবিরের

চশমার লেন্স: 

ভারতের বাজারে উপলব্ধ নামিদামি চশমার লেন্সের বেশিরভাগ আমদানি হয় পাকিস্তান থেকে। আর এই চশমার লেন্সের দাম বৃদ্ধির ফলে চশমা ব্যবহারকারীদের উপর বিরাট প্রত্যক্ষভাবে এর প্রভাব পড়বে, বিশেষত সাধারন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের উপর।

অন্যান্য পণ্য: 

ফল, লবণ, লেন্সের পাশাপাশি পাকিস্তান থেকে আমদানি করা মুলতানি মাটি, তুলা, ইস্পাত, চামড়ার পণ্য ইত্যাদিরও দাম বৃদ্ধি হতে পারে। আর এই সমস্ত পণ্যের দাম বৃদ্ধির ফলে ভারতীয় উৎপাদন খাতে যে বিরাট প্রভাব পড়বে তা বলাইবাহুল্য।

Related: 5 Banned medicine for children: ভারতে নিষিদ্ধ হলো বাচ্চাদের এই চারটি কাশির ঔষধ! খাওয়ানোর আগে দেখে নিন তালিকা

ভবিষ্যৎ সম্ভাবনা: 

বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক যেহেতু তলানিতে ঠেকেছে তাই আপাতত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক প্রায় বন্ধ। এমতাবস্থায় ভারতের বাজারে এর সরাসরি প্রভাব পড়তে চলেছে। বিশেষ করে যে সমস্ত পণ্য পাকিস্তান থেকে আমদানি করা হয়, তার দাম হু হু করে বাড়তে পারে ভারতীয় বাজারে। এখন ভবিষ্যতে পরিস্থিতি কোনদিকে এগোয় সকলেরই লক্ষ সেইদিকে।