Ekchokho.com 🇮🇳

মে মাসের শুরুতেই কালবৈশাখী ৭ জেলায়; রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা! জানুন আজকের আবহাওয়া

Weather Update Today: কিছুদিন আগেও তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। গরমের দাপটে দুপুরে তো দূর বেলা ১১ টার পর বাড়ি থেকে বেরোচ্ছিলেন না সাধারণ মানুষ। তবে এরই মাঝে এক সপ্তাহ যে ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাতে তাপমাত্রা অনেকাংশে কমেছে। আপাতত প্রতিদিনই বিক্ষিপ্ত ...

Published on:

Weather Update

Weather Update Today: কিছুদিন আগেও তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছিল। গরমের দাপটে দুপুরে তো দূর বেলা ১১ টার পর বাড়ি থেকে বেরোচ্ছিলেন না সাধারণ মানুষ। তবে এরই মাঝে এক সপ্তাহ যে ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাতে তাপমাত্রা অনেকাংশে কমেছে। আপাতত প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। জানা গিয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। আর তারই প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আজ মে মাসের প্রথম দিনে কেমন আবহাওয়া থাকবে বাংলায় (Weather Today)? আজকের প্রতিবেদনে জানুন বিস্তারিত।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Update): 

আজ মাসের শুরুতেই বাংলা জুড়ে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। শুধু তাই নয় কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে প্রবল। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ইতিমধ্যে প্রত্যেকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal Weather Update): 

নতুন মাসের শুরুতে দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।

কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Tomorrow Weather Update)? 

আবহাওয়া দফতরের জারি করা বুলেটিন অনুসারে, আগামীকাল অর্থাৎ ২রা মে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙ জেলায়। সেইসঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখী হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ। হালকা বৃষ্টিপাত হতে পারে। সবে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।   

অবশ্যই দেখবেন: ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া; সারাদিনব্যাপী ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি দক্ষিণের জেলাগুলিতে! কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?