Weather Update: চলতি সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি! জারি তাপপ্রবাহ সতর্কতা, কোন জেলায় বাড়বে গরমের দাপট?

Weather Update : বেলা বাড়তেই যেন আগুন ঝরছে শহরের রাস্তায়। মাথার উপর রোদ যেন মেঘহীন আগুনের চাদর হয়ে জ্বালাচ্ছে জনজীবন। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার মানুষ এখন তীব্র গরমে হাঁসফাঁস করছে। অফিসপাড়া হোক কিংবা স্কুল-কলেজ, গরমের দাপটে ঘর ছেড়ে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য। হিমশীতল পানীয় আর ছায়া ...

Updated on:

Weather Update: চলতি সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি! জারি তাপপ্রবাহ সতর্কতা, কোন জেলায় বাড়বে গরমের দাপট?

Weather Update : বেলা বাড়তেই যেন আগুন ঝরছে শহরের রাস্তায়। মাথার উপর রোদ যেন মেঘহীন আগুনের চাদর হয়ে জ্বালাচ্ছে জনজীবন। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলার মানুষ এখন তীব্র গরমে হাঁসফাঁস করছে। অফিসপাড়া হোক কিংবা স্কুল-কলেজ, গরমের দাপটে ঘর ছেড়ে বের হওয়া দুষ্কর হয়ে পড়েছে সাধারণ মানুষের জন্য। হিমশীতল পানীয় আর ছায়া এখন রীতিমতো সোনার হরিণ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ঘরের ভেতরেও ঘামতে হচ্ছে সকলকে (Sweating Indoors)

শুধু বাইরে নয়, ঘরের ভেতরেও যেন শান্তি নেই। ফ্যান, কুলার, এসি চললেও মিলছে না স্বস্তি। দুপুরের দিকে বিদ্যুৎ বিভ্রাট হলে অবস্থার আরও অবনতি ঘটছে। শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতে এই গরম পরিস্থিতি আরও কঠিন। হাসপাতালগুলিতে বাড়ছে হিটস্ট্রোক (Heatstroke) ও ডিহাইড্রেশনের (Dehydration) মতো সমস্যা। সব মিলিয়ে প্রখর গরমের এই দিনে দক্ষিণবঙ্গের মানুষ প্রার্থনা করছেন এক পশলা বৃষ্টির জন্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া সতর্কবার্তা (Weather Update for South Bengal)

আবহাওয়া দফতরের (IMD) তরফ থেকে জানানো হয়েছে, এই সপ্তাহের শেষভাগে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়তে চলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম প্রভৃতি জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বৃহস্পতিবার থেকে শুরু হবে এই উষ্ণ প্রবণতা। তবে শুক্রবার থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সময় ঝড়বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা খুবই কম। ফলে সূর্যের তেজ একটানা অনুভূত হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Read More: UPI লেনদেনে কড়া নিয়ম, বদলে গেল টাকা পাঠানোর পদ্ধতি! এখনই জেনে নিন

কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে (Scattered Rain Possibility Weather Update)

তবে দক্ষিণবঙ্গের কয়েকটি অংশে আজ বুধবার বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Lightning with Rain) ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। তবে এই বৃষ্টি দীর্ঘস্থায়ী নয়, এবং তাপমাত্রা কমার সম্ভাবনাও তেমন নেই। বরং বৃষ্টির পরে গরমে আরও ভ্যাপসা ভাব সৃষ্টি হতে পারে।

পশ্চিমাঞ্চলে থাকবে তাপপ্রবাহের সম্ভাবনা (Heatwave in Western Districts Weather Update)

আসল আশঙ্কা কিন্তু শনিবার ও রবিবার। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে পশ্চিমাঞ্চলের চার থেকে ছয়টি জেলায় তাপপ্রবাহ (Heatwave) পরিস্থিতি তৈরি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (Monsoon) ১৩ মে আন্দামান অঞ্চলে ঢুকলেও, দক্ষিণবঙ্গে তার প্রভাব পড়তে আরও সময় লাগবে। ফলে গরমের এই দাপট সহ্য করেই চলতে হবে আগামী কিছুদিন।

Read More: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! দক্ষিণবঙ্গে তাণ্ডব চালাতে আসছে বর্ষা, জেলায় জেলায় প্রস্তুতি

ajker abhawaajker আবহাওয়াDurgapur WeatherHeatwaveKolkata WeatherKolkata Weather Updateআগামী ১০ দিনের আবহাওয়াআগামী 15 দিনের আবহাওয়াআগামী 15 দিনের আবহাওয়ার খবরআগামী 20 দিনের আবহাওয়াআগামী 24 ঘন্টার আবহাওয়ার খবরআগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসআগামী ৭ দিনের আবহাওয়ার খবরআগামী কালকের আবহাওয়াআগামী তিন দিনের আবহাওয়ার খবরআগামীকাল আবহাওয়াআগামীকালের আবহাওয়া videoআগামীকালের আবহাওয়ার খবরআগামীকালের আবহাওয়ার পূর্বাভাসআজ আবহাওয়ার খবরআজকের আবহাওয়াআজকের আবহাওয়া খবরআজকের আবহাওয়া দপ্তরআজকের আবহাওয়া দপ্তর খবরআজকের আবহাওয়া প্রতি ঘন্টাআজকের আবহাওয়া লাইভআজকের আবহাওয়া সংবাদআজকের আবহাওয়ার পূর্বাভাসআজকের দিনের আবহাওয়াআজকের লোকাল আবহাওয়াআবহাওয়াআবহাওয়া 10 দিনআবহাওয়া 10 দিনেরআবহাওয়া liveআবহাওয়া আগামীকালআবহাওয়া আপডেটআবহাওয়া খবরআবহাওয়া খবর আজকেরআবহাওয়া চুঁচুড়া পশ্চিমবঙ্গআবহাওয়া তাপমাত্রাআবহাওয়া দত্তআবহাওয়া দপ্তরআবহাওয়া দপ্তর খবরআবহাওয়া বাংলাআবহাওয়া রিপোর্টআবহাওয়া লাইভআবহাওয়া লোকেশনআবহাওয়া সংবাদআবহাওয়ার খবর আবহাওয়ার খবরআবহাওয়ার খবর দাওআবহাওয়ার তথ্যআমার অবস্থানে আজকের আবহাওয়াএখনকার আবহাওয়াএখানকার আবহাওয়াএর আবহাওয়াকালকের আবহাওয়াকালকের আবহাওয়ার খবরগতকাল আবহাওয়াঘূর্ণিঝড়ের আবহাওয়াজলের আবহাওয়াদক্ষিণবঙ্গে বৃষ্টির খবরদক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরপরশু দিনের আবহাওয়াপূর্ব মেদিনীপুর আবহাওয়া লাইভবাংলা আবহাওয়াবুধবারের আবহাওয়াবৃষ্টি আবহাওয়াবৃষ্টি আবহাওয়া আমার অবস্থান প্রতি ঘন্টায় আজবৃষ্টি কবে হবেবৃষ্টি কেনবৃষ্টির আবহাওয়া খবরবৃষ্টির পূর্বাভাসবৃহস্পতিবার এর আবহাওয়ামেঘের আবহাওয়ারবিবার আবহাওয়ারবিবারের আবহাওয়ালোকাল আবহাওয়াশনিবার আবহাওয়াশনিবারের আবহাওয়াশুক্রবার এর আবহাওয়াস্থানীয় আবহাওয়া