১০ টাকার কয়েন (₹10 Coin) কি বাতিল? RBI জানালো আসল সত্য, আইন ভাঙছেন না তো আপনিও?

কোনও দোকানে গিয়ে ১০ টাকার কয়েন বার করলেন, আর দোকানদার বলল, “এটা আমরা নিই না!” এমন অভিজ্ঞতা অনেকেই পেয়েছেন। কখনও অটোচালক, কখনও ছোট দোকান, আবার কখনও নামী দোকানেও এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। যার ফলে সাধারণ মানুষ পড়ছেন চরম অস্বস্তিতে। এত মূল্যবান সময় ও শ্রম দিয়ে উপার্জিত টাকা ফেরত না ...

Updated on:

১০ টাকার কয়েন (₹10 Coin) কি বাতিল? RBI জানালো আসল সত্য, আইন ভাঙছেন না তো আপনিও?

কোনও দোকানে গিয়ে ১০ টাকার কয়েন বার করলেন, আর দোকানদার বলল, “এটা আমরা নিই না!” এমন অভিজ্ঞতা অনেকেই পেয়েছেন। কখনও অটোচালক, কখনও ছোট দোকান, আবার কখনও নামী দোকানেও এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে। যার ফলে সাধারণ মানুষ পড়ছেন চরম অস্বস্তিতে। এত মূল্যবান সময় ও শ্রম দিয়ে উপার্জিত টাকা ফেরত না পেয়ে বিরক্ত হচ্ছেন তাঁরা।

গুজবের কারণে বেড়েছে সন্দেহ (Rumours about Coin Legality)

বাজারে নানা ধরনের ১০ টাকার কয়েন (₹10 Coin) ঘোরাফেরা করছে। কোনওটায় ছবি বড়, কোনওটায় ছোট, কোনওটায় আলাদা ডিজাইন। এই বৈচিত্র্য দেখে সাধারণ মানুষ অনেক সময়েই ধন্দে পড়ে যান। অনেকেই ভেবে বসেন, “শুধু একটা নির্দিষ্ট ডিজাইনের কয়েনই বৈধ, বাকি সব নকল!” আর এখান থেকেই শুরু হয় গুজব, যার ফলে লেনদেনে বাধা সৃষ্টি হয়। অথচ বাস্তবে এর সঙ্গে সত্যের কোনও মিল নেই।

Read More: SWP : ১০ লাখ টাকা বিনিয়োগে মাসে প্রতি মাসে আয় করবেন ১ লাখ টাকা! জানুন কীভাবে?

আরবিআই-এর তরফে গুরুত্বপূর্ণ বার্তা (RBI Clarification on ₹10 Coin)

এই পরিস্থিতিতে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI) সাধারণ মানুষের সমস্ত সংশয় দূর করতে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, বিভিন্ন ডিজাইনের হলেও সব ধরনের ১০ টাকার কয়েনই সম্পূর্ণ বৈধ (Legal Tender)। RBI স্পষ্ট জানিয়েছে, একাধিক ডিজাইনের ১০ টাকার কয়েন বাজারে রয়েছে, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন মিন্ট (Minting Units)-এ এগুলি তৈরি হয়েছে। তবে এগুলি প্রত্যেকটি আইনসম্মত এবং লেনদেনযোগ্য।

আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে (Legal Action if Refused to Accept) 

RBI জানিয়েছে, যদি কোনও ব্যক্তি বা ব্যবসায়ী ১০ টাকার বৈধ কয়েন নিতে অস্বীকার করেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। ভারতীয় দণ্ডবিধির ৪৮৯ ধারা অনুযায়ী, এমন আচরণ শাস্তিযোগ্য অপরাধ। এমনকি কয়েন গ্রহণে অস্বীকৃতির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করাও যেতে পারে। এর পাশাপাশি, RBI-এর পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে জনগণ যেন সচেতন হন এবং অহেতুক গুজবে কান না দেন।

Read More: ব্যাঙ্কে 1 টাকা না থাকলেও UPI পেমেন্ট সম্ভব: NPCI-এর নতুন ক্রেডিট লাইন চালু 

সচেতনতা বাড়ান, গুজবে কান দেবেন না (Awareness against Fake Rumours)

 RBI-এর বক্তব্য অনুযায়ী, দেশে চলতি সমস্ত ধরনের ১০ টাকার কয়েনই বৈধ। সুতরাং, শুধুমাত্র ডিজাইন ভিন্ন হলেই সেটিকে অবৈধ বলা একেবারেই যুক্তিহীন। এখন প্রয়োজন জনসচেতনতা বাড়ানো এবং ভুল বার্তা রুখে দেওয়া। সাধারণ মানুষ, দোকানদার, পরিবহণকর্মী—সবার উচিত RBI-এর নির্দেশিকা জানা এবং তা মেনে চলা। তাহলে এমন অপ্রয়োজনীয় সমস্যার সম্মুখীন আর হতে হবে না।

10 rupee coin 10 rupee note bundle 10 rupee note bundle price 10 rupee note picture 10 rupees note image 10 rupees note with 2 peacock price 10 rupees old note price ১০ টাকার কয়েন 24 ghanta bangla news aaj tak bangla news abp ananda bangla live news abp ananda bangla news abp ananda bangla news live abp ananda live bangla news abp ananda news bangla abp ananda news bangla live abp ananda news live bangla abp bangla news channel abp bangla news today abp news bangla abp news live bangla atn bangla news bangla cricket news bangla latest news in hindi bangla news bangla news 24 ghanta bangla news 24 ghanta live bangla news aaj tak bangla news apps bangla news channel bangla news current bangla news khabar bangla news live bangla news live today bangla news paper today bangla news today bangla sports news bangladesh atn bangla news bangladeshi bangla news bbc bangla news bd news bangla breaking news bangla cn bangla news live dd bangla news etv bangla news etv bangla news live indian 10 rupee note kolkata bangla news latest bangla news live bangla news 24 ghanta nepal 10 rupees note price in india new 10 rupee note new 10 rupee note bundle new indian 10 rupee note news bangla khabar news time bangla news time bangla live old 10 rupee note old 10 rupee note value old 10 rupee note year old indian 10 rupee note r bangla live news r bangla news live republic bangla news republic bangla news live tv9 bangla live news tv9 bangla news tv9 bangla news live zee bangla news live zee news bangla zee news live bangla
WhatsApp Icon